বাংলা নিউজ > ময়দান > Women's WC: ওপেনিং জুটিতে ১৬০ রানের পার্টনারশিপ হিলি-হেইন্সের, হল একাধিক নজির

Women's WC: ওপেনিং জুটিতে ১৬০ রানের পার্টনারশিপ হিলি-হেইন্সের, হল একাধিক নজির

বিশ্বকাপের ফাইনালে টসে জিতে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠায়। আর ব্যাট করতে নেমে অজি  র‌্যাচেল হেইন্স এবং অ্যালিসা হিলি ওপেনিং জুটি ভিত মজবুত করে দেয়। ১৬০ রানের পার্টনারশিপ গড়ে তারা। সেই সঙ্গে বিশ্বকাপের মঞ্চে করে এই জুটি করে ফেলে একাধিক নজির।

অন্য গ্যালারিগুলি