এফআইএইচ মহিলা হকি বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারতের মেয়েরা। ক্রসওভার ম্যাচে স্পেনের কাছে ০-১ গোলে হেরে কোয়ার্টার ফাইনালে ওঠার আশা শেষ হয়ে গেল ভারতের মেয়েদের। স্পেনের হয়ে মার্তা সেগু (৫৭ মিনিট) একমাত্র গোলটি করেছেন। ভারত ১২ জুলাই নবম স্থানের ম্যাচের জন্য কানাডার মুখোমুখি হবে।
দু’দলই শুরুটা নড়বড়ে করেছিল। তাদের থিতু হতে কিছুটা সময় লেগেছে। ম্যাচের অষ্টম মিনিটে নেহার মাধ্যমে প্রথম পেনাল্টি কর্ণার পায় ভারত। স্পেনের শক্তিশালী রক্ষণ ভেদ করে অবশ্য সেই সুযোগ কাজে লাগাতে পারেনি টিম ইন্ডিয়া। পরের মিনিটে স্পেনকে পেনাল্টি কর্ণার দেওয়া হয়েছিল। কিন্তু তারাও ভারতের রক্ষণকে পরাস্ত করতে পারেনি।
দ্বিতীয় কোয়ার্টারে দুই দলই বেশ কিছু পেনাল্টি কর্ণার পেয়েছে। কিন্তু গোলকিপাররা দুরন্ত ছন্দে কোনও দলকেই খাতা খুলতে দেননি। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে সবিতা তিনটি দুর্দান্ত সেভ করেন। স্প্যানিশ গোলরক্ষক মেলানি গার্সিয়াও অসাধারণ ছন্দে গোল বাঁচান।
ম্যাচের ফল ০-০ অবস্থায়, তৃতীয় কোয়ার্টারের খেলা শুরু হয়। ম্যাচের প্রতি মুহূর্তে উত্তেজনা ছিল চরমে। ঠিক যখন মনে হচ্ছিল ম্যাচটি শুটআউটে চলে যাবে, তখন ৫৭ মিনিটে স্পেন যেন অক্সিজেন পায়। বেগোনা গার্সিয়া লং বল ধরে ক্লারা ইয়াকার্টের দিকে পাস বাড়ান। তবে ক্লারার শট বাঁচিয়ে দেন সবিতা পুনিয়া। কিন্তু সুযোগ সন্ধানীর মতো অপেক্ষা করছিলেন মার্তা সেগু। নির্ধারিত সময়ের তিন মিনিট আগে তাঁর দুরন্ত গোলে ১-০ এগিয়ে যায় স্পেন। সেখান থেকে ভারতের পক্ষে কম সময়ের মধ্যে ঘুরে দাঁড়ানোটা সম্ভব হয়নি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।