বাংলা নিউজ > ময়দান > ‘ক্যাপ্টেন হটাও’ দাবি জোরালো হতেই বাবরের নেতৃত্ব বাঁচাতে 'ক্যাম্পেন' শুরু আফ্রিদি-হ্যারিসদের

‘ক্যাপ্টেন হটাও’ দাবি জোরালো হতেই বাবরের নেতৃত্ব বাঁচাতে 'ক্যাম্পেন' শুরু আফ্রিদি-হ্যারিসদের

বাবরের কাছ থেকে নেতৃত্ব কেড়ে নেওয়ার দাবি জোরালো হচ্ছে। ছবি- এপি।

Pakistan vs England: ইংল্যান্ডের কাছে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পরেই পাকিস্তানের নেতৃত্ব থেকে বাবর আজমকে সরিয়ে দেওয়ার দাবি উঠতে থাকে পাক ক্রিকেটমহলে।

এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপ থেকে খালি হাতে দেশে ফেরার পরে বাবর আজমকে সরিয়ে শাদবকে সংক্ষিপ্ত ফর্ম্য়াটে পাকিস্তানের ক্যাপ্টেন করার দাবি উঠেছিল ওদেশের ক্রিকেটমহলে। এবার ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পরে বাবরকে দীর্ঘতম ফর্ম্যাটেও নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি উঠতে থাকে।

বাবর নিজে অবশ্য নেতৃত্ব ছাড়তে রাজি নন। তবে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ‘ক্যাপ্টেন হটাও' দবি জোরালো হতে শুরু করেছে। ইতিউতি আওয়াজগুলো কোরাসের রূপ নেওয়ার আগেই পাকিস্তানের ক্রিকেটাররা বাবরের ক্যাপ্টেন্সি বাঁচাতে সোশ্যাল মিডিয়ায় পালটা ক্যাম্পেন শুরু করে দিয়েছেন। শাহিন আফ্রিদি, হ্যারিস রউফরা টুইট করে বাবরে হয়ে কথা বলতে শুরু করেছেন।

শাহিন আফ্রিদি টুইটারে লেখেন, ‘বাবর আজম আমাদের এবং পাকিস্তানের গর্ব, প্রাণ ও পরিচয় (শান, জান অউর পেহচান)। ও আমাদের ক্যাপ্টেন আছে এবং থাকবে। এর বাইরে কিছু ভাবাও মানা।’

শাহিন সঙ্গে যোগ করেন, ‘দয়া করে এই দলটার পাশে থাকুন। এই দলটাই আমাদের জেতাবে। কাহিনি এখনও শেষ হয়নি।’

আরও পড়ুন:- WTC Points Table: পাকিস্তানের আশা কার্যত শেষ, আরও কাঁটা মুক্ত হল ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার পথ

শাহিনের এমন টুইটের প্রতিক্রিয়ায় নেটিজেনদের কেউ কেউ দাবি করেন যে, টেস্টে বাবরের হাত থেকে নেতৃত্ব নেওয়ার প্রধান দাবিদার যিনি, তিনি নিজেই যদি এমন কথা বলেন, তাহলে আর কার হাতে ক্যাপ্টেন্সি তুলে দেওয়া যাবে!

আরও পড়ুন:- ব্যর্থতা কাটাতে দ্রাবিড়ের কাছে ছুটলেন মুশফিকুর, ভাইরাল হল ভারতের কোচের থেকে বাংলাদেশ তারকার পরামর্শ নেওয়ার ভিডিয়ো

অনেকে আবার এও দাবি করেন যে, ক্রিকেটারদের দিয়ে এমন টুইট করাচ্ছেন বাবর আজম। তাঁদের দাবি জোরালো হয় হ্যারিস রউফের সোশ্যাল মিডিয়া পোস্টের পরে। হ্য়ারিস বাবরের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে টুইট করেন, ‘আপনি আমাদের নেতা ছিলেন এবং ঈশ্বর করুন সর্বদা নেতা থাকবেন।’

বন্ধ করুন