বক্তা যখন সচিন তেন্ডুলকর, তখন মুগ্ধ শ্রোতা হওয়া ছাড়া উপায় নেই উঠতি ক্রিকেটারদের। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তেন্ডুলকর যখন ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন জানাচ্ছিলেন, তখন মন্ত্রমুগ্ধ হয়ে মাস্টার ব্লাস্টারের প্রতিটি কথা শুনছিলেন শেফালি বর্মারা।
হতে পারে শেফালি-রিচা আন্তর্জাতিক ক্রিকেটে ইতিমধ্যেই নিজেদের প্রতিষ্ঠিত করেছেন, তবে বাকিরা সিনিয়র ক্রিকেটে নিজেদের তুলে ধরার রসদ সংগ্রহ করে নিলেন সচিনের উদ্দীপক বার্তা থেকেই।
বুধবার মোতেরায় ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচ শুরুর আগে বিশ্বকাপজয়ী শেফালিদের সংবর্ধনা দেয় বিসিসিআই। মহিলা ক্রিকেটারদের কুর্নিশ জানান স্বয়ং তেন্ডুলকর। ক্যাপ্টেন শেফালির হাতে ঘোষিত পুরস্কার মূল্য ৫ কোটি টাকার চেক তুলে দেওয়া হয় বিসিসিআইয়ের তরফে।
নিজের অভিনন্দন বার্তায় সচিন বলেন, ‘বিশ্বকাপ জয়ের জন্য শুরুতেই আমি আমাদের অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানাচ্ছি। অসাধারণ কৃতিত্ব। আমি নিশ্চিতভাবেই বলতে পারি যে, গোটা দেশ এবং ভারতীয় ক্রিকেটের শুভাকাঙ্খীকারা বছরের পর বছর এই জয় উদযাপন করবে এবং এই স্মৃতি লালন করবে।’
পরক্ষণেই তেন্ডুলকর বলেন, ‘আমার স্বপ্ন দেখা শুরু হয়েছিল ১৯৮৩ সালে, যখন আমার বয়স ছিল ১০ বছর। তোমরা এই বিশ্বকাপ জিতে ভারত এবং ভারতের বাইরের অসংখ্য মেয়েদের স্বপ্ন দেখিয়েছ, যারা ভবিষ্যতে তোমাদের মতো হবে চাইবে। তোমাদের অনেক অভিনন্দন। তোমরা এখন রোল মডেল, তাই দায়বদ্ধতাও বাড়বে। আমি নিশ্চিত, তোমরা সময়ের সঙ্গে সঙ্গে আরও পরিণত হয়ে উঠবে এবং দেশের জন্য আরও গৌরব এনে দেবে।’
মাস্টার ব্লাস্টার এই বিশ্বকাপ জয়ের জন্য প্রাক্তন মহিলা ক্রিকেটারদের অবদানকেও স্বীকৃতি দেন। তিনি বলেন, ‘শান্তা রঙ্গস্বামী, ডায়না এডুলজি, অঞ্জুম চোপড়া, মিতালি, ঝুলনরা তোমাদের অনুপ্রাণিত করে ভারতের মহিলা ক্রিকেটের যে ভিতটা তৈরি করেন, এটা তারই ফসল। ওঁদের অবদান অস্বীকার করা যাবে না।’
আরও পড়ুন:- IND vs NZ 3rd T20I: ব্যাটে-বলে কিউয়িদের দুরমুশ করে টি-২০ সিরিজের দখল নিল ভারত
শেষে বিসিসিআই মহিলা ক্রিকেটের উন্নতিতে যেভাবে সচেষ্ট, তার জন্য বোর্ড কর্তাদেরও ধন্যবাদ জানান তেন্ডুলকর। উইমেন্স প্রিমিয়র লিগের উদ্বোধনী মরশুমের আগে টুর্নামেন্টের সাফল্য কামনা করেন সচিন। সেই সঙ্গে তিনি ছেলে ও মেয়েদের সমান সুযোগ সুবিধায় বিশ্বাস করার কথাও জানান।
সচিন বলেন, ‘আমি ছেলে ও মেয়েদের সাম্যে বিশ্বাসী। এটা (উইমেন্স প্রিমিয়র লিগ) সেই সাম্যবিধানের যথাযথ মঞ্চ। শুধুমাত্র খেলাতেই নয়, সব ক্ষত্রেই মেয়েদের সমান সুযোগ সুবিধা পাওয়াটা জরুরি।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।