ভারতের সর্বকালের সেরা ODI একাদশ বেছে নিল উইজডেন, সৌরভ-ধোনি-কোহলি থাকতে কে ক্যাপ্টেন হলেন জানেন?
Updated: 08 Feb 2022, 12:53 PM ISTনিজেদের ১০০০তম ওয়ান ডে ম্যাচ ভারত জয় দিয়ে স্মরণীয় করে রাখার পর সার্বিক পারফর্ম্যান্সের নিরিখে উইজডেন ভারতের সর্বকালের সেরা ওয়ান ডে একাদশ বেছে নেয়। দেখুন ভারতের সর্বকালের সেরা ওয়ান ডে দলে কারা জায়গা পেলেন। তাঁদের ওয়ান ডে পারফর্ম্যান্সেও চোখ রাখুন।
পরবর্তী ফটো গ্যালারি