আধুনিক ক্রিকেটে খেলোয়াড়দের দুর্দান্ত ফিটনেসের স্পষ্ট প্রভাব দেখা যায় ফিল্ডিংয়ের ক্ষেত্রে। অসাধারণ সব বাউন্ডারি সেভ, দুর্দান্ত সব ক্যাচ ধরতে দেখা যায় ক্রিকেটারদের। তবে দক্ষিণ আফ্রিকার নতুন টি-২০ লিগ এসএ টি-২০'তে উইল জ্যাকস যেভাবে জেরাল্ড কোয়েটজির ক্যাচ ধরেন, তা হতবাক করে দেয় মাঠে উপস্থিত সকলকে।
ধারাভাষ্যকাররা তো বটেই, বাউন্ডারি লাইনে জ্যাকসের এক হাতে ক্যাচ ধরা দেখে বিশ্বাসই করতে পারছিলেন না জো'বার্গ সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিংও। বোলার ইথান বশের চোখে-মুখে স্পষ্ট ধরা পড়ছিল বিস্ময়।
ওয়ান্ডারার্সে লিগের ১১তম ম্যাচে প্রিটোরিয়া ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নামে জো'বার্গ সুপার কিংস। টস জিতে সুপার কিংসকে শুরুতে ব্যাট করতে পাঠায় ক্যাপিটালস। প্রথম ইনিংসের ১৯.৪ ওভারে ইথানের বলে বড় শট নেওয়ার চেষ্টা করেন জেরাল্ড। লেগ-সাইডে ছক্কা হাঁকানোর চেষ্টায় বল হাওয়ায় ভাসিয়ে দেন তিনি। বল বাউন্ডারি লাইনের বাইরেই যাচ্ছিল, এমন সময় দৌড়ে এসে এক হাতে ক্যাচ ধরে নেন জ্যাকস। আসলে বল এমন একটা উচ্চতায় ছিল, যেখান থেকে উইলের ওভাবে ক্যাচ ধরে নেওয়া খুব সহজ কাজ ছিল না।
তার আগে এনরিখ নরকিয়ার বলে সুপার কিংসের ক্যাপ্টেন ফ্যাফ ডু'প্লেসিরও ক্যাচ ধরেন জ্যাকস। যদিও উইলের এমন অনবদ্য ফিল্ডিংয়ের পরেও তাঁর দল ম্যাচ জিততে পারেনি। জো'বার্গ সুপার কিংস ৬ রানের উত্তেজক জয় তুলে নেয় ম্যাচে।
আরও পড়ুন:- IND vs NZ: গিলের তাণ্ডবে সচিন তেন্ডুলকরের ২৪ বছরের পুরনো রেকর্ড ভেঙে চুরমার
শুরুতে ব্যাট করে সুপার কিংস নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৬৮ রান তোলে। রিজা হেনড্রিক্স ৪৫, ডু'প্লেসি ২৭ ও লিউস ডু'প্লয় ৭৫ রান করেন। বাকিরা কেউই ২ অঙ্কের রানে পৌঁছতে পারেননি। ইথান ৩ ওভারে ১২ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। ৪ ওভার বল করে ২৬ রান খরচ করে ২টি উইকেট নেন নরকিয়া। ৩৯ রানে ১টি উইকেট নেন ওয়েন পার্নেল।
পালটা ব্যাট করতে নেমে প্রিটোরিয়া ক্যাপিটালস ২০ ওভারে ১৬২ রানে অল-আউট হয়ে যায়। ফিল সল্ট ২৯, উইল জ্যাকস ১৬, থিউনিস ডি'ব্রুইন ১৮, শেন ড্যাডসওয়েল ২২, জেমস নিশাম ২৪, ইথান ১৫ ও পার্নেল ১৯ রান করেন।
৪ ওভারে ৩২ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন অ্যারন ফাঙ্গিসো। ৩৪ রানে ২টি উইকেট নেন আলজারি জোসেফ। ২৮ রানে ২টি উইকেট নেন রোমারিও শেফার্ড।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।