অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালের পথ আরও সাফ হল ভারতের। সুপার সিক্সে নিজেদের ২টি ম্যাচের শেষে ভারত ৬ পয়েন্ট নিয়ে ১ নম্বর গ্রুপের শীর্ষস্থান দখল করে। শ্রীলঙ্কাকে হারানোর পরেই ভারতের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়। তবে নিশ্চিতভাবে বলা সম্ভব নয় শেফালিরা শেষ চারে জায়গা করে নিতে পারবেন কিনা।
আসলে ১ নম্বর গ্রুপে চারটি দল সর্বোচ্চ ৬ পয়েন্টে পৌঁছতে পারে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের সঙ্গে নেট রান-রেটের লড়াই চলতে পারে ভারতের। নেট রান-রেটের নিরিখেই এই গ্রুপ থেকে সেমিফাইনালিস্ট নির্ধারিত হওয়ার প্রবল সম্ভাবনা।
প্রত্যাশা মতোই সোমবার অস্ট্রেলিয়া সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচে আমিরশাহিকে হারিয়ে দেয় এবং ৬ পয়েন্টে পৌঁছে যায়। অস্ট্রেলিয়া জিতলেও ভারতের দুশ্চিন্তা তুলনায় কমে। কেননা আমিরশাহি নিতান্ত আত্মসমর্পণ না করায় অস্ট্রেলিয়ার পক্ষে নেট রান-রেট বাড়িয়ে নেওয়া সম্ভব হয়নি। তাই অজিরা পয়েন্টের নিরিখে ভারতকে ছুঁয়ে ফেললেও নেট রান-রেটে পিছিয়ে থাকায় লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থেকে যায়। অর্থাৎ, আর যাই হোক, অস্ট্রেলিয়ার পক্ষে ভারতকে লড়াই থেকে ছিটকে দেওয়া সম্ভব নয়।
মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা সুপার সিক্সে তাদের শেষ ম্যাচ খেলতে নামবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকা যদি শ্রীলঙ্কার কাছে হেরে যায় অথবা জিতলেও নেট রান-রেটে ভারতকে টপকাতে না পারে, তবে শেফালিদের সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যাবে। সেক্ষেত্রে বুধবারের বাংলদেশ বনাম আমিরশাহি ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে না ভারতকে। তখন দুশ্চিন্তায় পড়বে অস্ট্রেলিয়া।
আরও পড়ুন:- U19 Women's WC: সেমিফাইনালের দৌড়ে রান-রেটই ভরসা শেফালিদের, দেখুন কোন অঙ্কে এগিয়ে ভারত
দক্ষিণ আফ্রিকা যদি অবিশ্বাস্য ব্যবধানে ম্যাচ জিতে নেট রান-রেটে ভারতকে টপকেও যায়, তাও ভারতের শেষ চারে যাওয়ার রাস্তা খোলা থাকবে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে। বাংলাদেশ তাদের শেষ ম্যাচ জিততে না পারলে অথবা রান-রেটে ভারতকে টপকাতে না পারলে সেমিফাইনালে যাওয়া আটকাবে না শেফালিদের।
পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে, তাতে এক ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের পক্ষে ভারতের নেট রান-রেট টপকানো নিতান্ত কঠিন। তাই শেফালিদের শেষ চারে যাওয়া কার্যত নিশ্চিত দেখাচ্ছে।
আস্ট্রেলিয়া বনাম আমিরশাহি ম্যাচের ফলাফল:-
সোমবার আমিরশাহিকে ২৯ বল বাকি থাকতে ৬ উইকেটে পরাজিত করে অস্ট্রেলিয়া। শুরুতে ব্যাট করে আমিরশাহি ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১০৭ রান তোলে। ৫৮ রান করেন তীর্থা সতীশ। পালটা ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ১৫.১ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১০৯ রান তুলে ম্যাচ জিতে যায়। ৫১ রান করেন কেট পেল্লে।
সুপার সিক্সের ১ নম্বর গ্রুপের পয়েন্ট টেবিল:-
১. ভারত: ম্যাচ-৪, জয়-৩, হার-১, পয়েন্ট-৬ (নেট রান-রেট +২.৮৪৪)
২. অস্ট্রেলিয়া: ম্যাচ-৪, জয়-৩, হার-১, পয়েন্ট-৬ (নেট রান-রেট +২.২১০)
৩. দক্ষিণ আফ্রিকা: ম্যাচ-৩, জয়-২, হার-১, পয়েন্ট-৪ (নেট রান-রেট +০.৪৯০)
৪. বাংলাদেশ: ম্যাচ-৩, জয়-২, হার-১, পয়েন্ট-৪ (নেট রান-রেট +০.২৬৮)
৫. আমিরশাহি: ম্যাচ-৩, জয়-০, হার-৩, পয়েন্ট-০ (নেট রান-রেট -৩.৪৫৯)
৬. শ্রীলঙ্কা: ম্যাচ-৩, জয়-০, হার-৩, পয়েন্ট-০ (নেট রান-রেট -৩.৬৯৬)
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।