মহিলা এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ লিগের ম্যাচে কেন সাত নম্বরে ব্যাট করতে নামলেন হরমনপ্রীত কউর? কেন এত নীচে? কেন রিচা ঘোষের আগে ফিনিশার পূজা বস্ত্রকারকে পাঠানো হয়েছিল? ভারত কি স্মৃতি মান্ধনার উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ছে? এশিয়া কাপে ভারতের চতুর্থ ম্যাচে, তাদের প্রতিক্রিয়া পরিমাপ করতে এবং তরুণ খেলোয়াড়দের চাপের মধ্যে দেখে নেওয়ার চেষ্টা হয়েছিল। এই সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্ট সর্বসম্মতভাবে গৃহীত হয়েছিল।
ব্যাটিং অর্ডারে রদবদলের বিষয়ে কথা বলতে গিয়ে মহিলা দলের কোচ রমেশ পাওয়ার বলেছেন, ‘আমরা আমাদের নিয়মিত ব্যাটসম্যানদের পরিবর্তে আজকের তরুণ খেলোয়াড়দের এই ভূমিকা দিতে চেয়েছিলাম। এটি ছিল আমাদের চতুর্থ ম্যাচ এবং আমরা চেয়েছিলাম পূজা, রিচা এবং ডেলান এই ভূমিকা পালন করুন। হেমলতা এই চাপের পরিস্থিতির মধ্য দিয়ে যায়। হারমান, জেমিমা এবং স্মৃতি দীর্ঘদিন ধরে এটি করে আসছে, তবে আমাদের লক্ষ্য ছিল তরুণ খেলোয়াড়রা এই পরিস্থিতিতে কীভাবে প্রতিক্রিয়া দেখায় সেটাই দেখার। তা দেখতে উপরের দিকে তাদের ব্যাটিং করতে পাঠানো হয়েছিল। এই পরিস্থিতি হয়তো বিশ্বকাপে মুখোমুখি হতে পারে। এই কারণেই আমরা এই উপলক্ষে এটি পরীক্ষা করতে চেয়েছিলাম।’
পাওয়ার এই পরীক্ষা নিয়ে আরও বলেন, ‘গ্রুপ পর্যায়ে আমাদের ছয়টি ম্যাচ খেলতে হবে। যদি দুটি গ্রুপে চারটি দল থাকত, তাহলে আমরা হয়তো পরীক্ষাটি করতাম না। আমরা আমাদের দলকে প্রতিটি পরিস্থিতির জন্য প্রস্তুত করতে চাই। অবশ্যই আমরা জিততে চাই। কিন্তু যখন একটি সমস্যা আসে তখন এটি নিয়ে আলোচনা করাও গুরুত্বপূর্ণ। এমনটা ভাবছে শুধু টিম ম্যানেজমেন্ট নয়। আমরা এখানে একটি দল হিসেবে এসেছি এবং ভেবেছিলাম যে আমরা কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে পারব এবং শুধু জেমি, স্মৃতি বা হারমান নয়, নতুন ম্যাচ জয়ী খেলোয়াড় খুঁজে বের করতে হবে। আমরা বিশ্বাস করি এটা আমরা পারব, তাই আমরা পরীক্ষা করেছি।’
পাকিস্তান ম্যাচ হারার পরে পাওয়ার আবার স্পষ্ট করেছেন যে এটি তার জন্য কোনও ধাক্কা ছিল না। একইসঙ্গে নিদা দারও প্রশংসা করেন তিনি। রমেশ পাওয়ার বলেন, ‘পাকিস্তান যেভাবে ব্যাটিং করেছে, তাতে তাদের অভিনন্দন জানাতে হবে। হাফ সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান খুব ভালো ব্যাটিং করেছেন। ম্যাচে বেশির ভাগ সময়ই তিনি আমাদের চেয়ে এগিয়ে ছিলেন।’
২৪ ঘণ্টার মধ্যেই আবারও মাঠে ফিরবে ভারত। পাওয়ার বলেন, ভারত তার মূল পরিকল্পনায় ফিরে যাবে এবং বাংলাদেশকে অবমূল্যায়ন করবে না। বাংলাদেশ সম্পর্কে কথা বলতে গিয়ে পাওয়ার বলেন, ‘তারা একটি ভালো দল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং আমরা তাদের একটি শক্তিশালী দল হিসেবে দেখি। তবে আমরাও ভালো খেলে এসেছি। শ্রীলঙ্কার কাছ থেকে আত্মবিশ্বাস নিয়ে আমরা কমনওয়েলথ গেমসে ভালো খেলেছি এবং ইংল্যান্ডে ক্লিন সুইপ পেয়েছি। পরের ম্যাচে আমরা আমাদের রুটিনে ফিরে যাব। নির্দিষ্ট ধরনের ব্যাটসম্যান এবং বোলারের কথা মাথায় রেখে আমরা আমাদের পরিকল্পনা তৈরি করব।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।