ICC Women's U19 World Cup Final: অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে দেখে নেওয়া যাক ব্যক্তিগত পারফর্ম্যান্স দিয়ে ভারতকে নির্ভরতা দিতে পারেন কারা।
1/5শুধু ভারতের হয়েই নয়, ফাইনালের আগে পর্যন্ত চলতি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপে সব দলের সব ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশি রান সংগ্রহ করেছেন শ্বেতা শেরাওয়াত। স্বাভাবিকভাবেই ফাইনালে শ্বেতাই ভারতের অন্যতম ভরসা হতে চলেছেন। তিনি ৬ ম্যাচে ১৪৬.০০ গড়ে ২৯২ রান করেছেন। স্ট্রাইক-রেট ১৪১.০৬। হাফ-সেঞ্চুরি করেছেন ৩টি। শ্বেতা মোট ৪৯টি চার ও ২টি ছক্কা মেরেছেন। সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর অপরাজিত ৯২ রানের। ছবি- আইসিসি/গেটি।
2/5বিশ্বকাপের ফাইনালে ভারতের বড় ভরসার নাম শেফালি। সেই সঙ্গে প্রতিপক্ষ শিবিরের দুশ্চিন্তার প্রধান কারণও তিনি। ফাইনালের আগে পর্যন্ত শেফালি ৬ ম্যাচে ২৬.১৬ গড়ে ১৫৭ রান সংগ্রহ করেছেন। স্ট্রাইক-রেট ২০১.২৮। তিনি ১টি হাফ-সেঞ্চুরি করেছেন এবং ২৫টি চার ও ৬টি ছক্কা মেরেছেন। তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৭৮ রানের। এছাড়া বল হাতে ৩টি উইকেটও নিয়েছেন শেফালি। ছবি- পিটিআই।
3/5ফাইনালের আগে পর্যন্ত ৫টি ম্যাচে মাঠে নেমে ভারতের হয়ে সব থেকে বেশি ৯টি উইকেট নিয়েছেন পার্শবী চোপড়া। টুর্নামেন্টের যুগ্ম তৃতীয় সর্বোচ্চ উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। অত্যন্ত কৃপণ বোলিং করেছেন তিনি। ওভার প্রতি রান খরচ করেছেন ৩.৭৬। তাঁর সেরা বোলি পারফর্ম্যান্স ৫ রানে ৪ উইকেট। ছবি- আইসিসি/গেটি।
4/5সেমিফাইনাল পর্যন্ত ৫টি ম্যাচে মাঠে নেমে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৮টি উইকেট নিয়েছেন মন্নত কাশ্যপ। ওভার প্রতি ৪.৭০ রান খরচ করেছেন তিনি। যুগ্মভাবে টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ উইকেট রয়েছে মন্নতের ঝুলিতে। তাঁর সেরা বোলিং পারফর্ম্যান্স ১২ রানে ৪ উইকেট। ছবি- আইসিসি/গেটি।
5/5ফাইনালের আগে পর্যন্ত অর্চনা দেবী ৬ ম্যাচে মাঠে নেমে ৬টি উইকেট পকেটে পুরেছেন। তিনি ওভার প্রতি ৪.৬৩ রান খরচ করেছেন। অর্চনার সেরা বোলিং পারফর্ম্যান্স ১৪ রানে ৩ উইকেট। এছাড়া বিশ্বকাপের ফাইনালে ভারতকে ভরসা দেবেন রিচা ঘোষ। বাংলার উইকেটকিপার-ব্যাটার এখনও পর্যন্ত ৪টি ইনিংসে ব্যাট করতে নেমে ২৩.২৫ গড়ে ৯৩ রান সংগ্রহ করেছেন। স্ট্রাইক-রেট ১২৭.৩৯। ছবি- টুইটার।