আগামী মাসে বাংলাদেশের সিলেটে শুরু হতে চলেছে মহিলাদের টি-টোয়েন্টি এশিয়া কাপ। ভারতীয় মহিলা দল ৭ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি জয় শাহ মঙ্গলবার এ কথা ঘোষণা করেন। ১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ১৫ দিনব্যাপী এই টুর্নামেন্টে অংশ নেবে সাতটি দল। টুর্নামেন্টটি রাউন্ড রবিন ভিত্তিতে খেলা হবে। যেখানে সেরা চারটি দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।
অংশগ্রহণকারী দলগুলো হলো ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই), থাইল্যান্ড এবং মালয়েশিয়া। তালিবানরা ক্ষমতায় আসার পর থেকে, আফগানিস্তানের মহিলা টিম ক্রিকেট খেলছে না। স্বভাবতই মহিলা ক্রিকেটে কিন্তু এটা বড় ধাক্কা।
আরও পড়ুন: ইংল্যান্ডকে সাত উইকেটে হারাল ভারত, ম্যাচের সেরার পুরস্কার ঝুলনকে উৎসর্গ স্মৃতির
১ অক্টোবর শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপে অভিযান শুরু করবে ভারত। এর পর ৩ অক্টোবর মালয়েশিয়া এবং ৪ অক্টোবর সংযুক্ত আরব আমিরশাহির মুখোমুখি হবে ভারতীয় দল। পরপর ম্যাচ খেলার পর ৭ অক্টোবর পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।
রাউন্ড রবিন ম্যাচে ভারত ৮ অক্টোবর বাংলাদেশ এবং ১০ অক্টোবর থাইল্যান্ডের বিপক্ষে খেলবে। হরমনপ্রীত কাউরের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া ১০ দিনের মধ্যে ছ'টি লিগ ম্যাচ খেলবে। ফাইনাল হবে ১৫ অক্টোবর।
প্রসঙ্গত, মেয়েদের এশিয়া কাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। আর ভারত এই টুর্নামেন্টে সবচেয়ে সফল টিম। ৬
আরও পড়ুন: ফের মুখ থুবড়ে পড়ল টপ-অর্ডার, বিশ্রি হার, সিরিজ হাতছাড়া ভারতের
দেখে নিন মহিলাদের এশিয়া কাপে ভারতের সূচি:
১ অক্টোবর - ভারত বনাম শ্রীলঙ্কা
৩ অক্টোবর - ভারত বনাম মালয়েশিয়া
৪ অক্টোবর - ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত
৭ অক্টোবর - ভারত বনাম পাকিস্তান
৮ অক্টোবর - ভারত বনাম বাংলাদেশ
১০ অক্টোবর - ভারত বনাম থাইল্যান্ড
১৩ অক্টোবর - প্রথম সেমিফাইনাল
১৩ অক্টোবর - দ্বিতীয় সেমিফাইনাল
১৫ অক্টোবর - ফাইনাল
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।