বাংলা নিউজ > ময়দান > শাস্ত্রীর পরে কি তিনিই হবেন ভারতীয় দলের প্রধান কোচ? বড় বার্তা দিলেন রাহুল দ্রাবিড়

শাস্ত্রীর পরে কি তিনিই হবেন ভারতীয় দলের প্রধান কোচ? বড় বার্তা দিলেন রাহুল দ্রাবিড়

রাহুল দ্রাবিড় (ছবি:এএনআই)

রাহুল দ্রাবিড় কি ভবিষ্যতে টিম ইন্ডিয়ার কোচ হতে চলেছেন? গত কয়েকদিন ধরে এই প্রশ্নটা ঘুরে ফিরে বেরাচ্ছে ভারতীয় ক্রিকেট মহলে। সে বিষয়ে বার্তা দিলেন দ্রাবিড়।   

রাহুল দ্রাবিড় কি ভবিষ্যতে টিম ইন্ডিয়ার কোচ হতে চলেছেন? গত কয়েকদিন ধরে এই প্রশ্নটা ঘুরে ফিরে বেরাচ্ছে ভারতীয় ক্রিকেট মহলে। তবে এবার নিজেই এই বিষয় নিয়ে বড় বার্তা দিলেন রাহুল দ্রাবিড়। জানিয়ে দিলেন নিজের ভাবনা। তিনি জানালেন ভারতীয় দলের কোচ হতে গেলে কতটা চ্যালে়ঞ্জ নিতে হয়। সে বিষয়েও একটা বার্তাও দিয়ে রাখলেন দ্রাবিড়।     

রবি শাস্ত্রীর অনুপস্থিতিতে শ্রীলঙ্কা সফরের প্রধান কোচের দায়িত্বে রাহুল দ্রাবিড়কে রাখা হয়েছিল। তবে দ্রাবিড়ের কাজে খুশি ক্রিকেট বিশেষজ্ঞরা। তাদের অনেকের মতেই ভবিষ্যতে দ্রাবিড়ই হতে পারেন ভারতীয় দলের প্রধান কোচ। আজকাল অনেকেই এই বিষয় নিয়ে আলোচনা করছেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রবি শাস্ত্রীর মেয়াদ শেষ হবে। এমন পরিস্থিতিতে দ্রাবিড়ের নাম পরবর্তী কোচ হিসাবে উঠে আসছে। এই পদের জন্য শাস্ত্রীকে কঠিন প্রতিযোগিতা দিতে পারেন দ্রাবিড়। যাইহোক, রাহুল দ্রাবিড় এবার এই বিষয় মুখ খুললেন। 

রাহুল দ্রাবিড় বলেছেন যে তিনি এটি নিয়ে এখনও কোন চিন্তা করেননি। তিনি এখনও পর্যন্ত যা করছেন তাতেই খুব খুশি। দ্রাবিড় জানান, ‘সত্যি কথা বলতে আমি এখন যা করছি তাতে আমি খুশি। আমি এই সফর ছাড়া অন্য কিছু ভাবিনি। আমি এই অভিজ্ঞতা উপভোগ করেছি এবং আমি এই খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে ভালোবাসি। এটা দুর্দান্ত একটা অভিজ্ঞতা ছিল। আমি এর বাইরে আর অন্য কিছু ভাবিনি। পূর্ণ কোচের ভূমিকা পালন করার জন্য অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, সত্যিই আমি সেগুলো জানি না।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন