শুভব্রত মুখার্জি: স্মৃতি মন্ধানা, হরমনপ্রীত কৌর, এলিস পেরিদের জন্য সুখবর। আগামী কমনওয়েলথ গেমসেও থাকছে মহিলাদের টি-২০ ক্রিকেট। ২০২৬ সালের কমনওয়েলথ গেমসের আসর বসবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশে। সেখানেও খেলা হবে মহিলাদের টি-২০ ফর্ম্যাটের ক্রিকেট। উল্লেখ্য বার্মিংহামে শেষ কমনওয়েলথ গেমসেও মহিলা ক্রিকেট ছিল। সেই আসরেও ক্রিকেট খেলা হয়েছিল টি-২০ ফর্ম্যাটে।
কমনওয়েলথ গেমসের ফাইনালে রুদ্ধশ্বাস লড়াই শেষে ভারতকে হারিয়ে সোনার পদক জিতেছিল অ্যালিসা হিলিরা। আইসিসির জেনারেল ম্যানেজার ক্রিকেট ওয়াসিম খান জানিয়েছেন আইসিসির প্রধান লক্ষ্য অলিম্পিক গেমসে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা। আর সেই লক্ষ্যেই কাজ করছে আইসিসি। আর তার অঙ্গ হিসেবেই ভিক্টোরিয়া কমনওয়েলথ গেমসেও ক্রিকেটের অন্তর্ভুক্তির জন্য লড়াই ছিল বলে তার মত। যা শেষ পর্যন্ত সফল।
ভিক্টোরিয়া কমনওয়েলথ গেমসের জন্য যে ২০ টি ক্রীড়া বিভাগকে বেছে নেওয়া হয়েছে তার মধ্যে জায়গা করে নিয়েছে ক্রিকেট। আইসিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে সেকথাই জানানো হয়েছে। ওয়াসিম খান জানিয়েছেন 'আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আসন্ন ভিক্টোরিয়া কমনওয়েলথ গেমসের অঙ্গ হিসেবে জায়গা করে নিয়েছে মহিলা ক্রিকেট। সাম্প্রতিক কালে ক্রিকেট একাধিক সাফল্য পেয়েছে। ফলে এই কমনওয়েলথ গেমসে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত ক্রিকেটের ক্ষেত্রে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। আমাদের যেসব দীর্ঘকালীন পরিকল্পনা, স্বপ্ন রয়েছে তাতে মহিলা ক্রিকেট এবং টি-২০'র উন্নতি, তার প্রসার সামঞ্জস্যপূর্ণ। আমাদের দীর্ঘদিনের পরিকল্পনা ক্রিকেটকে অলিম্পিকের অন্তর্ভুক্ত করা। মহিলা ক্রিকেটে সাম্প্রতিক সময়ে অভূতপূর্ব উন্নতি হয়েছে। খেলার মান বেড়েছে। সমর্থক বেড়েছে। ২০২০ সালে মেলবোর্নে মহিলা টি-২০'র বিশ্বকাপ ফাইনালে ৮৬, ১৭৪ দর্শকের উপস্থিতি সেই কথার প্রমাণ দেয়। ফলে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের স্কিল, খেলার মান ফের একবার ২০২৬ সালের ভিক্টোরিয়া কমনওয়েলথ গেমসে জনসমক্ষে তুলে ধরার ক্ষেত্রে।' ২০২৬ সালে কমনওয়েলথ গেমস চলবে ১৭ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত। বল্লারাট, বেনডিগো, গেলং এবং জিপসল্যান্ডে বসবে এই ভিক্টোরিয়া কমনওয়েলথ গেমসের আসর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।