শুভব্রত মুখার্জি:- এই মুহূর্তে ভারতের অন্যতম শ্রেষ্ঠ সিঙ্গেলস তারকা সুমিত নাগাল। সম্প্রতি কয়েকমাস আগে তিনি ফরাসি ওপেনের মূলপর্বেও খেলেছেন। সামনেই রয়েছে ঐতিহ্যশালী গ্রান্ড স্ল্যাম উইম্বলডন। এই গ্রান্ড স্ল্যামের মূলপর্বে এখন পর্যন্ত খেলা হয়নি ভারতীয় তারকার। তবে এই বছর সেই খরা কাটতে চলেছে। উইম্বলডনের মূলপর্বে অভিষেক হতে চলেছে সুমিত নাগালের। প্রথম রাউন্ডেই তিনি মুখোমুখি হবেন লন টেনিস কিংবদন্তি সার্বিয়ান তারকা নোভাক জকোভিচের স্বদেশীয় মিওমির কেকমানোভিচের। সোমবার থেকে শুরু হবে এই বছরের উইম্বলডন। আর শনিবারেই সুমিত নাগালের ড্র নিশ্চিত হয়ে গেল।
আরও পড়ুন… T20 WC 2024 নিয়ে যা ভবিষ্যদ্বাণী করেছিলেন সেটাই হল! BCCI সচিব জয় শাহকে নতুন নাম দিলেন রবি শাস্ত্রী
সার্বিয়ান নবীন তারকা মিওমিরের বয়স মাত্র ২৪ বছর। ইতিমধ্যেই তিনি তাঁর খেলায় নজর কেড়েছেন বিশেষজ্ঞদের। তাঁর বিরুদ্ধে উইম্বলডনের মূলপর্বে নিজের অভিষেক ম্যাচ খেলতে নামবেন সুমিত। তবে ম্যাচটা যে সহজ হবে না তা ভালোই জানেন সুমিত নাগাল। উইম্বলডনে অবশ্য এর আগে সুখকর উপলব্ধি রয়েছে সুমিত নাগালের। তিনি এখানে ২০১৫ সালে বয়েজ ডাবলস খেতাব জিতেছিলেন। ভিয়েতনামের নাম হোয়াঙ্গ লি'কে সঙ্গী করে ডাবলসের খেতাব জিতেছিলেন তিনি। উইম্বলডনের পুরুষ সিঙ্গেলসের মূলপর্বে এবার স্বাভাবিকভাবেই জয়ের মধ্যে দিয়েই শুরুটা করতে চাইবেন সুমিত নাগাল। এই মুহূর্তে বিশ্ব ক্রমতালিকায় ৭১ নম্বরে রয়েছেন সুমিত নাগাল। তাঁর টেনিস কেরিয়ারের অন্যতম সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। সেই ধারাকেই ধরে রাখতে চাইবেন তিনি।
আরও পড়ুন… T20 WC 2024 Final IND vs SA: এমএস ধোনিও পারেননি! ICC Trophy জয়ে নয়া নজির বিরাট কোহলির
আসন্ন প্যারিস অলিম্পিক গেমসের মূলপর্বেরও যোগ্যতা অর্জন করেছেন তিনি। এই মাসের শুরুতে জার্মানিতে ক্লে কোর্টে এক চ্যালেঞ্জার ট্রফি জিতে তিনি প্যারিস গেমসের মূলপর্বের টিকিট নিশ্চিত করেন। হেইলবোর্নের সেই চ্যালেঞ্জার্স জেতার পরে ইতালিতেও আরও একটি চ্যালেঞ্জার্স জিতেছেন নাগাল। তবে ২৬ বছর বয়সি নাগাল ক্লে কোর্টে যতটা সাবলীল ঘাসের কোটে তারা একেবারেই সাবলীল নয়। ফলে চ্যালেঞ্জ তাঁর জন্য কঠিন হবে। তবে উইম্বলডনের মূলপর্বে নামার আগে টানা ১৪ দিন সময় বিশ্রাম নিয়েই নামবেন সুমিত নাগাল। এই সময়ে তিনি বিশ্রামে থাকলেও রীতিমতো অনুশীলনটা চালিয়ে যাবেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।