২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপের কাউন্ট ডাউন শুরু হয়েগিয়েছে। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র একদিন বাকি। তবে তার জন্য আর অপেক্ষা করতে পারছেন না শ্রীলঙ্কা দলের কোচ মিকি আর্থার। তিনি চাইছেন যত তাড়াতাড়ি যেন বিশ্বকাপটা শুরু হোক। নিজের টুইটারে মিকি আর্থার লিখেছেন,‘টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর জন্য আর অপেক্ষা করতে পারছি না।’
শ্রীলঙ্কার কোচের মতে এবারের বিশ্বকাপের লড়াইটা বেশ মজার হতে চলেছে। মিকি আর্থার মনে করেন এবারের লড়াইটা খুব ক্লোজ হতে চলেছে। তিনি নিজের টুইটার লিখেছেন, ‘খুব কাছাকাছি হতে চলেছে!’অর্থাৎ ম্যাচ গুলো যে ক্লোজ হতে চলেছে সেটাই পরিষ্কার করে বলেছেন মিকি আর্থার। এছাড়াও শ্রীলঙ্কার কোচ আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণীও করেছেন। তিনি জানিয়েছেন কোন দুটো দলের মধ্যে এবারের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। মিকি আর্থার আরও বলেন, ‘ফাইনাল হবে পাকিস্তান বনাম শ্রীলঙ্কার।’
এরপরেই অনেকে বলেন তাহলে কি ২০২২ এশিয়া কাপের রিপিট টেলিকাস্ট দেখতে পাচ্ছেন মিকি আর্থার। ২০২২ পুরুষদের এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা। সেই ম্যাচে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। হয়তো সেই স্মৃতিকে আবারও দেখতে চান মিকি আর্থার। যদিও সেটার হওয়ার সম্ভাবনা খুব একটা নেই সেটা জানেন মিকি আর্থার। কারণ এই বার্তার পরে একটি হাসির ইমোজি দিয়েছেন মিকি আর্থার। অর্থাৎ নিজের ভবিষ্যদ্বাণী নিয়ে নিজেই মজা করেছেন মিকি আর্থার।
আরও পড়ুন… সাতে সাত! T20I তে অনন্য নজির গড়লেন ভারতের ক্যাপ্টেন হরমনপ্রীত কউর
এদিকে বিশ্বকাপ শুরুর আগে ১৬ টি দলের অধিনায়করা টুর্নামেন্ট শুরুর আগে মিডিয়ার সঙ্গে মতবিনিময় করেন এবং তারপরে একটি ফটোশুট করেন। এই ছবিতে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে বসে থাকতে দেখা যাচ্ছে।রোহিত ছাড়াও অন্য দিকে বসে আছেন আফগানিস্তান অধিনায়ক মহম্মদ নবি। একই সঙ্গে ট্রফির সবচেয়ে কাছে বসেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ছবিতে রোহিতের পাশে বসার পরে,ভক্তরা এখন সোশ্যাল মিডিয়ায় মজার মন্তব্য করছেন এবং তাদের প্রতিক্রিয়াও ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন… বেনের কাণ্ড দেখে ট্রোল করলেন ব্রড! স্টুয়ার্টের জন্য এল স্টোকসের সতর্কবার্তা
ছবিটিতে মন্তব্য করে এক ভক্ত লিখেছেন,রোহিত কেন পাশে বসে আছেন? কেন উইলিয়ামসনকে তার জায়গায় নেওয়া উচিত ছিল। আইসিসিতে বিসিসিআই-এর অবদান ৭০ শতাংশেরও বেশি একজন পাকিস্তানি হিসেবে আমি মনে করি আইসিসি কখনও কখনও ভুলে যায় বড় ক্রিকেট দেশগুলোকে কীভাবে সম্মান করতে হয়।