শুভব্রত মুখার্জি
চলতি উইম্বলডনের সবথেকে বড় অঘটন ঘটে গেল আজ। অঘটনটি ঘটল মহিলা সিঙ্গলস বিভাগে। সেই অভাবনীয় কাজটা করে দেখালেন ফ্রান্সের অ্যালিজা কর্নেট। প্রতিপক্ষ বিশ্ব ক্রমতালিকায় এক নম্বরে থাকা ইগা সুইয়াটেককে স্ট্রেট সেটে হারালেন তিনি। সেইসঙ্গে টানা ৩৭ ম্যাচ জয়ের পর হারলেন সুইয়াটেক।
মহিলা সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে স্ট্রেট সেটে ইগা সুইয়াটেককে হারালেন অ্যালিজা। খেলার ফল ৬-৪,৬-২। ফরাসি ওপেনের খেতাব জিতে উইম্বলডনের ঘাসের কোর্টে পা রেখেছিলেন ইগা। লক্ষ্য ছিল অবশ্যই ফরাসি ওপেনের সাফল্যকে উইম্বলডনে ও ধরে রাখা।
তবে শনিবার অ্যালিজা কর্নেটের বিরুদ্ধে তেমন ছন্দে মনে হয়নি ইগাকে। এক ঘণ্টা ৩৩ মিনিটের লড়াইয়ে জয় পান অ্যালিজা। ম্যাচে ৩৩ টি আনফোর্সড এরর করেন ইগা সুইয়াটেক। ফেব্রুয়ারি মাস থেকেই অপ্রতিরোধ্য ছিলেন ইগা। যা থেমে গেল জুলাইয়ে এসে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।