ভারতীয় পুরুষ দল এশিয়া কাপ ২০২২ শিরোপা জয় থেকে বঞ্চিত হয়েছে। সমস্ত আশা এখন মহিলাদের উপর নির্ভর করছে। হরমনপ্রীত কউরের নেতৃত্বাধীন ভারতীয় দল টুর্নামেন্টের তাদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪১ রানে হারিয়ে টুর্নামেন্টের অভিযান শুরু করল।
এই টুর্নামেন্টে চার বছর পর শিরোপা জিততে চাইবে ভারতীয় দল। গত টুর্নামেন্ট বাদে, ২০০৪ সাল থেকে এশিয়া কাপে ভারত প্রতিবারই ফাইনালে উঠেছে। ওয়ানডে ফর্ম্যাটে চারটি এবং টি-টোয়েন্টি ফর্ম্যাটে দুটি ট্রফি জিতেছে তারা।
01 Oct 2022, 04:14:22 PM IST
১০৯ রানে শেষ শ্রীলঙ্কার ইনিংস
১৮.২ ওভারে ১০৯ রানের মধ্যে শ্রীলঙ্কার ইনিংস শেষ করে দিল হরমনপ্রীতদের টিম ইন্ডিয়া। ৪১ রানে ম্যাচ জিতল ভারত। জয় দিয়ে ২০২২ এশিয়া কাপে
01 Oct 2022, 04:09:33 PM IST
১৮ ওভারে শ্রীলঙ্কার স্কোর ১০৯/৯ রান
ভারতের ম্যাচ জিততে হলে প্রয়োজন আর মাত্র একটি উইকেট। ২০২২ এশিয়া কাপের দ্বিতীয়
01 Oct 2022, 04:07:05 PM IST
শ্রীলঙ্কার নবম উইকেটের পতন
দীপ্তি শর্মার বলে আউট হলেন হাসিনি পেরেরা। ৩২ বলে ৩০ রান করে রাধা যাদবের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন
01 Oct 2022, 04:04:40 PM IST
শ্রীলঙ্কার ৮ নম্বর উইকেটের পতন
৩ বলে চার রান করে হেমলতার বলে স্মৃতি মান্ধানার হাতে ক্যাচ দিয়ে আউট হন সুগন্ধা কুমারি। শ্রীলঙ্কার স্কোর ১৬.৪ ওভারে ১০৬/৮
শ্রীলঙ্কাকে ম্যাচ জিততে হলে ৩০ বলে ৬০ রান করতে হবে। তাদের হাতে রয়েছে চার উইকেচট।
01 Oct 2022, 03:51:51 PM IST
অনুষ্কাকে ফেরালেন রাধা
শ্রীলঙ্কার ষষ্ঠ উইকেটের পতন হল। রাধা যাদবের বলে LBW হলেন অনুষ্কা সঞ্জীবনি। ৯ বলে পাঁচ রান করে সাজঘরে ফিরে গেলেন তিনি। শ্রীলঙ্কার স্কোর ১৪ ওভারে ৮২/৬ রা
01 Oct 2022, 03:48:29 PM IST
শ্রীলঙ্কাকে জিততে হলে ৭ ওভারে ৭২ রান করতে হবে
১৩ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৫ উইকেটের বিনিময়ে ৭৯ রান। ম্যাচটি জিততে হলে শ্রীলঙ্কার প্রয়োজন ৭ ওভারে ৭২ রান। তাদের হাতে রয়েছে
01 Oct 2022, 03:44:10 PM IST
১২ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৭২/৫ রান
পেরেরা ২০ বলে অপরাজিত ১৭ রান করে ক্রিজে রয়েছেন। অনুষ্কা সঞ্জীবনি চার বলে ৩ রান করে খেলছেন।
01 Oct 2022, 03:37:33 PM IST
শ্রীলঙ্কার পঞ্চম উইকেটের পতন
পূজার বলে রেনুকার হাতে ক্যাচ দিয়ে ১ রান করেই সাজঘরে ফিরে যান কাভিশা দিলহারা। বেশ চাপে পড়ে গিয়েছে শ্রীলঙ্কার মহিলা দল।
01 Oct 2022, 03:30:49 PM IST
১০ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৫৭/৪ রান
ম্যাচ জিততে হলে ভারতের দরকার ৬ উইকেট, শ্রীলঙ্কাকে ম্যাচ জিততে হলে করতে হবে ১০ ওভারে অর্থাৎ ৬০ বলে ৯৪ রান।
01 Oct 2022, 03:24:30 PM IST
শ্রীলঙ্কার চতুর্থ উইকেটের পতন
পূজার বলে LBW হয়ে সাজঘরে ফিরে যান নিলাকশি দি সিলভা। ৫ বলে
01 Oct 2022, 03:18:17 PM IST
শ্রীলঙ্কার বড় উইকেট শিকার ভারত
ভয়ঙ্কর হয়ে ওঠা হার্শিথা মাধাবীকে রান আউট করল ভারত। পেরেরার সঙ্গে ভুল বোঝাবুঝি করে আউট হলেন হার্শিথা। ২০ বলে ২৬ রান করেন হার্শিথা। স্মৃতি মান্ধানার বুদ্ধিদিপ্ত থ্রোতে হার্শিথাকে সহজে রান আউট করেন রিচা ঘোষ।
01 Oct 2022, 03:17:50 PM IST
শ্রীলঙ্কার দ্বিতীয় উইকেটের পতন
মালশা শেহানিকে রান আউট করলেন দীপ্তি শর্মা। ৫.১ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৩৯/২ রান। প্রথমে বল হাতে পরে ফিল্ডিং-এ উইকেট তুলে নিলেন
01 Oct 2022, 03:07:54 PM IST
৫ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৩৯/১ রান
ভালো শুরু করল শ্রীলঙ্কা। ভারতের বড় স্কোর তাড়া করতে নেমে ভালো শুরু করেছেন মাধাবি।
01 Oct 2022, 02:59:38 PM IST
আউট হলেন শ্রীলঙ্কার ক্যাপ্টেন
দীপ্তি শর্মার বলে রেনুকা সিং-এর হাতে ক্যাচ দিয়ে আউট হলেন আতাপাত্তু। ১১ বলে পাঁচ রান করলেন তিনি। ৩.৩ ওভারে শ্রীলঙ্কার স্কোর ২৫/১ রান
01 Oct 2022, 02:49:33 PM IST
দুরন্ত শুরু করল শ্রীলঙ্কা
প্রথম ওভারেই ১৩ রান নিল শ্রীলঙ্কা। হার্শিথা মাদাভি প্রথম ওভারে তিনটি বাউন্ডারি হাঁকালেন। রেনুকা সিং-এর ওভারে ১৩ রান দিয়ে ইনিংসের শুরু করল শ্রীলঙ্কার মহিলা দল। ্
01 Oct 2022, 02:35:52 PM IST
২০ ওভারে ভারত তুলল ১৫০/৬ রান
জেমিমার ৭৬ রানের উপ ভর করে ভারত নির্ধারিত ২০ ওভারে ১৫০ রান তুলল। শ্রীলঙ্কাকে ম্যাচ জিততে হলে ১৫১ রান তুল
01 Oct 2022, 02:31:48 PM IST
বিতর্কিত রান আউট হলেন পূজা
পূজা বস্ত্রকারের রান আউট নিয়ে বিতর্ক থাকবেই। ক্যামেরায় দেখা যাচ্ছিল যে পূজা সঠিক সময়ে ক্রিজে ঢুকে গিয়েছিলেন। তবু তৃতীয় আম্পায়র তাঁকে রান আউট দেন। এরপরে পূজা মাঠেই দাঁড়িয়েছিলেন। ধারাভাষ্যকারাও এই সিদ
01 Oct 2022, 02:25:30 PM IST
আউট হলেন রিচা ঘোষ
৬ বলে ৯ রান করে সাজঘরে ফিরলেন রিচা ঘোষ। ১৯ ওভার শেষে ভারতের স্কোর ১৪৫/৫
01 Oct 2022, 02:20:42 PM IST
আউট হলেন জেমিমা
৫৩ বলে ৭৬ রান করে আতাপাত্তুর বলে আউট হলেন জেমিমা রডরিগেজ। ১৭.৪ ওভারে ভারতের স্কোর ১৩৪/৪ রান। ব্যাট হাতে ক্রিজে এসেছেন রিচা ঘোষ।
01 Oct 2022, 02:18:12 PM IST
১৭ ওভার শেষে ভারতের স্কোর ১২৭/৩
৫১ বলে ৭৪ রান করে ক্রিজে রয়েছেন জেমিমা। হেমলথা জেমিমাকে সঙ্গ দিচ্ছেন। ইনিংসের শেষ ৩ ওভারে ভারত
01 Oct 2022, 02:11:57 PM IST
ভারতের তৃতীয় উইকেটের পতন
৩০ বলে ৩৩ রান করে সাজঘরে ফিরলেন ভারতের ক্যাপ্টেন হরমনপ্রীত কউর। রানাসিঙ্গের বলে স্টেপ আউট করে খেলতে গিয়ে স্টাম্প আউট হলেন হরমনপ্রীত কউর।
01 Oct 2022, 02:08:37 PM IST
১৫ ওভার শেষে ভারতের স্কোর ১০৪/২
জেমিমা ৪৫ বলে ৬০ রান করেছেন। হরমনপ্রীত ২৭ বলে ২৭ রান করেছেন। বড় স্কোরের দিকে ভারতের মহিলারা। হাতে বাকি ৫ ওভার, এখন দেখার শেষ পাঁচ ওভারে জেমিমারা কত রান তোলে
01 Oct 2022, 02:00:12 PM IST
১০০ টপকাল ভারত
১৪তম ওভারে ১০০ রান টপকাল টিম ইন্ডিয়া। হরমনপ্রীত ২২ বলে ২৪ রান করেছেন সঙ্গে ৪৪ বলে ৫৯ রান করেছেন জেমিমা। দুজনের পার্টনারশিপ ৪৪ বলে ৭৭ রান।
01 Oct 2022, 01:58:29 PM IST
১৩ ওভার শেষে ভারতের স্কোর ৯২/২
শ্রীলঙ্কার ১৩ তম ওভারে ১১ রান নিল ভারত। হরমনপ্রীত ২০ বলে ২২ রান করেছেন জেমিমার সংগ্রহ ৪০ বলে ৫৩ রান।
01 Oct 2022, 01:44:52 PM IST
১০ ওভার শেষে ভারতের স্কোর ৬১/২
জেমিমা ও হরমনপ্রীত ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এখন দেখার পরবর্তী
01 Oct 2022, 01:37:31 PM IST
৩০ বলে ৩৪ রানের পার্টনারশিপ
জেমিমা ৩০ রান করেছেন ২২ বলে অন্যদিকে হরমনপ্রীত কউর ৪ রান করেছেন ৮ বলে। এখনও ৩০ বলে ৩৪ রানের পার্টনারশিপ গড়েছেন দুই তারকা।
01 Oct 2022, 01:32:53 PM IST
৫০ রান স্পর্শ করল ভারতের
ঝড়ো ইনিংস খেলছেন জেমিমা রডরিগেজ। ২৪ বলে ৩২ রান করেছেন জেমিমা। ইতিমধ্যেই সাত বাউন্ডারি হাঁকিয়েছেন
01 Oct 2022, 01:23:44 PM IST
৬ ওভারে ভারতের স্কোর ৩৩/২
ঝড়ো ইনিংস খেলছেন জেমিমা। ১৬ বলে ১৭ রান করেছেন তিনি। ছয় নম্বর ওভারে ৯ রান তুলল ভারত।
01 Oct 2022, 01:19:38 PM IST
৫ ওভারে ভারতের স্কোর ২৪/২
শেফালি-স্মৃতি আউট হয়ে যাওয়ার পরে ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন জেমিমা ও হরমনপ্রীত।
01 Oct 2022, 01:13:56 PM IST
ভারতের দ্বিতীয় উইকেটের পতন
বাউন্ডারি লাইনে দুরন্ত ক্যাচ ধরে শেফালিকে ফেরালেন শেহানি। ব্যাক্তিগত ১০ রানে রানাসিঙ্গের বলে আউট হলেন শেফালি বর্মা। ৩.৬ ওভারে ভারতের স্কোর ২৩/২ রান
01 Oct 2022, 01:13:39 PM IST
মাঠে নামলেন জেমিমা
স্মৃতি আউট হতে তিন নম্বরে ব্যাট করতে নামলেন জেমিমা রডরিগেজ। ৩ ওভারে শেষে ভারতের স্কোর ১৯/১ রান।
01 Oct 2022, 01:07:06 PM IST
ভারতের প্রথম উইকেটের পতন
৭ বলে ছয় রান করে সাজঘরে ফিরলেন স্মৃতি মান্ধানা। সুগন্দিকা কুমারির বলে নিলাকশি দি সিলভার হাতে ক্যাচ দিলেন স্মৃতি। ভারত ১৩ রানে নিজের প্রথম উইকেট হারাল।
01 Oct 2022, 01:06:06 PM IST
২ ওভার ভারতের স্কোর ১২/০
শেফালি করলেন ৬ বলে ৬ রান, স্মৃতির সংগ্রহ ৬ বলে ৬ রান।
01 Oct 2022, 01:02:15 PM IST
প্রথম ওভারে ভারত তুলল ৬ রান
শেফালি পাঁচ বলে পাঁচ রান করার পাশাপাশি স্মৃতি মান্ধানা করলেন ১ বলে ১
01 Oct 2022, 01:00:22 PM IST
শেফালি-স্মৃতির জুটিতে শুরু ভারতের ইনিংস
প্রথমে স্পিন দিয়ে ইনিংসের শুরু করল শ্রীলঙ্কা। সুগান্দিকা কুমারি বল দিয়ে শুরু হল শ্রীলঙ্কার ইনিংস।
01 Oct 2022, 12:58:21 PM IST
কী বললেন ভারতের ক্যাপ্টেন হরমনপ্রীত কউর?
আমরাও বোলিং করতে চেয়েছিলাম, যা আমাদের সারফেস কীভাবে খেলে সে সম্পর্কে ধারণা দিত। আমাদের ভারসাম্যপূর্ণ দল রয়েছে, নতুন ব্যাটস ও বোলার আসছে এবং আমরা আশা করি তারা ভালো করবে। আমরা তিনজন স্পিনার ও দুই পেসার নিয়ে খেলব।
01 Oct 2022, 12:50:20 PM IST
দেখে নিন শ্রীলঙ্কার একাদশ
নিজেদের সেরা একাদশ ঘোষণা করেছে শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট।
Womens Asia Cup. Srilanka XI: H Perera, C Athapaththu (c), H Madavi, A Sanjeewani (wk), N De Silva, K Dilhari, M Shehani, O Ranasinghe, S Kumari, I Ranaweera, A Kulasuriya. https://t.co/3iXm09MbIW#INDvSL#AsiaCup2022
নিজেদের সেরা একাদশ ঘোষণা করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
Womens Asia Cup. India XI: S Mandhana, S Verma, J Rodrigues, H Kaur (c), R Ghosh (wk), S Rana, D Sharma, P Vastrakar, R Yadav, D Hemalatha, R Singh. https://t.co/3iXm09MbIW#INDvSL#AsiaCup2022
টস জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নিল শ্রীলঙ্কার মহিলা দল।
01 Oct 2022, 12:43:10 PM IST
৭ বারের মধ্যে ভারত শিরোপা জিতেছে ৬ বার
ভারতীয় মহিলা ক্রিকেট দল ব্রিটিশদের তাদের ঘরের মাঠে ৩-০ ক্লিন সুইপ করে দারুণ আত্মবিশ্বাস নিয়ে এসেছে। ইংল্যান্ডকে পরাজিত করার সেই গতি ধরে রাখতে চাইবে ভারত।