বাংলা নিউজ > ময়দান > Women's WC: ছি ছি লজ্জা! একেবারে উড়ে গেল ভারতের ব্যাটাররা, নজির ব্রিটিশ বোলারের

Women's WC: ছি ছি লজ্জা! একেবারে উড়ে গেল ভারতের ব্যাটাররা, নজির ব্রিটিশ বোলারের

ইংল্যান্ড বোলারদের সামনে বিপর্যস্ত ভারত।

ভারতের বুকে বুলডোজার চালিয়ে নয়া নজির গড়ে ফেললেন ব্রিটিশ স্পিনার চার্লি ডেন। চার্লি এ দিন ৮.২ ওভার বল করে ২৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। এখনও পর্যন্ত বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড স্পিনারদের মধ্যে চার্লির এই বোলিং ফিগারই সেরা।

ভারতীয় মহিলাদের পারফরম্যান্সের একেবারে কোনও ব্যালেন্স নেই। বিশ্বকাপে তো সে রকমটাই দেখা যাচ্ছে। কখনও ৩০০-র উপর রান করছে। কখনও ১৫০ পার করার আগেই তাসের ঘরের মতো ভেঙে পড়ছে ভারতের ব্যাটিং লাইন আপ। আগের ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩১৭ রান করেছিল মিতালি রাজের টিম। দাপটের সঙ্গে জয় ছিনিয়ে নিয়েছিল। আর বুধবার সেই ভারতীয় টিমই ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১৩৪রানে অল আউট হয়ে গেল। মাত্র ৩৬.২ ওভার খেলল ভারত।

কথায় আছে কারও সর্বনাশ তো কারও পৌষমাস। ভারতের বুকে বুলডোজার চালিয়ে নয়া নজির গড়ে ফেললেন ব্রিটিশ স্পিনার চার্লি ডেন। চার্লি এ দিন ৮.২ ওভার বল করে ২৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। এখনও পর্যন্ত বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড স্পিনারদের মধ্যে চার্লির এই বোলিং ফিগারই সেরা। এর আগে কোনও ব্রিটিশ স্পিনার বিশ্বকাপের মঞ্চে ভারতের বিরুদ্ধে এতটা ভালো পারফরম্যান্স করতে পারেননি।

টসে জিতে ভারতকে এ দিন ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে ভারতের মেয়েরা। ১৮, ২৫, ২৮, ৬১ রানে পরপর ২ উইকেট- যেন একটি ঝড় পুরো ভারতকেই উড়িয়ে নিয়ে যায়। এর মাঝেই স্মৃতি মান্ধানার ৩৫ এবং রিচা ঘোষের ৩৩ ভারতকে ১০০ রানের গণ্ডি টপকাতে তাও সাহায্য করেছে। এ ছাড়া ঝুলন গোস্বামী ২০, হরমনপ্রীত কাউরের ১৪- তাও দুই অঙ্কের ঘরে পৌঁছেছে। বাকিরা তো দুই অঙ্কের ঘরেও পৌঁছতে পারেননি।

ডেনের ৪ উইকেট ছাড়াও অন্য শ্রুবসোলে নিয়েছেন ২ উইকেট। সোফি একলিস্টোন এবং কেট ক্রস নিয়েছেন ১টি করে উইকেট। দীপ্তি শর্মা এবং রিচা ঘোষ রান আউট হয়েছেন।

ভারতীয় ব্যাটরদের ভুলভাল হঠকারি শট নেওয়ার প্রবণতা, জঘন্য রানিং বিটুইন দ্য উইকেট, যার জেরে রান আউট হয়ে উইকেট ছুড়ে দেওয়া, ঠাণ্ডা মাথায় ক্রিজে টিকে থেকে লড়াই করার লোকের অভাব- সব মিলিয়ে ভারতীয় মহিলাদের ব্যাটিং বিপর্যয়ের পর চলছে তীব্র সমালোচনা। ভারতের এমন পারফরম্যান্সের পরই প্রশ্ন উঠেছে, এ রকম ধারাবাহিকতার অভাব থাকলে বিশ্বকাপের মতো বড় মঞ্চে মিতালিদের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখাটাও যে বাতুলতা!

বন্ধ করুন