বাংলা নিউজ > ময়দান > তাসের ঘরের মতো ভাঙল উইন্ডিজ ব্যাটিং, দ্বিতীয় টেস্টে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা

তাসের ঘরের মতো ভাঙল উইন্ডিজ ব্যাটিং, দ্বিতীয় টেস্টে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা

ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করে প্রোটিয়া দলের উচ্ছ্বাস। ছবি- আইসিসি (টুইটার)।

প্রোটিয়া ইনিংসে চার রানের জন্য শতরান হাতছাড়া করেন কুইন্টন ডি'কক।

শুভব্রত মুখার্জি

প্রথম টেস্টে মুখ থুবড়ে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ বাহিনী। সেই ধাক্কা খাওয়ার পরে দ্বিতীয় ও শেষ টেস্টে তাঁরা শুরুটা ভাল করেছিল। তবে সফরকারী দক্ষিণ আফ্রিকাকে ২৯৮ রানে অলআউট করার পরেও স্বস্তিতে নেই ওয়েস্ট ইন্ডিজ। 

সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে প্রথম ইনিংসে নিজেদের প্রথম ইনিংসে চরম ব্যাটিং ব্যর্থতার সম্মুখীন হল তারা। তাসের ঘরের মতন ভেঙে পড়ল তাঁদের ব্যাটিং। ১৪৯ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয়দের প্রথম ইনিংস । শাই হোপ এবং জার্মাইন ব্ল্যাকউড ছাড়া আর কেউ দাড়াতে পারেননি রাবাদা-লুঙ্গিদের সামনে।

দ্বিতীয় দিন প্রোটিয়ারা শুরু করেছিল ৫ উইকেটে ২১৮ রান নিয়ে। তবে দলের স্কোরকে ৩০০ পার করাতে ব্যর্থ হন কুইন্টন ডি'ককরা। প্রোটিয়া ইনিংস ২৯৮ রানেই শেষ হয়ে যায়। চার রানের জন্য টানা দুই ম্যাচে শতরানের সুযোগ হাতছাড়া করেন ডি'কক। শ্যানন গ্যাব্রিয়েল (৪৫-৩) ও কাইল মায়ের্স (২৮-৩) বল হাতে নজর কাড়েন।

শুভব্রত মুখার্জি

প্রথম টেস্টে মুখ থুবড়ে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ বাহিনী। সেই ধাক্কা খাওয়ার পরে দ্বিতীয় ও শেষ টেস্টে তাঁরা শুরুটা ভাল করেছিল। তবে সফরকারী দক্ষিণ আফ্রিকাকে ২৯৮ রানে অলআউট করার পরেও স্বস্তিতে নেই ওয়েস্ট ইন্ডিজ। 

সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে প্রথম ইনিংসে নিজেদের প্রথম ইনিংসে চরম ব্যাটিং ব্যর্থতার সম্মুখীন হল তারা। তাসের ঘরের মতন ভেঙে পড়ল তাঁদের ব্যাটিং। ১৪৯ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয়দের প্রথম ইনিংস । শাই হোপ এবং জার্মাইন ব্ল্যাকউড ছাড়া আর কেউ দাড়াতে পারেননি রাবাদা-লুঙ্গিদের সামনে।

দ্বিতীয় দিন প্রোটিয়ারা শুরু করেছিল ৫ উইকেটে ২১৮ রান নিয়ে। তবে দলের স্কোরকে ৩০০ পার করাতে ব্যর্থ হন কুইন্টন ডি'ককরা। প্রোটিয়া ইনিংস ২৯৮ রানেই শেষ হয়ে যায়। চার রানের জন্য টানা দুই ম্যাচে শতরানের সুযোগ হাতছাড়া করেন ডি'কক। শ্যানন গ্যাব্রিয়েল (৪৫-৩) ও কাইল মায়ের্স (২৮-৩) বল হাতে নজর কাড়েন।|#+|

এরপর ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। কাগিসো রাবাদার বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট।একটা সময় দক্ষিণ আফ্রিকার পেসারদের দাপটে ৫৪ রানেই ৪ উইকেট হারায় ক্যারিবীয়রা। শাই হোপ ৪৩ ও ব্ল্যাকউড ৪৯ রান করে কিছুটা মুখরক্ষা করেন দলের। 

অন্যান্য সকল ব্যাটসম্যানরা একেবারে ব্যর্থ হওয়ায় ১৪৯ রানেই গুটিয়ে যায় উইন্ডিজদের ইনিংস। দক্ষিণ আফ্রিকার পক্ষে ওয়াইয়ান মুল্ডার তিনটি উইকেট নেন। রাবাদা, লুঙ্গি এনগিদি ও কেশব মহারাজ দু'টি করে উইকেট নেন।

বন্ধ করুন