তাঁকে ঘীরে জল্পনা, বিতর্ক যত দিন গেছে তত বেড়েছে। দলের এক এক করে সিনিয়র ফুটবলার প্রায় প্রকাশ্যেই সমালোচনা করেছেন তাঁর। তিনি বার্তামেউ । যার সময়কালে বার্সাতে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যেখান থেকে দাড়িয়ে এক দশকের উপর বার্সাতে কাটানো ,তাদের অ্যাকাডেমি লা মাসিয়া থেকে উঠে আসা আর্জেন্টিনীয় তারকা লিওনেল মেসি পর্যন্ত আগের মরসুম শেষে ছাড়তে চেয়েছিলেন বার্সা। যার প্রধান কারণ অবশ্যই ছিলেন বার্তামেউ।
এবার প্রেসিডেন্ট অনাস্থা ভোটের অপেক্ষা না করেই সরে গেলেন। সরে গেলেন বার্সেলোনার সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ। বার্সেলোনা প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হলেন এই ফুটবল কর্মকর্তা। কারণ ধীরে ধীরে তিনি একঘরে হয়ে পড়ছিলেন।
মঙ্গলবার সন্ধ্যায় বোর্ড মিটিংয়ের পর বার্তোমেউয়ের সঙ্গে বাকি বার্সেলোনার পরিচালকরাও পদত্যাগ করেছেন। উদ্ভুত পরিস্থিতিতে নতুন সভাপতি নিয়োগে আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে স্প্যানিশ লা লিগা কতৃপক্ষকে।
নতুন এক্সিকিউটিভ বোর্ড নিয়োজিত হয়ার আগে সাময়িকভাবে একটি ম্যানেজমেন্ট বোর্ডকে দায়িত্ব দেওয়া হবে।যারা ক্লাবের দৈনন্দিন কাজ দেখাশুনা করবেন।১২ বছরে প্রথম ট্রফিশূন্য মরসুম শেষ করেছে কাতালানরা। লিওনেল মেসির ক্লাব ছাড়ার ঘোষণা নিয়ে ও প্রবল বিতর্কের মুখে পড়েছিলেন প্রেসিডেন্ট। কোচ বদল, অভ্যন্তরীণ নানা সমস্যা,ফুটবলারদের বেতন অব্যবস্থা সব মিলিয়ে চরম অস্থির পরিস্থিতিতে সবকিছুর দায় পড়েছিল বার্তোমেউয়ের ওপর। তাই অনেকের জল্পনাতে ছিল এরকম কিছু পদক্ষেপ বার্তামেউ নিতেই পারেন। বাস্তবে হল ও তাই। শেষ হাসি হাসলেন লিও মেসি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।