নিজের সেরার ছন্দে ছিলেন না। কিন্তু ২০ তম গ্র্যান্ডস্ল্যাম এবং ষষ্ঠ উইম্বলডন খেতাব জিতে নিলেন নোভাক জোকোভিচ। সেইসঙ্গে পুরুষদের টেনিস ইতিহাসে সর্বাধিক গ্র্যান্ডস্ল্যাম জয়ের নিরিখে রজার ফেডেরার এবং রাফায়েল নাদালকে ছুঁয়ে ফেললেন সার্বিয়ান তারকা। সেইসঙ্গে আবারও একবার প্রমাণিত হল, নোভাক-রাফা-ফেডেক্সের সাম্রাজ্যে ন্যূনতম ধাক্কা মারারও কোনও তারকা উঠে আসেননি।
সাত বছরের বাচ্চার কাছে উইম্বলডনের রেপ্লিকা থেকে ষষ্ঠ খেতাব, দুর্দান্ত : জোকোভিচ
জোকোভিচ : পড়ে থাকা জিনিসপত্র থেকে সার্বিয়ার সাত বছরের বাচ্চাউইম্বলডনেরর ট্রফির রেপ্লিকা তৈরি করত। আজ যে ষষ্ঠ উইলম্বডন খেতাব জিতেছে। এটা আমার কাছে দুর্দান্ত।
ষষ্ঠ উইম্বলডন খেতাব জয় জোকোভিচের
২০১১, ২০১৪, ২০১৫, ২০১৮, ২০১৯ এবং ২০২১ সালে উইলম্বডন খেতাব জয় জোকোভিচের।
জোকোভিচ - দ্য চ্যাম্পিয়ন
নিজের সেরার ছন্দে ছিলেন না। কিন্তু ২০ তম গ্র্যান্ডস্ল্যাম এবং ষষ্ঠ উইম্বলডন খেতাব জিতে নিলেন নোভাক জোকোভিচ। সেইসঙ্গে পুরুষদের টেনিস ইতিহাসে সর্বাধিক গ্র্যান্ডস্ল্যাম জয়ের নিরিখে রফার ফেডেরার এবং রাফায়েল নাদালকে ছুঁয়ে ফেললেন সার্বিয়ান তারকা।
ফেডেরার-নাদালকে ধরে ফেললেন জোকোভিচ, জিতলেন ২০ তম গ্র্যান্ডস্ল্যাম
ফেডেরার-নাদালকে ধরে ফেললেন জোকোভিচ, জিতলেন ২০ তম গ্র্যান্ডস্ল্যাম। ম্যাচের ফল ৬-৭ (৪), ৬-৪. ৬-৪, ৬-৩।
ইতিহাস তৈরির থেকে আর ১ সেট দূরে জোকোভিচ
গ্র্যান্ডস্ল্যাম ফাইনালে নোভাকের রেকর্ড ১৯-১০। তা ২০-১০ করার থেকে বেশি দূরে নেই।
সেরা ছন্দে নেই, তাও তৃতীয় সেট ছিনিয়ে এগিয়ে গেলেন জোকার
কেন তিনি বিশ্বের এক নম্বর খেলোযাড়, তা ফের প্রমাণ করলেন জোকোভিচ। তৃতীয় সেট জিতে নিলেন সার্বিয়ান তারকা। ফল ৬-৪। আপাতত ২-১ সেটে এগিয়ে জোকোভিচ। অথচ একেবারেই নিজের সেরাটা খেলছেন না।
তৃতীয় সেটে এগিয়ে জোকোভিচ
তৃতীয় সেটে ৩-২ গেমে এগিয়ে আছেন জোকোভিচ। সার্ভিস করছেন তিনি। একটা সার্ভিস ব্রেক আছে তাঁর হাতে।
দ্বিতীয় সেট জিতলেন জোকোভিচ
প্রথম সেটের মতো হল না। সেটের জন্য সার্ভ ধরে রাখলেন। তার ফলে দ্বিতীয় সেট জিতলেন জোকোভিচ। ৬-৪ গেমে জিতলেন।
আবারও সেট জয়ের আগে হোঁচট খেলেন জোকোভিচ
আবারও সেট জয়ের আগে হোঁচট খেলেন জোকোভিচ। ৪-০ থেকে আপাতত জোকোভিচ ৫-৪ গেমে এগিয়ে সার্বিয়ান তারকা। সেটের জন্য সার্ভিস করবেন।
দ্বিতীয় সেটে আগুনে পারফরম্যান্স জোকোভিচের
দ্বিতীয় সেটে দুর্দান্ত পারফরম্যান্স জোকোভিচের। দু'বার ব্রেক করলেন বেরেত্তিনিকে। আপাতত ৪-০ ব্যবধানে এগিয়ে সার্বিয়ান তারকা। সার্ভ করছেন বেরেত্তিনি।
দ্বিতীয় গেমের প্রথম সেটেই ব্রেক করলেন জোকোভিচ
দ্বিতীয় গেমের প্রথম সেটেই ব্রেক করলেন জোকোভিচ।
বেরেত্তিনির থেকে প্রথম সেটে বেশি পয়েন্ট জিতেছেন জোকোভিচ
বেরেত্তিনির থেকে প্রথম সেটে বেশি পয়েন্ট জিতেছেন জোকোভিচ। তবে শেষ হাসি হাসলেন সার্বিয়ান তারকা।
জোকোভিচের শরীর লক্ষ্য করে সার্ভ করছেন বেরেত্তিনি
জোকোভিচের শরীর লক্ষ্য করে সার্ভ করছেন বেরেত্তিনি। তা রুখতে কৌশল সার্বিয়ান তারকার।
জোকোকে ধাক্কা, প্রথম সেট ছিনিয়ে নিলেন বেরেত্তিনি
স্নায়ুর চাপে ছিলেন। তা সামলে প্রথম সেট জিতে নিলেন বেরেত্তিনি। প্রথম সেটের ফল ৬-৬ (৭-৪)।
টাইব্রেকারে গড়াল প্রথম সেট।
টাইব্রেকারে গড়াল প্রথম সেট। দুর্দান্ত প্রত্যাবর্তন বেরিত্তিনির। একটা সময় ৫-২ অবস্থায় প্রথম সেটের জন্য সার্ভিস করছিলেন সার্ভিস তারকা। সেখান থেকে ৬-৬ গেম হল। এবার টাইব্রেকারের পালা।
সেন্টার কোর্টে নজির তৈরি করলেন প্রবাসী বাঙালি সমীর বন্দ্যোপাধ্যায়।
সেন্টার কোর্টে নজির তৈরি করলেন প্রবাসী বাঙালি সমীর বন্দ্যোপাধ্যায় - আরও পড়ুন
ছন্দে বেরেত্তিনি, জোকোকে জিততে দিলেন না প্রথম সেট
নবম গেমে জোকোভিচের সার্ভিস ভাঙলেন বেরেত্তিনি। খেলার ফল ৫-৪। সার্ভিস করবেন ইতালিয়ান।
স্নায়ুচাপ বেরেত্তিনির, সুযোগের সদ্ব্যবহার জোকোভিচের
স্নায়ুচাপে বেরেত্তিনি। এখনও যেন ফাইনালের চাপ কাটিয়ে উঠতে পারেননি। সেই পরিস্থিতিতে সুযোগের সদ্ব্যবহার জোকোভিচের। এগিয়ে গেলেন ৪-১ গেমে।
নড়বড়ে শুরু করেও বেরেত্তিনির সার্ভিস ভাঙলেন জোকোভিচ
চতুর্থ গেমে প্রথম ব্রেক। সার্ভিস খোয়ালেন বেরেত্তিনি। দুটি ব্রেক পয়েন্ট পেয়ে কাজে লাগিয়ে নিলেন জোকোভিচ। ম্যাচের ফলে ৩-১। জোকোভিচের সার্ভ।
বেরেত্তিনির কাছে সুবর্ণ সুযোগ ছিল তিনটি ব্রেক পয়েন্ট পাওয়ার
বেরেত্তিনির কাছে সুবর্ণ সুযোগ ছিল তিনটি ব্রেক পয়েন্ট পাওয়ার। কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে নেটে মারেন। আর ফিরে তাকাতে হল না সার্বিয়ান তারকাকে। তৃতীয় গেম জিতে নিলেন। তবে তিনটি ডাবল ফল্ট করে রেখেছেন। খেলার ফল ২-১। এবার বেরিত্তিনির সার্ভিস।
নিজের সার্ভিস ধরে রাখলেন বেরেত্তিনি
নিজের সার্ভিস ধরে রাখলেন বেরেত্তিনি।
কিছুটা নড়বড়ে শুরু জোকোভিচের, তাও জিতলেন প্রথম গেম
কিছুটা নড়বড়ে শুরু জোকোভিচের। ৬ মিনিটে জিতলেন প্রথম গেম। ব্রেক-পয়েন্টও পেয়েছিলেন বেরেত্তিনি।
উইম্বলডন ফাইনাল দেখতে হাজির ভারতীয় ক্রিকেট দলের কোচ
উইম্বলডন ফাইনাল দেখতে হাজির ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রী।
ডবল ফল্ট দিয়ে ম্যাচ শুরু জোকোভিচের
ডবল ফল্ট দিয়ে ম্যাচ শুরু জোকোভিচের।
Wimbledon Final: পুরুষদের ফাইনালে প্রথম মহিলা আম্পায়ার, ইতিহাস তৈরি করতে প্রস্তুত মারিজা
Wimbledon Final: পুরুষদের ফাইনালে প্রথম মহিলা আম্পায়ার, ইতিহাস তৈরি করতে প্রস্তুত মারিজা - আরও পড়ুন
২০ তম নাকি প্রথম গ্র্যান্ডস্লাম জয় আজ? শুরু খেলা
শুরু জোকোভিচ বনাম বেরেত্তিনি লড়াই। সার্ভ করছেন সার্বিয়ান তারকা।
উইম্বলডন ফাইনাল লাইভ
উইম্বলডন ফাইনাল লাইভ।
কিছুক্ষণের মধ্যেই শুরু হবে জোকোভিচ বনাম বেরেত্তিনির দ্বৈরথ
কিছুক্ষণের মধ্যেই শুরু হবে জোকোভিচ বনাম বেরেত্তিনির দ্বৈরথ।
শেষ মুহূর্তের প্রস্তুতি
শেষ মুহূর্তের প্রস্তুতি।
জোকোভিচ বনাম বেরেত্তিনি - মুখোমুখি লড়াই
এখনও পর্যন্ত মুখোমুখি লড়াইয়ে দু'বারই জিতেছেন জোকোভিচ। এটা তাঁদের তৃতীয় লড়াই। ২০২১ সালে ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার-ফাইনালে চার সেটে বেরেত্তিনিকে হারিয়েছিলেন সার্বিয়ান তারকা (৬-৩,৬-২, ৬-৭, ৭-৫)। ২০১৯ সালে এটিপি ফাইনালের গ্রুপ পর্বে ইতালিয়ানকে ৬-২, ৬-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছিলেন জোকোভিচ।
মাতেয়ো বেরেত্তিনির পরিসংখ্যান একনজরে
সপ্তম বাছাই। বিশ্বের ক্রমপর্যায়ে নবম স্থানে। প্রথম গ্র্যান্ডস্ল্যাম ফাইনাল।
নোভাক জোকোভিচের পরিসংখ্যান একনজরে
শীর্ষ বাছাই। বিশ্বের এক নম্বর খেলোয়াড়। ১৯ টি গ্র্যান্ডস্ল্যাম ট্রফি (৯ টি অস্ট্রেলিয়ান ওপেন, ২ টি ফ্রেঞ্চ ওপেন, ৫ টি উইম্বলডন এবং ৩ টি যুক্তরাষ্ট্র ওপেন)।
জোকোভিচ ও বেরেত্তিনির সামনে ইতিহাসের হাতছানি
ইতিহাসের সামনে দাঁড়িয়ে দু'জনেই। একজনের সামনে প্রথম ইতালিয়ান হিসেবে উইলম্বডন জয়ের হাতছানি। আর অন্যজনের সামনে পুরুষদের টেনিস ইতিহাসে সবথেকে বেশি গ্র্যান্ডস্ল্যাম জয়ের নিরিখে রজার ফেডেরার এবং রাফায়েল নাদালকে ছুঁয়ে ফেলার সুযোগ আছে। সেই ইতিহাসের লক্ষ্যেই উইম্বলডন ফাইনালে মুখোমুখি হয়েছেন মাতেয়ো বেরেত্তিনি এবং নোভাক জোকোভিচ। তুল্যমূল্য বিচারে অবশ্যই সেন্টার কোর্টে ট্রফি তোলার দৌড়ে এগিয়ে আছেন বিশ্বের এক তারকা। অন্যদিকে নিজের সেরাটা উজাড় করে দিতে বদ্ধপরিকর বেরেত্তিনিও।