মেয়েদের বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। কোভিডে আক্রান্ত হলেন তাদের তারকা অলরাউন্ডার অ্যাশলে গার্ডনার। অজিদের ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার নিশ্চিত করে জানিয়েছে যে, তাদের তারকা অলরাউন্ডার কোভিড পজিটিভ।
এই ঘটনার জেরে ২৪ বছরের গার্ডনার বিশ্বকাপের অজিদের প্রথম তিনটি ম্যাচে খেলতে পারবেন না। অস্ট্রেলিয়ার প্রথম তিনটি ম্যাচ রয়েছে ইংল্যান্ড, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে। আইসিসি এবং নিউজিল্যান্ড সরকারের স্বাস্থ্য বিধি অনুসারে, অ্যাশলে গার্ডনারকে এখন ক্রাইস্টচার্চে ১০ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে।
ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ‘অস্ট্রেলিয়ার বাকি সমস্ত প্লেয়ার এবং সাপোর্ট স্টাফেদের করোনার পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তারা আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলার জন্য আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় হ্যামিল্টনের উদ্দেশ্যে রওনা দেবে। শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ রয়েছে।’
৪ মার্চ, শুক্রবার মাউন্ট মাউনগানুইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আয়োজক দেশ নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এই বছরের আইসিসি মহিলা বিশ্বকাপ। এক মাস ধরে যুদ্ধের পর ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে আইসিসি মহিলা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ভারত আবার প্রথম ম্যাচেই পাকিস্তানের মুখোমুখি হবে। ৬ মার্চের ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে বাড়ছে উত্তেজনা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।