বাংলা নিউজ > ময়দান > ২২ গজে ভুতুরে কাণ্ড! নিজে নিজে পড়ে গেল স্টাম্প, জিম্বাবোয়ের হয়ে উইকেট নিল কে?

২২ গজে ভুতুরে কাণ্ড! নিজে নিজে পড়ে গেল স্টাম্প, জিম্বাবোয়ের হয়ে উইকেট নিল কে?

নিজে নিজে পড়ে গেল স্টাম্প।

বাংলাদেশ-জিম্বাবোয়ের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলছিল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। ১৮তম ওভারে বল করছিলেন জিম্বাবোয়ের টেন্ডাই চাতারা। মহম্মদ সইফুদ্দিন স্ট্রাইক নিচ্ছিলেন। বল ডেলিভারি হওয়ার আগেই দেখা যায়, নিজে নিজে স্টাম্প পড়ে গিয়েছে।

হারারের মাঠে ভুতুরে কাণ্ড! বাংলাদেশ বনাম জিম্বাবোয়ে ম্যাচে ঘটে গেল ভুতুরে কারবার। জিম্বাবোয়ের হয়ে খেলতে নেমেছিল এক ভূত। যে আবার বাংলাদেশের স্টাম্পও ফেলে দিল। এমন কাণ্ডে হতবাক ক্রিকেট বিশ্ব! বাংলাদেশকে আউট করতে শেষ পর্যন্ত ভূতের সাহায্য নিল জিম্বাবোয়ে?

বাংলাদেশ-জিম্বাবোয়ের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলছিল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। ১৮তম ওভারে ঘটনাটি ঘটে। সেই ওভারে বল করছিলেন জিম্বাবোয়ের টেন্ডাই চাতারা। মহম্মদ সইফুদ্দিন স্ট্রাইক নিচ্ছিলেন। বল ডেলিভারি হওয়ার আগেই দেখা যায়, নিজে নিজে স্টাম্প পড়ে গিয়েছে। এক্কেবারে ভুতুরে কাণ্ড!

জিম্বাবোয়ের ক্রিকেটাররা হিট উইকেট হয়েছে ভেবে আম্পায়ারের কাছে অ্যাপিল করেন। আম্পায়ার থার্ড আম্পায়ারের সাহায্য নেন। থার্ড আম্পায়ার নট আউট দেন। সম্ভবত হাওয়াতেই বেল পড়ে গিয়েছিল। তবে অনেকেরই দাবি, এ কাণ্ড ভূতেরই!

ভূতের প্রভাবেই সম্ভবত ম্যাচটি জিম্বাবোয়ে ২৩ রানে জিতেও যায়। কারণ এর আগে একদিনের ক্রিকেট সিরিজে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করেছ বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতেও বাংলাদেশের কাছে ৮ উইকেটে হেরেছে জিম্বাবোয়ে। শেষ পর্যন্ত ভূতের প্রভাবে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতল জিম্বাবোয়ে। রবিবার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবোয়ে। এই ম্যাচে সিরিজের ফলাফল নির্ধারিত হবে?

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন