শুভব্রত মুখার্জি
রবিবার চলতি উইম্বলডনের পুরুষ সিঙ্গেলস বিভাগের ফাইনালে মুখোমুখি হবেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ এবং অস্ট্রেলিয়ার 'বিতর্কিত' চরিত্র নিক কিরগিয়স। একদিকে নোভাক জকোভিচ যখন তাঁর কেরিয়ারের ২১তম গ্রান্ড স্ল্যাম জয়ের লড়াই চালাবেন। নিক কিরগিয়সের সঙ্গে নোভাক জকোভিচের সম্পর্ক একেবারেই ভালো ছিল না একটা সময় পর্যন্ত।
তবে সেই সব এখন অতীত। দুজনের মধ্যে এখন 'ব্রোমান্স' এতটাই বেশি যে, উইম্বলডনের ফাইনালের পরে তাঁরা একসাথে ডিনারে যাবেন। যিনি ফাইনাল জিতবেন, ডিনারের বিল মেটাবেন তিনি! একথা জানিয়েছেন নিক কিরগিয়স।
প্রসঙ্গত বছরের প্রথম দিকে অস্ট্রেলিয়ান ওপেনের সময় থেকেই নিক কিরগিয়স এবং নোভাক জকোভিচের সম্পর্কের উন্নতি ঘটতে শুরু করে। ভ্যাকসিন না নেওয়ার কারণে জকোভিচকে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে দেওয়া হয়নি। সেইসময় নোভাকের পাশে দাঁড়িয়েছিলেন নিক।
চলতি উইম্বলডনের ফাইনালের আগে অনুশীলনেই তাঁদের একে অপরের সঙ্গে সাক্ষাৎ হয়। সেখানে কথাও হয় দুজনের। তারপরেই তাঁরা তাঁদের বার্তালাপ নিয়ে যান ইন্সটাগ্রামে। যাতে করে তাদের সমর্থকরা তা দেখতে পান। যেখানে জকোভিচ লেখেন, '৫ বছর লেগেছে তোমার (নিক) আমার সম্বন্ধে কিছু ভালো কথা বলতে।' জবাবে কিরগিয়স লেখেন, 'তবে আমি তোমাকে সমর্থন করেছি যখন তোমার সেটার প্রয়োজন ছিল সবথেকে বেশি।' জবাবে জকোভিচ লেখেন, ‘হ্যাঁ তুমি সেটা করেছিলে এবং সেটাকে আমি তারিফ করি।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।