শুভব্রত মুখার্জি: কয়েকদিন আগেই বিভিন্ন প্রতিযোগিতায় রাশিয়া এবং বেলারুশের অ্যাথলিটদের সুযোগ দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তরফে। আইওসির সভাপতি টমাস বাখের নেতৃত্বে এই আবেদন জানানো হয়েছিল। আর সেই আবেদনেই কার্যত সাড়া দিল উইম্বলডন। রাশিয়া এবং বেলারুশের অ্যাথলিটদের খেলার বিষয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল তাঁরা। তবে নিরপেক্ষ খেলোয়াড় হিসেবেই তারা অংশ নিতে পারবেন। অর্থাৎ দেশের পতাকা তাঁরা ব্যবহার করতে পারবেন না। এই সিদ্ধান্তের ফলে কিছুটা হলেও স্বস্তি পেল রাশিয়া এবং বেলারুশের অ্যাথলিটরা।
পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য রাশিয়া বা বেলারুশের কোনও সরকারি আর্থিক সাহায্য নেওয়া যাবে না। ইউক্রেনে, রাশিয়ার যে আক্রমণ অব্যাহত রয়েছে তার সপক্ষেও জনসমক্ষে কোনও কিছু বলা যাবে না। এই সমস্ত শর্ত পূরণ করলে তবেই রাশিয়া এবং বেলারুশের অ্যাথলিটদের নিরপেক্ষ হিসেবে এবারের উইম্বলডনে খেলতে দেওয়া হবে। এমনটাই এক বিবৃতিতে জানিয়েছে অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব। লন টেনিস অ্যাসোসিয়েশন, ব্রিটিশ সরকার এবং টেনিসের সমস্ত আন্তর্জাতিক স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতবছর ইউক্রেনে হামলার কারণে উইম্বলডনে কোনও রাশিয়ান অথবা বেলারুশিয়ানকে খেলতে দেওয়া হয়নি। যার ফলে এটিপি এবং ডব্লুটিএর তরফে সিদ্ধান্ত হয় উইম্বলডনে খেলার ফলে আলাদা করে কোনও র্যাঙ্কিং পয়েন্ট পাবেন না অ্যাথলিটরা। এবার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে এই নিয়মও প্রত্যাহার করা হয়েছে। এটিপি এবং ডব্লুটিএর পক্ষ থেকে এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। ধন্যবাদ জানানো হয়েছে লন টেনিস অ্যাসোসিয়েশন এবং অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবকে। উল্লেখ্য গত বছর একমাত্র গ্রান্ড স্ল্যাম টুর্নামেন্ট হিসেবে উইম্বলডন রাশিয়া এবং বেলারুশের অ্যাথলিটদের খেলার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল। এই মুহূর্তে পুরুষদের বিশ্ব ক্রমতালিকায় প্রথম দশে রয়েছেন দুই রাশিয়ান-- দানিল মেদভেদেভ (৫) এবং আন্দ্রেই রুভলেভ (৭)। মহিলাদের তালিকায় দুই নম্বরে রয়েছেন বেলারুশের আরইয়ানা সাবালেঙ্কা। যিনি আবার এই বছরের অস্ট্রেলিয়ান ওপেনও জিতেছেন। পাশাপাশি রয়েছেন রাশিয়ার ডারিয়া কাসাতকিনা। তিনি রয়েছেন আট নম্বরে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।