রোহিত শর্মারা যেটা পারেনি, সেটাই করে দেখালেন হরমনপ্রীত কাউররা। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলেন ভারতের মেয়েরা। যেখানে রোহিতরা ফাইনালেই উঠতে পারেননি। সেখানে শুধু ফাইনালে ওঠা নয়, শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে বড় জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। ৬৯ বল বাকি থাকতে ৮ উইকেটে বাজিমাত করলেন স্মৃতি মন্ধানারা।
আর ম্যাচ হারের পর ভারত অধিনায়ক হরমনপ্রীত কাউর বলেছেন, ‘আমাদের বোলারদের কৃতিত্ব দেওয়া উচিত। আমাদের ফিল্ডিং ইউনিটও প্রথম বল থেকে দুরন্ত ছিল এবং আমরা আলোচনা করেছিলাম যে, আমরা সহজে কোনও রান দেব না। এই উইকেট কেমন আচরণ করছে, সেটা বুঝেই ফিল্ডারদের সাজাতে হবে। এই উইকেট খুব ভালো ভাবে রিড করেছি এবং সেই অনুযায়ী ফিল্ডারদের সাজিয়েছি। আমরা স্কোরবোর্ডের দিকে তাকাচ্ছিলামই না। তবে শুধুমাত্র আমাদের পাঁচ ওভারের লক্ষ্য নির্ধারণ করেছিলাম। বোর্ডে টোটাল কত তা নিয়ে আমরা কখনও-ই ভাবিনি এবং সেই অনুযায়ী ব্যাটিং করেছি।’
আরও পড়ুন: লঙ্কাকে নিয়ে ছেলেখেলা হরমনদের, সপ্তম বার Asia Cup চ্যাম্পিয়ন ভারত
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। কিন্তু প্রথম থেকেই শ্রীলঙ্কার ইনিংসে ধস নামায় ভারতীয় বোলাররা। সিলেটের ২২ গজে ব্যাট করা যে কঠিন ছিল। তা বলে মাত্র ৬৫ রান! ৬,২,১,৬,০,১— এই হল শ্রীলঙ্কার প্রথম ছয় ব্যাটারের রান। দু’অঙ্কের রান করলেন মাত্র দু’জন। সাত নম্বরে ব্যাট করতে নেমে ওশাদি রানাসিংহে করলেন ২০ বলে ১৩ রান। শ্রীলঙ্কার ইনিংসে সর্বোচ্চ ১০ নম্বরে ব্যাট করতে নামা ইনোকা রণবীরার ২২ বলে ১৮ রানের অপরাজিত ইনিংস। শ্রীলঙ্কার গোটা ইনিংস বাউন্ডারি হল পাঁচটি। ছক্কা মারতে পারলেন না শ্রীলঙ্কার কোনও ব্যাটারই।
আরও পড়ুন: সাতে সাত! T20I তে অনন্য নজির গড়লেন ভারতের ক্যাপ্টেন হরমনপ্রীত কউর
তবে লঙ্কা ব্রিগেডকে অল আউট করতে পারেননি ভারতীয় বোলাররা। রেণুকা সিংহ ৩ ওভারে ৫ রান দিয়ে ৩ উইকেট নেন। স্নেহ রানা ৪ ওভারে ১৩ রানে ২টি উইকেট এবং রাজেশ্বরী গায়কোয়াড় ৪ ওভারে ১৬ রানে ২ উইকেট নেনন।
৬৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে সমস্যায় পড়েন ভারতীয়রাও। শুকনো উইকেটে শুরু থেকেই বল ঘুরছিল। ওপেনার শেফালি বর্মা ৫ রান করেই সাজঘরে ফেরেন। রান পেলেন না তিন নম্বরে নামা জেমিমা রডরিগেজও (২)। উইকেটে এক দিক ধরে রেখেছিলেন সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা। তিনি চেনা আগ্রাসী মেজাজেই ব্যাট করলেন। শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন ২৫ বলে ৫১ রান করে। তাঁর ব্যাট থেকে এল ছ’টি চার এবং তিনটি ছক্কা। হরমনপ্রীত কাউর অপরাজিত থাকলেন ১৪ বলে ১১ করে। শ্রীলঙ্কার কবিশা দিলহারি এবং ইনোকা রানাবীরা ১টি করে উইকেট নেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।