একের পর এক দুরন্ত ‘এস’ মেরে চলেছিলেন জন ইসনার। উইম্বলডনের তৃতীয় রাউন্ডের ম্যাচে পাঁচ নম্বর ‘এস’ মেরে ইভো কার্লোভিচের আগের নজির ভেঙে গড়লেন বিশ্ব রেকর্ড। তবে ম্যাচ হেরে ছিটকে যেতে হল উইম্বলডন থেকে।
কার্লোভিচের ১৩ হাজার ৭২৮ ‘এস’ ছাড়িয়ে যেতে এ দিন ইসনারের আর ৬টি ‘এস’ মারার দরকার ছিল। প্রথম গেমে তিন বার তাঁর সার্ভ ফেরাতে ব্যর্থ হন ইতালির জানিক সিনার। দ্বিতীয় গেমে আরও তিনটি ‘এস’ মেরে নতুন উচ্চতায় পা রাখেন ইসনার। এখনও পর্যন্ত পেশাদার টেনিসে ইসনারের ‘এস’ সার্ভিসের সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৭৪৮টি। রেকর্ড ভাঙা সার্ভটির গতি ছিল ঘণ্টায় ১৩০ মাইল। তবে বিশ্বরেকর্ড গড়েও উইম্বলডনের তৃতীয় রাউন্ড থেকে ছিটকে যেতে হল ইসনারকে।
আরও পড়ুন: অব্যাহত সানিয়ার মিক্সড ডাবলস উইম্বলডন অভিযান, দ্বিতীয় রাউন্ডে পৌঁঁছেলন ভেনাসও
জানিক সিনারের বিরুদ্ধে তৃতীয় রাউন্ডে ২৪টি ‘এস’ সার্ভিস করেন ইসনার। প্রথম রাউন্ডের ম্যাচে ৩৭ বছরের ইসনার করেন ৫৪টি ‘এস’ সার্ভিস।
আরও পড়ুন: ছন্দে না দেখালেও, তৃতীয় রাউন্ডে পৌঁছে নতুন রেকর্ড নাদালের
ইসনার শুধু বিশ্বরেকর্ডই করলেন না, পঞ্চম খেলোয়াড় হিসেবে উইম্বলডনেও এক হাজার ‘এস’ সার্ভিসও করলেন তিনি। নজির গড়ার দিনটা অবশ্য ভালো গেল না ইসনারের। দশম বাছাই সিনারের কাছে ২০ নম্বর বাছাই হারলেন ৪-৬, ৬-৭ (৪-৭), ৩-৬ ব্যবধানে। অথচ এই ইসনারই দ্বিতীয় রাউন্ডে অ্যান্ডি মারেকে দাপটের সঙ্গে হারিয়েছিলেন।
তবে বিশ্বরেকর্ড হওয়ায় খুশি ইসনার। তিনি বলেছেন, ‘এই রেকর্ড গড়তে পেরে আমি গর্বিত। জানতাম, এই রেকর্ডটা করবই। সেটা উইম্বলডনের মতো প্রতিযোগিতায় হওয়ায় দারুণ লাগছে। নিজেকেই কৃতিত্ব দেব এর জন্য। ভেবে ভালো লাগছে, দীর্ঘ দিন পেশাদার টেনিস খেলার মতো ফিট রাখতে পেরেছি নিজেকে। কোর্টে সক্রিয় থাকতে পারার জন্যই এতগুলো ‘এস’ সার্ভিস করার সুযোগ পেলাম।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।