বাংলা নিউজ > ময়দান > সাত বছরের বাচ্চার কাছে উইম্বলডনের রেপ্লিকা থেকে ষষ্ঠ খেতাব, দুর্দান্ত : জোকোভিচ
ট্রফিতে চুম্বন জোকোভিচের। (ছবি সৌজন্য রয়টার্স)

সাত বছরের বাচ্চার কাছে উইম্বলডনের রেপ্লিকা থেকে ষষ্ঠ খেতাব, দুর্দান্ত : জোকোভিচ

ইতিহাস গড়লেন জোকোভিচ।

নিজের সেরার ছন্দে ছিলেন না। কিন্তু ২০ তম গ্র্যান্ডস্ল্যাম এবং ষষ্ঠ উইম্বলডন খেতাব জিতে নিলেন নোভাক জোকোভিচ। সেইসঙ্গে পুরুষদের টেনিস ইতিহাসে সর্বাধিক গ্র্যান্ডস্ল্যাম জয়ের নিরিখে রজার ফেডেরার এবং রাফায়েল নাদালকে ছুঁয়ে ফেললেন সার্বিয়ান তারকা। সেইসঙ্গে আবারও একবার প্রমাণিত হল, নোভাক-রাফা-ফেডেক্সের সাম্রাজ্যে ন্যূনতম ধাক্কা মারারও কোনও তারকা উঠে আসেননি।

11 Jul 2021, 10:21:12 PM IST

সাত বছরের বাচ্চার কাছে উইম্বলডনের রেপ্লিকা থেকে ষষ্ঠ খেতাব, দুর্দান্ত : জোকোভিচ

জোকোভিচ : পড়ে থাকা জিনিসপত্র থেকে সার্বিয়ার সাত বছরের বাচ্চাউইম্বলডনেরর ট্রফির রেপ্লিকা তৈরি করত। আজ যে ষষ্ঠ উইলম্বডন খেতাব জিতেছে। এটা আমার কাছে দুর্দান্ত।

11 Jul 2021, 10:17:57 PM IST

ষষ্ঠ উইম্বলডন খেতাব জয় জোকোভিচের

২০১১, ২০১৪, ২০১৫, ২০১৮, ২০১৯ এবং ২০২১ সালে উইলম্বডন খেতাব জয় জোকোভিচের।

11 Jul 2021, 10:14:22 PM IST

জোকোভিচ - দ্য চ্যাম্পিয়ন

নিজের সেরার ছন্দে ছিলেন না। কিন্তু ২০ তম গ্র্যান্ডস্ল্যাম এবং ষষ্ঠ উইম্বলডন খেতাব জিতে নিলেন নোভাক জোকোভিচ। সেইসঙ্গে পুরুষদের টেনিস ইতিহাসে সর্বাধিক গ্র্যান্ডস্ল্যাম জয়ের নিরিখে রফার ফেডেরার এবং রাফায়েল নাদালকে ছুঁয়ে ফেললেন সার্বিয়ান তারকা।

11 Jul 2021, 10:04:41 PM IST

ফেডেরার-নাদালকে ধরে ফেললেন জোকোভিচ, জিতলেন ২০ তম গ্র্যান্ডস্ল্যাম

ফেডেরার-নাদালকে ধরে ফেললেন জোকোভিচ, জিতলেন ২০ তম গ্র্যান্ডস্ল্যাম। ম্যাচের ফল ৬-৭ (৪), ৬-৪. ৬-৪, ৬-৩।

11 Jul 2021, 09:41:57 PM IST

ইতিহাস তৈরির থেকে আর ১ সেট দূরে জোকোভিচ

গ্র্যান্ডস্ল্যাম ফাইনালে নোভাকের রেকর্ড ১৯-১০। তা ২০-১০ করার থেকে বেশি দূরে নেই।

11 Jul 2021, 09:22:25 PM IST

সেরা ছন্দে নেই, তাও তৃতীয় সেট ছিনিয়ে এগিয়ে গেলেন জোকার

কেন তিনি বিশ্বের এক নম্বর খেলোযাড়, তা ফের প্রমাণ করলেন জোকোভিচ। তৃতীয় সেট জিতে নিলেন সার্বিয়ান তারকা। ফল ৬-৪। আপাতত ২-১ সেটে এগিয়ে জোকোভিচ। অথচ একেবারেই নিজের সেরাটা খেলছেন না। 

11 Jul 2021, 09:00:19 PM IST

তৃতীয় সেটে এগিয়ে জোকোভিচ

তৃতীয় সেটে ৩-২ গেমে এগিয়ে আছেন জোকোভিচ। সার্ভিস করছেন তিনি। একটা সার্ভিস ব্রেক আছে তাঁর হাতে।

11 Jul 2021, 08:34:07 PM IST

দ্বিতীয় সেট জিতলেন জোকোভিচ

প্রথম সেটের মতো হল না। সেটের জন্য সার্ভ ধরে রাখলেন। তার ফলে দ্বিতীয় সেট জিতলেন জোকোভিচ। ৬-৪ গেমে জিতলেন।

11 Jul 2021, 08:31:56 PM IST

আবারও সেট জয়ের আগে হোঁচট খেলেন জোকোভিচ

আবারও সেট জয়ের আগে হোঁচট খেলেন জোকোভিচ।  ৪-০ থেকে আপাতত জোকোভিচ ৫-৪ গেমে এগিয়ে সার্বিয়ান তারকা। সেটের জন্য সার্ভিস করবেন।

11 Jul 2021, 08:13:33 PM IST

দ্বিতীয় সেটে আগুনে পারফরম্যান্স জোকোভিচের

দ্বিতীয় সেটে দুর্দান্ত পারফরম্যান্স জোকোভিচের। দু'বার ব্রেক করলেন বেরেত্তিনিকে। আপাতত ৪-০ ব্যবধানে এগিয়ে সার্বিয়ান তারকা। সার্ভ করছেন বেরেত্তিনি।

11 Jul 2021, 08:00:36 PM IST

দ্বিতীয় গেমের প্রথম সেটেই ব্রেক করলেন জোকোভিচ

দ্বিতীয় গেমের প্রথম সেটেই ব্রেক করলেন জোকোভিচ।

11 Jul 2021, 07:58:45 PM IST

বেরেত্তিনির থেকে প্রথম সেটে বেশি পয়েন্ট জিতেছেন জোকোভিচ

বেরেত্তিনির থেকে প্রথম সেটে বেশি পয়েন্ট জিতেছেন জোকোভিচ। তবে শেষ হাসি হাসলেন সার্বিয়ান তারকা।

11 Jul 2021, 07:53:18 PM IST

জোকোভিচের শরীর লক্ষ্য করে সার্ভ করছেন বেরেত্তিনি

জোকোভিচের শরীর লক্ষ্য করে সার্ভ করছেন বেরেত্তিনি। তা রুখতে কৌশল সার্বিয়ান তারকার।

11 Jul 2021, 07:52:00 PM IST

জোকোকে ধাক্কা, প্রথম সেট ছিনিয়ে নিলেন বেরেত্তিনি

স্নায়ুর চাপে ছিলেন। তা সামলে প্রথম সেট জিতে নিলেন বেরেত্তিনি। প্রথম সেটের ফল ৬-৬ (৭-৪)।

11 Jul 2021, 07:42:46 PM IST

টাইব্রেকারে গড়াল প্রথম সেট।

টাইব্রেকারে গড়াল প্রথম সেট। দুর্দান্ত প্রত্যাবর্তন বেরিত্তিনির। একটা সময় ৫-২ অবস্থায় প্রথম সেটের জন্য সার্ভিস করছিলেন সার্ভিস তারকা। সেখান থেকে ৬-৬ গেম হল। এবার টাইব্রেকারের পালা।

11 Jul 2021, 07:35:34 PM IST

সেন্টার কোর্টে নজির তৈরি করলেন প্রবাসী বাঙালি সমীর বন্দ্যোপাধ্যায়।

সেন্টার কোর্টে নজির তৈরি করলেন প্রবাসী বাঙালি সমীর বন্দ্যোপাধ্যায় - আরও পড়ুন

11 Jul 2021, 07:30:43 PM IST

ছন্দে বেরেত্তিনি, জোকোকে জিততে দিলেন না প্রথম সেট

নবম গেমে জোকোভিচের সার্ভিস ভাঙলেন বেরেত্তিনি। খেলার ফল ৫-৪। সার্ভিস করবেন ইতালিয়ান।

11 Jul 2021, 07:04:02 PM IST

স্নায়ুচাপ বেরেত্তিনির, সুযোগের সদ্ব্যবহার জোকোভিচের

স্নায়ুচাপে বেরেত্তিনি। এখনও যেন ফাইনালের চাপ কাটিয়ে উঠতে পারেননি। সেই পরিস্থিতিতে সুযোগের সদ্ব্যবহার জোকোভিচের। এগিয়ে গেলেন ৪-১ গেমে।

11 Jul 2021, 07:01:31 PM IST

নড়বড়ে শুরু করেও বেরেত্তিনির সার্ভিস ভাঙলেন জোকোভিচ

চতুর্থ গেমে প্রথম ব্রেক। সার্ভিস খোয়ালেন বেরেত্তিনি। দুটি ব্রেক পয়েন্ট পেয়ে কাজে লাগিয়ে নিলেন জোকোভিচ। ম্যাচের ফলে  ৩-১। জোকোভিচের সার্ভ।

11 Jul 2021, 06:55:17 PM IST

বেরেত্তিনির কাছে সুবর্ণ সুযোগ ছিল তিনটি ব্রেক পয়েন্ট পাওয়ার

বেরেত্তিনির কাছে সুবর্ণ সুযোগ ছিল তিনটি ব্রেক পয়েন্ট পাওয়ার। কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে নেটে মারেন। আর ফিরে তাকাতে হল না সার্বিয়ান তারকাকে। তৃতীয় গেম জিতে নিলেন। তবে তিনটি ডাবল ফল্ট করে রেখেছেন। খেলার ফল ২-১। এবার বেরিত্তিনির সার্ভিস।

11 Jul 2021, 06:50:51 PM IST

নিজের সার্ভিস ধরে রাখলেন বেরেত্তিনি

নিজের সার্ভিস ধরে রাখলেন বেরেত্তিনি।

11 Jul 2021, 06:47:01 PM IST

কিছুটা নড়বড়ে শুরু জোকোভিচের, তাও জিতলেন প্রথম গেম

কিছুটা নড়বড়ে শুরু জোকোভিচের। ৬ মিনিটে জিতলেন প্রথম গেম। ব্রেক-পয়েন্টও পেয়েছিলেন বেরেত্তিনি।

11 Jul 2021, 06:42:02 PM IST

উইম্বলডন ফাইনাল দেখতে হাজির ভারতীয় ক্রিকেট দলের কোচ

উইম্বলডন ফাইনাল দেখতে হাজির ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রী।

11 Jul 2021, 06:41:18 PM IST

ডবল ফল্ট দিয়ে ম্যাচ শুরু জোকোভিচের

ডবল ফল্ট দিয়ে ম্যাচ শুরু জোকোভিচের। 

11 Jul 2021, 06:40:35 PM IST

Wimbledon Final: পুরুষদের ফাইনালে প্রথম মহিলা আম্পায়ার, ইতিহাস তৈরি করতে প্রস্তুত মারিজা

Wimbledon Final: পুরুষদের ফাইনালে প্রথম মহিলা আম্পায়ার, ইতিহাস তৈরি করতে প্রস্তুত মারিজা - আরও পড়ুন

11 Jul 2021, 06:40:35 PM IST

২০ তম নাকি প্রথম গ্র্যান্ডস্লাম জয় আজ? শুরু খেলা

শুরু জোকোভিচ বনাম বেরেত্তিনি লড়াই। সার্ভ করছেন সার্বিয়ান তারকা।

11 Jul 2021, 06:31:20 PM IST

উইম্বলডন ফাইনাল লাইভ

উইম্বলডন ফাইনাল লাইভ।

11 Jul 2021, 06:27:49 PM IST

কিছুক্ষণের মধ্যেই শুরু হবে জোকোভিচ বনাম বেরেত্তিনির দ্বৈরথ

কিছুক্ষণের মধ্যেই শুরু হবে জোকোভিচ বনাম বেরেত্তিনির দ্বৈরথ।

11 Jul 2021, 06:24:30 PM IST

শেষ মুহূর্তের প্রস্তুতি

শেষ মুহূর্তের প্রস্তুতি।

11 Jul 2021, 06:15:02 PM IST

জোকোভিচ বনাম বেরেত্তিনি - মুখোমুখি লড়াই 

এখনও পর্যন্ত মুখোমুখি লড়াইয়ে দু'বারই জিতেছেন জোকোভিচ। এটা তাঁদের তৃতীয় লড়াই। ২০২১ সালে ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার-ফাইনালে চার সেটে বেরেত্তিনিকে হারিয়েছিলেন সার্বিয়ান তারকা (৬-৩,৬-২, ৬-৭, ৭-৫)। ২০১৯ সালে এটিপি ফাইনালের গ্রুপ পর্বে ইতালিয়ানকে ৬-২, ৬-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছিলেন জোকোভিচ।

11 Jul 2021, 06:11:19 PM IST

মাতেয়ো বেরেত্তিনির পরিসংখ্যান একনজরে

সপ্তম বাছাই। বিশ্বের ক্রমপর্যায়ে নবম স্থানে। প্রথম গ্র্যান্ডস্ল্যাম ফাইনাল।

11 Jul 2021, 06:10:03 PM IST

নোভাক জোকোভিচের পরিসংখ্যান একনজরে 

শীর্ষ বাছাই। বিশ্বের এক নম্বর খেলোয়াড়। ১৯ টি গ্র্যান্ডস্ল্যাম ট্রফি (৯ টি অস্ট্রেলিয়ান ওপেন, ২ টি ফ্রেঞ্চ ওপেন, ৫ টি উইম্বলডন এবং ৩ টি যুক্তরাষ্ট্র ওপেন)।

11 Jul 2021, 06:08:16 PM IST

জোকোভিচ ও বেরেত্তিনির সামনে ইতিহাসের হাতছানি

ইতিহাসের সামনে দাঁড়িয়ে দু'জনেই। একজনের সামনে প্রথম ইতালিয়ান হিসেবে উইলম্বডন জয়ের হাতছানি। আর অন্যজনের সামনে পুরুষদের টেনিস ইতিহাসে সবথেকে বেশি গ্র্যান্ডস্ল্যাম জয়ের নিরিখে রজার ফেডেরার এবং রাফায়েল নাদালকে ছুঁয়ে ফেলার সুযোগ আছে। সেই ইতিহাসের লক্ষ্যেই উইম্বলডন ফাইনালে মুখোমুখি হয়েছেন মাতেয়ো বেরেত্তিনি এবং নোভাক জোকোভিচ। তুল্যমূল্য বিচারে অবশ্যই সেন্টার কোর্টে ট্রফি তোলার দৌড়ে এগিয়ে আছেন বিশ্বের এক তারকা। অন্যদিকে নিজের সেরাটা উজাড় করে দিতে বদ্ধপরিকর বেরেত্তিনিও।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

৪-৪-৬-৪-৬-১- শেষ ওভারে নরকিয়াকে পিটিয়ে ছাতু করলেন রিয়ান, জানালেন সাফল্যের রহস্য 'দূরে থাকা অর্থহীন...' জোড়া লাগল নওয়াজের ভাঙা সংসার! সব ঠিক হতে কী বললেন আলিয়া দীপিকা-রণবীরের কায়দায় কাছাকাছি ফুলকি-রোহিত! হেসে কুটোপুটি খাচ্ছে কেন নেটপাড়া? ‘হাইওয়েম্যান’ নীতিন গডকরির সম্পত্তি গত ৫ বছরে কতটা বেড়েছে? উঠে এল তথ্য প্রাক্তন বিচারপতির সঙ্গে মেয়রের ফোনে কথোপকথন, দু’‌পক্ষের মধ্যে কী কথা হল?‌ মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ একেই বলে কর্মফল! চলন্ত ট্রেনে বয়স্ক মহিলার ক্ষতি করতে গিয়ে যা হল চোরের সঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী? ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.