ডি'ককের দুরন্ত শতরানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা
1 মিনিটে পড়ুন . Updated: 12 Jun 2021, 09:24 AM IST- ২০১৯ সালের পর প্রথম টেস্ট শতরান করলেন কুইন্টন ডি'কক।
প্রথম ইনিংসে লুঙ্গি এনগিদি ও এনরিখ নরকিয়ার দাপটে শতরানের গন্ডিও টপকাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। জবাবে কুইন্টন ডি'ককের দাপটে শতরানের সুবাদে ৩২২ রান তোলে দক্ষিণ আফ্রিকা।
২০১৯ সালের পর লাল বলের ক্রিকেটে প্রথম ও কেরিয়ারের ষষ্ঠ শতরান করেন প্রোটিয়া উইকেটকিপার- ব্যাটসম্যান ডি'কক। ১২টি চার ও সাতটি ছক্কার সুবাদে ১৭০ বল ব্যক্তিগত ১৪১ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর পাশাপাশি ওপেনার এইডেন ম্যাকরাম ৬০ রান করেন। জেসন হোল্ডার নেন চারটি ও নিজের টেস্ট অভিষেকে জেইডন সিলস তিনটি উইকেট পান।
২২৫ রান পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ফের বিপাকে পরে ক্যারিবিয়ান দল। দ্রুত অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট (৭) এবং অপর ওপেনার কাইরেন পাওয়েলকে (১৪) সাজঘরে ফিরত পাঠান কাগিসো রাবাদা। নরকিয়া শাই হোপ (১২) এবং কাইল মায়ের্স (৯)-র উইকেট তুলে নেওয়ায়, মাত্র ৫১ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ওইন্ডিজ বাহিনী। তবে দিনের শেষে রোস্টন চেস (২১) ও ব্ল্যাকউড (১০) -র ৩১ রানের অপরাজিত পার্টনারশিপের সুবাদে ওয়েস্ট ইন্ডিজের ৮২ রানের মাথায় দ্বিতীয় দিনের পরিসমাপ্ত ঘটে।