ICC Women's U19 World Cup: সুপার সিক্সের ১ নম্বর গ্রুপের শীর্ষে থেকে চলতি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। দেখে নেওয়া যাক, ভারতকে শেষ চারের টিকিট এনে দিতে কোন পাঁচজন ক্রিকেটার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন।
1/5সেমিফাইনালের আগে পর্যন্ত চলতি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের হয়ে সব থেকে বেশি রান সংগ্রহ করেছেন শ্বেতা শেরাওয়াত। তিনি ৫ ম্যাচে ১১৫.৫০ গড়ে ২৩১ রান করেছেন। স্ট্রাইক-রেট ১৪২.৫৯। হাফ-সেঞ্চুরি করেছেন ২টি। শ্বেতা মোট ৩৯টি চার ও ২টি ছক্কা মেরেছেন। সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর অপরাজিত ৯২ রানের। উল্লেখ্য, টুর্নামেন্টে সব থেকে বেশি রান সংগ্রহ করা ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন শ্বেতা। ছবি- আইসিসি/গেটি।
2/5টুর্নামেন্টের ৫ ম্যাচে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন ক্যাপ্টেন শেফালি বর্মা। ২৯.৪০ গড়ে তাঁর সংগ্রহে রয়েছে ১৪৭ রান। স্ট্রাইক-রেট ২১৩.০৪। শেফালি ১টি হাফ-সেঞ্চুরি করেছেন এবং ২৪টি চার ও টুর্নামেন্টের যুগ্ম সর্বোচ্চ ৬টি ছক্কা মেরেছেন। তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ৭৮ রানের। এছাড়া বল হাতে ২টি উইকেটও নিয়েছেন শেফালি। ছবি- বিসিসিআই টুইটার।
3/5৪টি ম্যাচে মাঠে নেমে ভারতের হয়ে সব থেকে বেশি ৭টি উইকেট নিয়েছেন মন্নত কাশ্যপ। ওভার প্রতি ৪.৫৩ রান খরচ করেছেন তিনি। যুগ্মভাবে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ উইকেট রয়েছে মন্নতের ঝুলিতে। সেরা বোলিং পারফর্ম্যান্স ১২ রানে ৪ উইকেট। ছবি- আইসিসি/গেটি।
4/5৪টি ম্যাচে মাঠে নেমে ৬টি উইকেট নিয়েছেন পার্শবী চোপড়া। অত্যন্ত কৃপণ বোলিং করেছেন তিনি। ওভার প্রতি রান খরচ করেছেন ৩.৩৮। তাঁর সেরা বোলি পারফর্ম্যান্স ৫ রানে ৪ উইকেট। ছবি- আইসিসি/গেটি।
5/5অর্চনা দেবী ৫ ম্যাচে মাঠে নেমে ৫টি উইকেট পকেটে পুরেছেন। তিনি ওভার প্রতি ৪.২৫ রান খরচ করেছেন। অর্চনার সেরা বোলিং পারফর্ম্যান্স ১৪ রানে ৩ উইকেট। ছবি- টুইটার।