বাংলা নিউজ > ময়দান > 'T-20 বিশ্বকাপ আয়োজনে হস্তক্ষেপ নয়, তবে IPL-এর জন্য প্রস্তুত থাকবে BCCI'

'T-20 বিশ্বকাপ আয়োজনে হস্তক্ষেপ নয়, তবে IPL-এর জন্য প্রস্তুত থাকবে BCCI'

ফাইল ছবি। 

আইপিএল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল বোর্ড। 

আইপিএলের জন্য সময় বার করার উদ্দেশ্যে টি-২০ ওয়ার্ল্ড কাপ পিছিয়ে দেওয়ার জন্য আইসিসি বা ক্রিকেট অস্ট্রেলিয়ার উপর চাপ সৃষ্টি করবে না বিসিসিআই। তবে নিতান্ত বিশ্বকাপ পিছিয়ে গেলে, সেই ফাঁকে আইপিএল আয়োজনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে।

বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমল স্পষ্ট জানিয়ে দিলেন যে, বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি ও ক্রিকেট অস্ট্রেলিয়া। এক্ষেত্রে ভারতীয় বোর্ডের ব্যক্তিগত কোনও মতামত থাকার কথা নয়। তবে বোর্ড প্রস্তুত থাকবে অক্টোবর-নভেম্বরে সময় পাওয়া গেলে সেই সুযোগে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ আয়োজন করার জন্য।

সম্প্রতি অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, আইপিএল আয়োজনের লক্ষ্যে বিসিসিআই টি-২০ বিশ্বকাপ পিছিয়ে দিতে পিছন থেকে কলকাঠি নাড়তে পারে। উল্লেখ্য, এই বছর আইপিএল অনুষ্ঠিত না হলে ভারতীয় ক্রিকেট বোর্ডকে প্রায় ৪ হাজার কোটি টাকা ক্ষতির মুখ দেখতে হবে। আপাতত করোনা মহামারীর ফলে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ। অন্যদিকে, ১৮ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা আইসিসি টি-২০ বিশ্বকাপ। অস্ট্রেলিয়ায় নতুন করে করোনা সংক্রমণ মাথাচাড়া দেওয়ায়, এই মুহূর্তে চূড়ান্ত অনিশ্চিত দেখাচ্ছে ফ্ল্যাগশিপ এই আইসিসি ইভেন্ট। সুতরাং, বিশ্বকাপ না হলে ভারতীয় বোর্ড অক্টোবর-নভেম্বরে আইপিএলের জন্য জায়গা পেয়ে যেতে পারে।

অরুণ ধুমল এ প্রসঙ্গে বলেন, 'বিসিসিআই কেন টি-২০ বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার প্রস্তাব দিতে যাবে? আইসিসির মিটিংয়ে সব দিক খতিয়ে দেখা হবে। যেটা সব থেকে উপযোগী মনে হবে, সেই অনুযায়ী আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।যদি অস্ট্রেলিয়া সরকার ঘোষণা করে যে, টুর্নামেন্ট যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং ক্রিকেট অস্ট্রেলিয়া আত্মবিশ্বাসী হয় সবকিছু সামলে দেওয়ার বিষয়ে, তাহলে সিদ্ধান্ত নির্ভর করছে তাদের উপরেই। বিসিসিআই এই বিষয়ে কোনও পরামর্শ দেবে না।'

একইসঙ্গে ধুমল প্রশ্ন তুলেছেন, দর্শকদের ছাড়া টি-২০ বিশ্বকাপ আয়োজন আদৌ সম্ভব কিনা, সে বিষয়ে। তিনি বলেন, 'সবটাই নির্ভর করছে অস্ট্রেলিয়া সরকার এতগুলো দেশকে খেলতে আসার অনুমতি দেয় কিনা তার উপর। তাছাড়া দর্শকদের ছাড়া বিশ্বকাপের মতো টুর্নামেন্ট আয়োজন কতটা যুক্তিযুক্ত? ক্রিকেট অস্ট্রেলিয়া কি চাইবে এভাবে আইসিসি ইভেন্ট আয়োজন করতে?'

শেষে আইপিএল প্রসঙ্গে ধুমল বলেন, 'যতক্ষণ না বিশ্বকাপ নিয়ে কোনও সিদ্ধান্ত হচ্ছে, ততক্ষণ অক্টোবর-নভেম্বর আইপিএল আয়োজন নিয়ে পরিকল্পনা করা বৃথা। যদি শেষমেশ অক্টোবর-নভেম্বরে সময় পাওয়া যায় এবং সেই সময়ের মধ্যে বোর্ডের তরফে সমস্ত প্রস্তুতি সেরে ফেলা সম্ভব হয়, তবে সেই মতো সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বউবাজারের বিপত্তিতে আরও দেরিতে চালু শিয়ালদা-এসপ্ল্যানেড মেট্রো? মুখ খুলল KMRCL বয়স পেরিয়েছে ৫০, রাত দেড়টা পর্যন্ত অটো চালিয়ে সংসার সামলাচ্ছেন প্রৌঢ়া পরপর ফ্লপ, তবুও হাতে ৯টা ছবি! আগামীতে কী কী দেখতে পাবেন অক্ষয়ের ফ্যানরা? ‘আগামী দিনে আকাশ দীপই মুশকিল আসান হবে,সিরিজ জিতবে ভারতই’! ভবিষ্যদ্বাণী মহারাজের… ISL শুরুর ৩দিন আগেও চোট চিন্তায় মোহনবাগান! মুম্বই ম্যাচে নেই ম্যাকলারেন! মুনমুনের 'আমার দুর্গা' পাঠে চোখে জল কৌশিকীর, তবুও বিদ্রুপের শিকার আবৃত্তিকার!কেন ভিডিয়ো-বার্থ ডে পার্টিতে সিঙ্গার গিল-ড্যান্সার ইশান! উপভোগ করলেন শ্রেয়স-রাহুল… 'তোর বোনের সঙ্গে হলে কী করতিস?', RG করে বিক্ষোভের মুখে CBI, হল অশালীন আক্রমণও ‘কবির যদি টিবি না হয় তাহলে…’ হঠাৎ শ্রোতাদের বিদ্রুপ করে বিঁধলেন কেন শিলাজিৎ? Nations League- ইজরায়েলের মাঠে জয় ইতালির! আজ মুখোমুখি জার্মানি-নেদারল্যান্ডস!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.