পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৬৮ রানের। তবে হাসান আলি ও শাহিন আফ্রিদের আগুনে বোলিংয়ের সামনে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। প্রায় নিশ্চিত হারের মুখ থেকে দলকে টেনে তুলে রুদ্ধশ্বাস ম্যাচ জেতান কেমাপ রোচ।
ম্যাচের পর নিজের না নায়কচিত ইনিংসের পর রোচ নিজের ব্যাটিং অভিজ্ঞতা সম্পর্কে জানাতে গিয়ে বলেন, ‘আমি এর আগে কখনও এমন পরিস্থিতির মুখোমুখি হয়নি যেখানে আমাকে টেলএন্ডারদের সঙ্গে ব্যাট করতে হয়েছে। আমি নিজেই টেলএন্ডার যদিও।’
কৌতুকপূর্ণ রোচের এই মন্তব্য ঘিরেই হইচই নেটপাড়ায়। কেউ তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে নতুন বাক্য যোগ করে নিজের মতো মন্তব্য তৈরি করছেন, তো কেউ আবার স্রেফ রোচের ক্রিকেটীয় দক্ষতার প্রশংসায় ব্যস্ত। ব্যাট হাতে ম্যাচ হোক কিংবা সোশ্যাল মিডিয়া, দুই জায়গাই জয়ী উইন্ডিজ ফাস্ট বোলার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।