বাংলা নিউজ > ময়দান > রবিবার মহিলা ডাবলসে ‘বাতিল’, বৃহস্পতিবারেই ফরাসি ওপেনের মিক্সড ডাবলসে শিরোপা জিতে মিউ কাতোর জবাব

রবিবার মহিলা ডাবলসে ‘বাতিল’, বৃহস্পতিবারেই ফরাসি ওপেনের মিক্সড ডাবলসে শিরোপা জিতে মিউ কাতোর জবাব

ফরাসি ওপেনের মিক্সড ডাবলসে শিরোপা জয় করার পরে পার্টনারের সঙ্গে মিউ কাতো (ছবি-এপি) (AP)

রবিবার মিউ কাতোর অনিচ্ছাকৃত ভুলের জন্য তাঁকে বিতর্কিতভাবে মহিলা ডাবলস বিভাগ থেকে বাতিল ঘোষণা করা হয়েছিল। আর বৃহস্পতিবারে সেই অধ্যায়ের যেন সুন্দর এক পরিসমাপ্তি ঘটল। ফরাসি ওপেনের লাল সুড়কির কোর্টে মিক্সড ডাবলসের খেতাব জিতে সবকিছুর উত্তর দিলেন মিউ কাতো।

শুভব্রত মুখার্জি: বাংলায় একটা জনপ্রিয় প্রবাদ রয়েছে ‘রাখে হরি মারে কে!’ অর্থাৎ ভাগ্যে যদি কিছু লেখা থাকে তাহলে তা ছিনিয়ে নেওয়ার ক্ষমতা কারুর নেই। জাপানের টেনিস খেলোয়াড় মিউ কাতোর ক্ষেত্রে কথাটি অক্ষরে অক্ষরে ফলে গেল। মাত্র কয়েক দিনের ব্যবধানে তাঁর ভাগ্যের আমূল পরিবর্তন ঘটে গেল। রবিবার তাঁর অনিচ্ছাকৃত ভুলের জন্য তাঁকে বিতর্কিতভাবে মহিলা ডাবলস বিভাগ থেকে বাতিল ঘোষণা করা হয়েছিল। আর বৃহস্পতিবারে সেই অধ্যায়ের যেন সুন্দর এক পরিসমাপ্তি ঘটল। ফরাসি ওপেনের লাল সুড়কির কোর্টে মিক্সড ডাবলসের খেতাব জিতে সবকিছুর উত্তর দিলেন মিউ কাতো।

আরও পড়ুন… সাফ কাপে পাকিস্তান ফুটবল দলের অংশগ্রহণের অনুমতি দিয়েছে ভারত সরকার: AIFF

২৮ বছর বয়সি মিউ কাতো এবং তাঁর জার্মান সঙ্গী টিম পুয়েটজ এ দিন খেতাব জিতলেন। ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল বিয়াঙ্কা আন্দ্রেস্কু এবং মিখাইল ভেনাস। বিয়াঙ্কা এবং ভেনাস জুটিকে কাতো এবং পুয়েটজ জুটি হারালো ৪-৬, ৬-৪, ১০-৬ ফলে। রোলা গাঁরোতে এ দিন তাঁকে বিতর্কিতভাবে বাতিল ঘোষণার সিদ্ধান্তের যোগ্য জবাব দিলেন তিনি। উল্লেখ্য রবিবার ২৮ বছর বয়সি মিউ কাতো এবং তাঁর ইন্দোনেশিয়ার সতীর্থ আলদিলা সুতজিয়াদির জুটিকে বাতিল ঘোষণা করা হয়েছিল। মিউ কাতোর আস্তে করে তোলা একটি লব শট গিয়ে লাগে বল গার্লের গায়ে। বলের আঘাতে ভয়ে কাঁপতে কাঁপতেই কাঁদতে দেখা যায় বল গার্লকে। এরপরে চেয়ার আম্পায়র অবশ্য মিউ কাতোকে সতর্ক করেই ছেড়ে দিয়েছিলেন।

আরও পড়ুন… WTC Final 2023: নিয়েও নিলেন না DRS! হাতের অঙ্গভঙ্গিতে সকলকে ধন্ধে ফেললেন রোহিত শর্মা

এরপরেই তাদের প্রতিপক্ষ মারিয়া বুজকোভা এবং সারা সরিবেস টর্মো প্রতিবাদ জানান। টুর্নামেন্টের সুপারভাইজারকে বিষয়টি দেখার দাবি জানান। তিনি বিষয়টি ফের দেখে মিউ কাতোদের জুটিকে বাতিলের সিদ্ধান্ত নেন। পাশাপাশি মিউ কাতোর পুরস্কারমূল্যও ফিরিয়ে দিতে হয়। এ দিন শিরোপা জয়ের পরে ফিলিপ সাতিঁয়ের কোর্টে দাঁড়িয়ে কাতো জানান, ‘শেষ কয়েকটা দিন আমার কাছে মানসিকভাবে খুব চাপের গেছে। মহিলা ডাবলস থেকে আমাকে অন্যায়ভাবে বাতিল করে দেওয়া হয়েছে। তবে আমি সমস্ত ক্রীড়াবিদদের ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে আমার পাশে থাকার বার্তা দিয়েছেন। আর সেই পজিটিভ এনার্জি আজ আমি কোর্টে ব্যবহার করেছি। আমি আশা করছি আমার আপিলের পজিটিভ ফল আমি পাব। যাতে করে আমি পুরস্কারমূল্য, আমার সম্মান এবং খোয়ানো পয়েন্ট ফিরে পাব। আশা করব ওই বল গার্ল এখন সুস্থ রয়েছেন। আমি আশা করছি আবার আমরা সারা এবং মারির বিরুদ্ধে খেলার সুযোগ পাব।’

(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন