বাংলা নিউজ > ময়দান > Wimbledon 2021: শেষ ষোলোয় পৌঁছে নতুন নজির ফেডেক্সের

Wimbledon 2021: শেষ ষোলোয় পৌঁছে নতুন নজির ফেডেক্সের

রজার ফেডেরার। ছবি: রয়টার্স

এই নিয়ে ১৮ তম বার উইম্বলডনের চতুর্থ রাউন্ডে পৌঁছলেন রজার ফেডেরার। আর মোট ৬৯ বার গ্র্যান্ড স্ল্যামের চতুর্থ রাউন্ডে উঠলেন তিনি।

উইম্বলডনে দুরন্ত ছন্দে রয়েছেন রজার ফেডেরার। শনিবার গড়ে ফেললেন নতুন রেকর্ডও। এই নিয়ে ৬৯ বার গ্র্যান্ড স্ল্যামের চতুর্থ রাউন্ডে উঠলেন তিনি। আর এটাই তাঁর নতুন রেকর্ড। উইম্বলডনে এটা ফেডেরারের ১০৪তম জয়।

এ দিন ব্রিটিশ প্রতিপক্ষ ক্য়ামেরন নোরির বিরুদ্ধে শুরুটা ভাল করলেও তৃতীয় সেটে হেরে বসেন ফেডেরার। কিন্তু ঘুরে দাঁড়ান চতুর্থ সেটে। যার নিট ফল, নবম উইম্বলডন তথা ২১তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেলেন ফেডেক্স।

এ দিন প্রথম দু'টি সেটে সহজ জয় পান ফেডেরার। ৬-৪, ৬-৪ এগিয়ে যাওয়ার পর তৃতীয় সেটে তিনি মুখ থুবড়ে পড়েন। হাড্ডাহাড্ডি লড়াই হয় তৃতীয় সেটে। ৫-৭ সেটটি হেরে যান ফেডেরার। তবে চতুর্থ সেটে ফের তিনি ঘুরে দাঁড়ান। ৬-৪-এ নোরিকে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছে যান তিনি। এই নিয়ে ১৮ তম বার উইম্বলডনের চতুর্থ রাউন্ডে পৌঁছলেন ফেডেক্স।

গত বছর উইম্বলডন হয়নি। এটা হয়তো জীবনের শেষ উইম্বলডন খেলছেন ফেডেক্স। যদিও তিনি এই নিয়ে কিছু বলেননি। তবে তাঁর বয়সের কথা মাথায় রেখে বলাই যায়, এটাই সম্ভবত তাঁর শেষ উইম্বলডন। আর তাই নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন রজার। সাফল্যকে সঙ্গী করেই হয়তো টেনিস কোর্টকে বিদায় জানাতে চাইছেন ফেডেক্স।

ম্যাচের পর ফেডেরার নিজের সাফল্যের পরিসংখ্যান প্রসঙ্গে বলেছেন, ‘এই ধরনের পরিসংখ্যান শুনতে বেশ ভাল লাগে। তবে আমি এখন প্রতিটি মিনিটের খেলা উপভোগ করি। সঙ্গে বিশ্বাস করি, আমার মধ্যে আরও টেনিস অবশিষ্ট রয়েছে। এই ৪০ বছরে পৌঁছে যে ভাবে খেলছি, তাতে আমি খুশি। এখন খেলার ফল যাই হোক না কেন, সেটা আমার কাছে বোনাস।’ 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? প্রশ্ন অভিষেকের, জবাব দিল বিজেপিও 'রসে ভরা আঙুর' খেয়ে ভাইরাল যুবক, ভিডিয়ো দেখলে আপনিও এমন আঙুর কিনতে ছুটবেন কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ দেবের পা ছুঁয়ে প্রণাম, প্রচারের মাঝে ভক্তকে জড়িয়ে ধরলেন TMC-র তারকা প্রার্থী পরপর দুই ম্যাচ হারতেই রোহিতের সঙ্গে লম্বা আলোচনায় আকাশ আম্বানি, জল্পনা নেটপাড়ায় কং প্রার্থীর তফশিলি শংসাপত্র খারিজ মনোনয়ন জমার শেষদিনে, ওয়াকওভার পেতে পারে NDA শাকিবের সঙ্গে চেঙ্গিজের মিল! ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই 'তুফান' তুলল মিমির ছবি পেটের মেদ ঝরান এভাবে! খুব বেশি সমস্যায় পড়তে হবে না CAA-র জন্য 'যোগ্যতা সার্টিফিকেট' দিতে পারবেন স্থানীয় পুরোহিত, বড় দাবি রিপোর্টে ‌দিলীপের বিরুদ্ধে দায়ের হল এফআইআর, মুখ্যমন্ত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণের জের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.