দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপটা যেন দুঃস্বপ্নের মতো কাটছে বাংলাদেশের মেয়েদের। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের কাছেও বাজে ভাবে হারল টাইগ্রেসরা। কেপটাউনে গ্রুপ ওয়ানের ম্যাচে কিউয়িদের কাছে ৭১ রানের বড় ব্যবধানে হারল বাংলাদেশের মেয়েরা। এটি টানা তৃতীয় হার বাংলাদেশের। ব্যাটে-বলে সবেতেই এ দিন ব্যর্থ হয় বাংলাদেশ।
নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অজিরা ৮ উইকেটে হারিয়েছিল তাদের। যে কারণে বাংলাদেশের মেয়েদের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ছিল মরণ-বাঁচন। আর সেই ম্যাচে হেরে বিশ্বকাপের আশা শেষ হয়ে গেল বাংলাদেশের মেয়েদের। এর পরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচটি তাঁদের জন্য নেহাৎ-ই নিয়ম রক্ষার হয়ে দাঁড়াল।
শুক্রবার টস জিতে ব্যাট করতে নেমে ৩ উইকেটেই ১৮৯ রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড। সুজি বেটস ৬১ বলে অপরাজিত ৮১ রানের দুরন্ত ইনিংস খেলেন। বার্নাডাইন বেজুইডেনহাউট করেন ২৬ বলে ৪৪ রান। এই ওপেনিং জুটি প্রথম উইকেটে ৮.৪ ওভারে ৭৭ রান তুলে ফেলে। পাঁচে ব্যাট করতে নেমে ম্যাডি গ্রিন ২০ বলে ঝড়ো ৪৪ রান করে অপরাজিত থাকেন। এই তিন ব্যাটারের হাত ধরেই কিউয়িরা এ দিন পৌঁছে যায় ১৮৯ রানে।
বাংলাদেশের ফাহিমা খাতুন ৩৬ রান দিয়ে নেন ২ উইকেট। ১ উইকেট নিয়েছেন স্বর্ণা আক্তের।
জবাবে ব্য়াট করতে নেমে বাংলাদেশের মুর্শিদা খাতুন আর স্বর্ণা ছাড়া সে ভাবে কেউ লড়াই-ই করতে পারেননি। ১৯০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নড়বড় করছিল বাংলাদেশ। যদিও একেবারে শুরুতে একটি চার এবং একটি ছক্কার হাত ধরে ওপেনার শামিমা সুলতানা আশা দেখালেও, তৃতীয় ওভার থেকেই বেলাইন হয়ে যায় বাংলাদেশ। শামিমা ১১ বলে ১৪ রান করে আউট হন। তার পর থেকেই যেন খেই হারিয়ে ফেলে বাংলাদেশ।
মুর্শিদা খাতুনের ৩০ এবং স্বর্ণা আক্তেরের ৩১ রানের হাত ধরে তাও তারা ১০০ রানের গণ্ডি টপকায়। বাকিদের অবস্থা তথৈবচ। বাকিরা কেই দুই অঙ্কের ঘরেই পৌঁছায়নি। নিউজিল্যান্ডের হান্না রো (২ উইকেট) এবং এডেন কার্সনদের (৩ উইকেট) দাপটে শেষ পর্যন্ত টাইগ্রেসদের ইনিংস থামে ১১৮ রানে।
আগের দুই ম্যাচে হারলেও এ দিন ৭১ রানের বড় জয় পাওয়ার ফলে বিশ্বকাপের লড়াইয়ে টিকে থাকল কিউয়িরা। বিদায় নিশ্চিত হল বাংলাদেশের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।