ICC Women's U19 World Cup Final: গতবছর যুব বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্য়াম্পিয়ন হয় যশ ধুলের নেতৃত্বাধীন ভারতীয় দল। এবার মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপে ফের ভারতের বিরুদ্ধে মাঠে নামছে ইংল্যান্ড। দেখে নেওয়া যাক, ফাইনালে ভারতের পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারেন কোন পাঁচজন ব্রিটিশ তারকা।
1/5বিশ্বকাপ ফাইনালে ভারতের ভয়ের কারণ হতে পারেন ইংল্যান্ডের ক্যাপ্টেন গ্রেস ক্রিভেন্স। ব্যাটে-বলে দুর্দান্ত ফর্মে রয়েছেন গ্রেস। তিনি ইংল্যান্ডের হয়ে সব থেকে বেশি রান করার পাশাপাশি দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহ করেছেন। ৬ ম্যাচে ২৮৯ রান করার পাশাপাশি ৮টি উইকেট নিয়েছেন গ্রেস। সার্বিকভাবে বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ রান ও যুগ্মভাবে চতুর্থ সর্বোচ্চ উইকেট রয়েছে ব্রিটিশ ক্যাপ্টেনের ঝুলিতে। ছবি- আইসিসি/গেটি।
2/5লিবার্টি হিপ ফাইনালের আগে পর্যন্ত ৬ ম্যাচে ২৪.৮৩ গড়ে ১৪৯ রান সংগ্রহ করেছেন। স্ট্রাইক-রেট ১৪৬.০৭। হাফ-সেঞ্চুরি করেছেন ১টি। মেরেছেন ২৬টি চার। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৬৪ রানের। ছবি- আইসিসি/গেটি।
3/5হ্যানা বেকার ৫ ম্যাচে ইংল্যান্ডের হয়ে সব থেকে বেশি ৯টি উইকেট নিয়েছেন। ওভার প্রতি মাত্র ৩.৩৬ রান খরচ করেছেন তিনি। যুগ্মভাবে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ উইকেট রয়েছে হ্যানার ঝুলিতে। ছবি- আইসিসি/গেটি।
4/5সোফিয়া স্মেল ৫ ম্যাচে ৭.৬২ গড়ে ৮টি উইকেট সংগ্রহ করেছেন। তিনি ওভার প্রতি ৩.৮১ রান খরচ করেছেন। এছাড়া এলি অ্যান্ডারসন ৪ ম্যাচে মাঠে নেমে ৮টি উইকেট নিয়েছেন। তিনি ওভার প্রতি ৩.১৮ রান খরচ করেছেন। ছবি- গেটি।
5/5নিয়াম হল্যান্ড ৫ ম্যাচে ৩২.০০ গড়ে ১২৮ রান সংগ্রহ করেছেন। স্ট্রাইক-রেট ১৩৯.১৩। তিনি ১৭টি চার ও ১টি ছক্কা মেরেছেন। হাফ-সেঞ্চুরি করেছেন ১টি। তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৫৯ রানের। ছবি- ইসিবি।