নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুর টেস্টে অনবদ্য হাফ সেঞ্চুরি করেছিলেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার ঋদ্ধিমান সাহা। দ্বিতীয় ইনিংসে ১২৬ বলে ৬১ রান করেছিলেন তিনি। প্রথম ইনিংসে ১ রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ছিলেন ঋদ্ধি। তাঁর ব্যাটের লড়াইয়ে ভারত কানপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে চালকের আসনে ছিল। তবে ইতিমধ্যেই আমরা জানি, ঘাড়ে ব্যথা নিয়েই ওই ইনিংস খেলেছিলেন ঋদ্ধি। তবে সেই ইনিংস খেলার সময় শুধু শরীর নয়, মনও ঠিক ছিলনা ঋদ্ধির।
আগের দিন যন্ত্রনায় কিপিং করতে পারেননি ঋদ্ধি। ভেবেছিলেন হয়তো নামতেই হবেন না। কিন্তু আচমকাই ১০৩ রানে ৬ উইকেট পড়ে যায় ভারতের। লিড মাত্র ১৫২। নামতে বাধ্য হন ঋদ্ধি। শ্রেয়স আইয়ারের সঙ্গে জুটিতে ভারতকে নিরাপদ জায়গায় পৌঁছে দেন। ঋদ্ধিমান সাহার এই ইনিংস দেখে সকলেই প্র
বাংলার ‘পাপালি’ যখন ক্রিজে সেই সময় তাঁর স্ত্রী হাসপাতালে ভর্তি। এক সাক্ষাৎকারে ঋদ্ধি জানিয়েছেন, তাঁর স্ত্রী ওই সময় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন। টেস্ট ম্যাচের চাপ, প্রথম ইনিংসে ব্যর্থতা, চিরতরে ব্রাত্য হয়ে যাওয়ার ভয় সঙ্গে চোটের যন্ত্রনা, এরপরেও তাঁকেই স্ত্রীর জন্য হাসপাতালের ব্যবস্থা করতে হয়েছিল। এই সব নিয়ে কানপুরে ১২৬ বলে অপরাজিত ৬১ রানের ইনিংস খেলেছিলেন ঋদ্ধিমান সাহা। বঙ্গতনয়ের ইনিংস দেখার পর প্রশংসা করেছেন সুনীল গাভাসকর, ভিভিএস লক্ষ্মণের মতো কিংবদন্তিরা।