মিডল সানডের পরের ব্যস্ত সোমবারে প্রায়শই একাধিক তারকা পতনের সাক্ষী থাকে অল ইংল্যান্ড টেনিস ক্লাব। এই বছরেও তাঁর অন্যথা হল না। বর্তমানে টেনিস বিশ্বের উজ্জ্বলতম তরুণ তুর্কিদের অন্যতম আলেকজান্ডার জেরেভ ও আন্দ্রে রুবলভ দু'জনেই পরাজিত হয়ে চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিলেন।
এই উইম্বলডনের চার নম্বর বাছাই জেরেভের বিরুদ্ধে ম্যাচ জিতে নিজের কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন কানাডার ২০ বছর বয়সী তরুণ ফিলিক্স অজার-অ্যালিয়াসিম। জার্মান জেরেভের দুর্দান্ত কামব্যাকও কাজে এল না। তাঁকে চার ঘন্টার ম্যারাথন ম্যাচে ৬-৪, ৭-৬(৬),৩-৬,৩-৬, ৬-৪ ম্যাচ হেরে বিদায় নিতে হল। জেরেভের বিরুদ্ধে এটিই কানাডিয়ান তরুণের কেরিয়ারের প্রথম জয়।
অপরদিকে পাঁচ সেটের লড়াইয়ের পর বিদায় নিলেন আন্দ্রে রুবলভও। বিশ্বের সাত নম্বর এবং উইম্বলডনের এবারের পঞ্চম বাছাই রুবলভ প্রথম সেট ৬-৩ হারার পর, দ্বিতীয় ও তৃতীয় সেট জিতে নেন। তবে ম্যাচের শেষ দু'টি সেটে কার্যত খড়কুটোর মতো উড়ে যেতে হল তাঁকে।
হাঙ্গেরিয়ান প্রতিপক্ষ মার্টন ফুচোভিচ ম্যাচ জেতেন ৬-৩, ৪-৬, ৪-৬, ৬-০, ৬-৩ ব্যবধানে। রুবলভের বিরুদ্ধে তাঁরও এটি প্রথম জয়। কোয়ার্টার ফাইনালে হাঙ্গেরিয়ান টেনিস তারকা মুখোমুখি হবে নোভাক জকোভিচের।