বিশ্বকাপের ফাইনালে টসে জিতে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠায়। আর ব্যাট করতে নেমে অজি র্যাচেল হেইন্স এবং অ্যালিসা হিলি ওপেনিং জুটি ভিত মজবুত করে দেয়। ১৬০ রানের পার্টনারশিপ গড়ে তারা। সেই সঙ্গে বিশ্বকাপের মঞ্চে করে এই জুটি করে ফেলে একাধিক নজির।
1/5বিশ্বকাপ তো বটেই, কোনও একটি ওডিআই সিরিজে এই প্রথম কোনও জুটি ৩বার শতরানের পার্টনারশিপ গড়ল। হেইন্স এবং হিলি জুটি এ বার বিশ্বকাপের ফাইনালে ১৬০ রান করা ছাড়াও ভারতের বিরুদ্ধে ১২১ রান করেছিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২১৬ রানের পার্টনারশিপ গড়েছিল। এই নজির আর কোনও জুটির নেই।
2/5হিলি-হেইন্সের ১৬০ রানের পার্টনারশিপ মহিলা বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ। এর আগে ২০০৫ বিশ্বকাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ারই কারেন রোলটন এবং লিসা স্টালেকর ১৩৯ রানের পার্টনারশিপ গড়েছিল। যে রেকর্ড ভেঙে দিলেন হিলি-হেইন্স।
3/5কোনও ওডিআই সিরিজে সর্বোচ্চ পার্টনারশিপ রান করার নজির গড়লেন হিলি এবং হেইন্স। বিশ্বকাপের মঞ্চেও একই নজির গড়লেন ২ অজি তারকা। এই জুটি এ বারের বিশ্বকাপে মোট ৬৭১ রান করলেন। এর আগে ২০১৭ সালে ভারতের দীপ্তি শর্মা এবং পুনম রাউত জুটি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে মোট ৫২৬ রান করেছিল।
4/5অ্যালিসা হিলি হলেন প্রথম মহিলা ক্রিকেটার, যিনি এক বিশ্বকাপে মোট ৫০০-র বেশি রান করেছেন। এক বিশ্বকাপে সর্বোচ্চ রানের তালিকার হিলির পর রয়েছেন হেইনস। তিনি করেছেন মোট ৪৯৭ রান।
5/5অস্ট্রেলিয়া এই ওপেনিং পার্টনারশিপের উপর ভর করে রানের পাহাড় গড়ে। ৩২৬ রান করে তারা। তার মধ্যে হিলি একা করেছেন ১৭০ রান। হেইনস ৬৮ করে আউট হন।