শুভব্রত মুখার্জি: ডব্লুপিএলের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ৪ মার্চ মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে ইতিমধ্যেই খেলা হয়ে গিয়েছে প্রথম ম্যাচ। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স এবং গুজরাট জায়ান্টস। প্রথম ম্যাচেই ১৪৩ রানের বিরাট ব্যবধানে জয় পেয়েছে মুম্বই। ডব্লুপিএলের হাত ধরে মহিলা ক্রিকেটের উন্নতি ঘটানো যেমন উদ্দেশ্য বিসিসিআইয়ের, তেমন অন্যদিকে লক্ষ্য অবশ্যই ক্রিকেট বিনোদনের মধ্যে দিয়ে দর্শকদেরকে মাঠমুখী করা। আর এই কারণেই বাউন্ডারির দৈর্ঘ্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই!
গত মাসে শেষ হওয়া মহিলা টি-২০ বিশ্বকাপের আসরের থেকেও বাউন্ডারির দৈর্ঘ্য ছোট করা হয়েছে! দক্ষিণ আফ্রিকাতে বাউন্ডারির দৈর্ঘ্য রাখা হয়েছিল ৬৫ মিটার। ডব্লুপিএলে প্রতিটি ভেন্যুতেই বাউন্ডারির দৈর্ঘ্য ৬০ মিটার রাখার নির্দেশ দেওয়া হয়েছে বিসিসিআইয়ের তরফে। অপরদিকে আইপিএলে বাউন্ডারির দৈর্ঘ্য ৭০ মিটার রাখা হয় বিসিসিআইয়ের তরফে। উদ্দেশ্যে একটাই যতটা বেশি সম্ভব বাউন্ডারি, ওভার-বাউন্ডারি হোক। ফলে ক্রিকেটীয় বিনোদনের সাক্ষী থাকুক উপস্থিত দর্শকরা। এই ভাবনা চিন্তা থেকেই বাউন্ডারির দৈর্ঘ্য কমানো হয়েছে।
বিসিসিআইয়ের উদ্দেশ্য হাই স্কোরিং ম্যাচ হোক। বড় বড় রান তাড়া হোক। যত বেশি বাউন্ডারি, ওভার-বাউন্ডারি হবে তত বেশি বিনোদনের সাক্ষী হবেন দর্শকরা। তত বেশি মাঠমুখী হবেন তাঁরা। ফলে স্বাভাবিকভাবেই টিকিট বিক্রির মধ্যে দিয়ে আয়ও বাড়বে তাঁদের। আর বিসিসিআইয়ের সেই নির্দেশ মেনেই মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাট জায়ান্টসের ম্যাচে মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামের বাউন্ডারির দৈর্ঘ্য মহিলা টি-২০ বিশ্বকাপের থেকেও পাঁচ মিটার কমানো হয়। ম্যাচে মোট আটটি ছক্কা হাঁকাতে পেরেছেন ব্যাটাররা। যার মধ্যে মুম্বইয়ের ওপেনার হেইলি ম্যাথুজ একাই মেরেছেন চারটি ছয়। তিনি ৪৭ রান করেন। অধিনায়ক হরমনপ্রীত কউর ৬৫ রান করলেও একটি ছয়ও মারেননি। তিনি ১৪টি চার হাঁকিয়েছেন।