শুভব্রত মুখার্জি
উইম্বলডনের প্রথম রাউন্ডে তুলনায় নড়বড়ে মনে হয়েছিল ৩৫ বছর বয়সি সার্বিয়ান তারকা নোভাক জকোভিচকে। বেশ কয়েকটি শট খেলার ক্ষেত্রে তাঁকে বেশ অপ্রস্তুত বলে মনে হয়েছিল। বলা ভালো প্রথম রাউন্ডে জয় পেলেও তাঁকে কোনওভাবেই আগের চেনা ছন্দে দেখা যায়নি। তবে দ্বিতীয় রাউন্ডে কিন্তু ফর্মে ফেরা ইঙ্গিত দিলেন নোভাক। বলা ভালো বেশ সহজ জয়ে দ্বিতীয় রাউন্ডের বাধা টপকালেন নোভাক। পৌঁছে গেলেন তৃতীয় রাউন্ডে।
দ্বিতীয় রাউন্ডে নোভাকের প্রতিদ্বন্দী ছিলেন অস্ট্রেলিয়ার থানাসি কোক্কিনাকিস। থানাসিকে কার্যত পর্যুদস্ত করলেন নোভাক। একপেশে ম্যাচে স্ট্রেট সেটেই হারিয়ে দিলেন থানাসিকে। খেলার ফল নোভাকের পক্ষে ৬-১, ৬-৪, ৬-২।
আরও পড়ুন:- উইম্বলডনে ইন্দ্রপতন, ১ বছর পর ফিরেও প্রথম রাউন্ডেই হার, তবে কি যুগ শেষ সেরেনার?
উল্লেখ্য, এই বছর যদি নোভাক জকোভিচ উইম্বলডনের খেতাব জেতেন, তবে তা হবে তাঁর পরপর চারবার উইম্বলডন জয়। তাঁর কেরিয়ারে এটি হবে ৭ম উইম্বলডন জয়। কেরিয়ারে সর্বমোট ২১টি গ্রান্ড স্ল্যাম জিতে তখন নাদালের থেকে মাত্র একটি স্ল্যাম পিছনে থাকবেন তিনি।
আরও পড়ুন:- Wimbledon 2022: আছাড় খেলেন কোর্টে, উঠে দাঁড়িয়ে ইতিহাস গড়লেন নোভাক জকোভিচ
প্রথম রাউন্ডে জকোভিচকে ছন্দহীনতায় ভুগতে দেখা গিয়েছিল। তবে দ্বিতীয় রাউন্ডে বিশ্ব ক্রমতালিকায় ৭৯ নম্বরে থাকা থানাসির বিরুদ্ধে তাঁকে যথেষ্ট সাবলীল টেনিস খেলতে দেখা গেল। উল্লেখ্য, ২০১৮ সালের মায়ামি মাস্টার্সে অস্ট্রেলিয়ান থানাসি রজার ফেডেরারকে হারিয়ে সকলকে চমকে দিয়েছিলেন। যদিও তারপরে তাঁর কেরিয়ার সেইভাবে টেক অফ করেনি। উল্লেখ্য, নোভাকের বিরুদ্ধে ৭ বছর আগে শেষ বার মুখোমুখি হয়েছিলেন থানাসি। ফরাসি ওপেনে সেবারও থানাসিকে স্ট্রেট সেটেই হারিয়েছিলেন নোভাক।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।