এনগিদি-নরকিয়ার আগুনে বোলিংয়ে ঝলসে গেল ওয়েস্ট ইন্ডিজ, ৯৭ রানে শেষ ক্যারিবিয়ানদের প্রথম ইনিংস
1 মিনিটে পড়ুন . Updated: 11 Jun 2021, 12:29 AM IST- ৫ উইকেট নেন লুঙ্গি এনগিদি।
ঘরোয়া মরশুমের শুরুতেই ধাক্কা ক্যারিবিয়ান শিবিরে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৯৭ রানে অল-আউট হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।
দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে পরপর মোট ৬টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট লুসিয়ায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচ দিয়ে শুরু হয় ক্যারিবিয়ানদের ঘরোয়া মরশুমে। শুরুতেই চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয় ওয়েস্ট ইন্ডিজকে।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট যে পিচ পড়তে ভুল করেছিলেন, তা বোঝা যায় ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যেই। লুঙ্গি এনগিদি ও এনরিখ নরকিয়ার আগুনে বোলিংয়ে ঝলসে যায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ।
দলের হয়ে সর্বোচ্চ ২০ রান করেন জেসন হোল্ডার। এছাড়া ব্রাথওয়েট ১৫, শাই হোপ ১৫, বোনার ১০, রোস্টন চেস ৮, মায়ের্স ১, ব্ল্যাকউড ১, কর্নওয়াল ১৩ ও কেমার রোচ ১ রান করেন। জোশুয়া ও সিলস খাতা খুলতে পারেননি।
এনগিদি ১৯ রানে ৫টি উইকেট নেন। ৩৫ রানে ৪টি উইকেট দখল করেন নরকিয়া। ২৪ রানে ১টি উইকেট নিয়েছেন রাবাদা।