বাংলাদেশকে হারিয়ে চলতি মহিলা এশিয়া কাপের সেমিফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখল ভারত। সেই সঙ্গে ৫ ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করলেন হরমনপ্রীত কউররা। থাইল্যান্ডকে লিগের শেষ ম্যাচে হারালে ভারতের এক নম্বরে থেকে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা প্রবল।
অন্যদিকে ভারতের কাছে হেরে লিগ টেবিলে পিছিয়ে পড়ল গতবারের চ্যাম্পিয়ন তথা এবারের আয়োজক বাংলাদেশ। শনিবার প্রথম ম্যাচে মালয়েশিয়াকে পরাজিত করে শ্রীলঙ্কা। ফলে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশকে টপকে তৃতীয় স্থানে উঠে আসে দ্বীপরাষ্ট্র। বাংলাদেশ পিছিয়ে যায় চার নম্বরে। তাদের সংগ্রহে রয়েছে ৪ ম্যাচে ৪ পয়েন্ট।
শ্রীলঙ্কার মতো পাকিস্তানের খাতাতেও রয়েছে ৪ ম্যাচে ৬ পয়েন্ট। তবে নেট রান-রেটে এগিয়ে থাকায় পাকিস্তান রয়েছে দ্বিতীয় স্থানে। বাংলাদেশের মতো ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে থাইল্যান্ড। তাদের নেট রান-রেট বাংলাদেশের তুলনায় কম।
আরও পড়ুন:- India vs Bangladesh: বাংলাদেশকে গোহারান হারিয়ে সেমিফাইনালের পথে এক পা ভারতের
মেয়েদের এশিয়া কাপ ২০২২-এর আপডেটেড পয়েন্ট টেবিল:-
খাতায়-কলমে সেমিফাইনালের দৌড়ে টিকে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহিও। তারা ৪ ম্যাচে ২ পয়েন্ট সংগ্রহ করেছে। যদিও বাস্তবে তাদের পক্ষে সেমিফাইনালে যাওয়া নিতান্ত কঠিন।
এখনও পর্যন্ত একমাত্র দল হিসেবে লড়াই থেকে ছিটকে গিয়েছে মালয়েশিয়া। তারা টুর্নামেন্টে নিজেদের প্রথম ৫টি ম্যাচেই পরাজিত হয়েছে। ফলে এখনও কোনও পয়েন্ট সংগ্রহ করতে পারেনি তারা। লিগের শেষ ম্যাচ জিতলেও তাতে তাদের পয়েন্ট টেবিলে অবস্থান বদল হবে বলে মনে হয় না। একেবারে শেষে থেকেই টুর্নামেন্ট শেষ করতে হতে পারে মালয়েশিয়াকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।