ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) বুধবার দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভারতীয় টেস্ট দল ঘোষণা করেছে এবং টি-টোয়েন্টি ও একদিনের ক্রিকেট দলের নেতৃত্বের জন্য রোহিত শর্মার নাম ঘোষণা করেছে। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়ে দেন বিরাট কোহলি। তাই আগেই টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসাবে রোহিত শর্মার নাম ঘোষণা করা হয়েছিল। এবার একদিনের দলের অধিনায়কত্ব তাঁর হাতেই তুলে দেওয়া হয়েছে। টি-টোয়েন্টি ও ওয়ানডে দলের অধিনায়কত্ব করার পর রোহিত শর্মার বেতনে কি কোনো পার্থক্য দেখা যাবে?
GQ-এর রিপোর্ট অনুযায়ী, BCCI থেকে রোহিত শর্মা যে বেতন পান তাতে কোনও পরিবর্তন হবে না। রোহিত টিম ইন্ডিয়ার A+ চুক্তি তালিকায় অন্তর্ভুক্ত। এতে তার সঙ্গে রয়েছেন বিরাট কোহলি ও জসপ্রীত বুমরাহ। তিনজনই বিসিসিআই থেকে বছরে ৭ কোটি টাকা পান। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা ছাড়াও রোহিতকে এখন টেস্ট দলের সহ-অধিনায়ক করা হয়েছে। বিরাট কোহলির হাতে এখন শুধু টেস্ট দলের অধিনায়কত্ব।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই বিরাট কোহলি ঘোষণা করেছিলেন যে তিনি টি-টোয়েন্টি দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াবেন। তবে টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়কত্ব অব্যাহত রাখার কথা বলেছিলেন তিনি। রোহিতের হাতে ওয়ানডে দলের নেতৃত্ব দেওয়ার পর থেকেই ভক্তদের লক্ষ্যে বিসিসিআই। এই কারণেই এই ঘোষণার একদিন পরে, বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে এই বিষয়ে ব্যাখ্যা দিতে হয়েছিল। সৌরভ বলেছেন যে আমরা বিরাটকে বলেছিলাম টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়ে না দিতে, কিন্তু তিনি তা করেছেন। এরপর বিসিসিআই ও নির্বাচকদের একসঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছে।