নির্ধারিত ২০ ওভারে ১৬৮ রান করলেই সিরিজের তৃতীয় টি২০ ম্যাচটি জিতে যেত ওয়েস্ট ইন্ডিজ। সেই লক্ষ্যে সাবধানে এগোচ্ছিল ক্যারেবিয়ানরা। বিনা উইকেটে স্কোর বোর্ডে ৫৫ রান তুলেও ফেলেছিল। কিন্তু এরপরেই ম্যাচের রাশ হাত থেকে বেরিয়ে যায়। সহজ ম্যাচ বদলে যায় রূদ্ধশ্বাস ম্যাচে। ওয়েস্ট ইন্ডিজের জয় ছিনিয়ে নেয় দক্ষিণ আফ্রিকা।
প্রোটিয়াদের হয়ে অসম্ভব কাজটি সম্ভব করলেন তাবরিজ শামসি। দক্ষিণ আফ্রিকান বাঁহাতি লেগ স্পিনারের বল সামাল দিতেই পারছিল না ওয়েস্ট ইন্ডিজ। আগের ম্যাচে ৪ ওভারে মাত্র ১৬ রান দেওয়া শামসি আজ আরও ভয়ংকর হয়ে উঠেছিলেন। শামসিকে সামলাতে না পেরে রান তোলা থামিয়ে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত মাত্র ১ রানে ম্যাচ হারেন রাসেল-পোলার্ডরা এদিনের ম্যাচ হেরে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।
এদিন ন্যাশানাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্টি ইন্ডিজ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে প্রোটিয়রা স্কোর বোর্ডে তোলে ১৬৭ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বাধিক ৫১ বলে ৭২ রানের ইনিংস খেলেন কুইন্টন ডি কক। ক্যারিবিয়ানদের হয়ে সর্বাধিক ৪ উইকেট নিয়েছিলেন ওবেড ম্যাকওয়। ব্র্যাভো নেন তিন উইকেট। এরপর ওয়েস্ট ইন্ডিজ যখন ব্যাট করতে নামেন তাদের সামনে ছিল ১৬৮ রানে লক্ষ্যমাত্রা।
মাত্র ৬.৫ ওভারেই ৫৫ রান তুলে নিয়েছিল পোলার্ডের দল। সকলে যখন ভাবছিলেন যে ওয়েস্ট ইন্ডিজ খুব সহজেই এই ম্যাচ জিতে যাবে তখনই শুরু হয় তাবরিজ শামসির ঘূর্ণি। ৪ ওভার বল করে মাত্র ১৩ রান দিলেন। শামসি নিলেন ২টি উইকেট। ১৬৬ রানেই শেষ হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। মাত্র ১ রানে নিজেদের ঘরের মাঠে হারল হেটমায়াররা। পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।