বাংলা নিউজ > ময়দান > Women's WC: উইন্ডিজের বিরুদ্ধে আরও ১টি সেঞ্চুরি, বিশ্বকাপের মঞ্চে হরমনের নজির

Women's WC: উইন্ডিজের বিরুদ্ধে আরও ১টি সেঞ্চুরি, বিশ্বকাপের মঞ্চে হরমনের নজির

হরমনপ্রীত কাউর।

এই নিয়ে বিশ্বকাপের মঞ্চে তিনটি শতরান করে ফেললেন হরমন। যা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। এর আগে ভারতের কোনও ক্রিকেটার বিশ্বকাপের মঞ্চে তিনটি বা তার বেশি শতরান করতে পারেননি।

নিউজিল্যান্ডের কাছে হারের পর, ভারতীয় ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে তীব্র সমালোচনা হয়েছিল। তবে শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে ওঠেন স্ম়ৃতি মান্ধানা এবং হরমনপ্রীত কাউর। সব সমালোচনার জবাব দিতে ভারতের দুই তারকাই সেঞ্চুরি করেন। তবে হরমনপ্রীত সেঞ্চুরির পাশাপাশি গড়ে ফেলেছেন নতুন নজিরও। এই নিয়ে ওডিআই বিশ্বকাপের মঞ্চে তিনটি শতরান করে ফেললেন হরমন। যা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। এর আগে ভারতের কোনও ক্রিকেটার বিশ্বকাপের মঞ্চে তিনটি বা তার বেশি শতরান করতে পারেননি।

শনিবার স্মৃতি মান বিশ্বকাপের মঞ্চে তাঁর দ্বিতীয় শতরান করেন। এতেও তিনি হরমনের চেয়ে ১টি সেঞ্চুরি কম করেছেন। বিশ্বকাপে মিতালি রাজেরও ২টি শতরান রয়েছে। একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে হরমনপ্রীত কাউরেরই তিনটি সেঞ্চুরি রয়েছে।

শনিবার প্রথমে ব্যাট করে ভারত নির্দিষ্ট ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে করে ৩১৭ রান। ওপেন করতে নেমে স্মৃতি মান্ধানা ১১৯ বলে ১২৩ রান করেন। হরমনপ্রীত কাউর করেন ১০৭ বলে ১০৯ রান। এ ছাড়া যস্তিকা ভাটিয়া করেন ২১ বলে ৩১ রান। এর বাইরে সে ভাবে কেউ রান পাননি। চতুর্থ সর্বোচ্চ রান দীপ্তি শর্মার। ২১ বলে ১৫ করেছেন তিনি। উইন্ডিজের আনিসা মহম্মদ ২ উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট নিয়েছেন শামিলা কনেল, হেইলি ম্যাথিউস, শাকেরা সেলমন, দিয়ান্দ্রা দোতিন, আলিহ অ্যালিনে।

বন্ধ করুন