বাংলা নিউজ > ময়দান > Women's WC: ODI-এ ভারতের ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানরেট, তিনে স্মৃতি-যস্তিকা

Women's WC: ODI-এ ভারতের ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানরেট, তিনে স্মৃতি-যস্তিকা

স্মৃতি-যস্তিকার নজির।

শনিবার উইন্ডিজের বিরুদ্ধে স্মৃতি-যস্তিকার ওপেনিং পার্টনারশিপের রানরেট ছিল ৭.৫৩। এটাই ভারতীয়দের মধ্যে তৃতীয় সর্বোচ্চ।

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে হারটা ভারতের জন্য বড় ধাক্কা ছিল। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া মিতালি রাজের টিম ইন্ডিয়া। আর সেই লক্ষ্যেই খেলতে নেমে ভারতের দুই ওপেনার গড়ে ফেলেছেন অন্য নজির। ভারতীয়দের মধ্যে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানরেটের তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে স্মৃতি মান্ধানা এবং যস্তিকা ভাটিয়া। অন্তত ২০ বল খেলার পরেই, এই পার্টনারশিপের পরিসংখ্য়ানে 

শনিবার উইন্ডিজের বিরুদ্ধে স্মৃতি-যস্তিকার ওপেনিং পার্টনারশিপের রানরেট ছিল ৭.৫৩। এটাই ভারতীয়দের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানরেট স্মৃতি মান্ধানা এবং শেফালি বর্মার। ২০২১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ওপেনিং জুটির রানরেট ছিল ৮.৮৫। আর এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সাবভিনানি মেঘানা এবং শেফালি বর্মা। ২০২২ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওপেনিং পার্টনারশিপে এই জুটির রানরেট ছিল ৭.৬৯।

টসে জিতে ব্যাট করতে নেমে ২১ বলে ৩১ করে আউট হয়ে যান যস্তিকা। ওপেনিং পার্টনারশিপে ৪৯ রান করেন স্মৃতি-যস্তিকা। রানরেট ৭.৫৩। স্মৃতি অবশ্য সেঞ্চুরি হাঁকান। ১১৯ বলে ১২৩ রান করেন তিনি। সেঞ্চুরি করেছেন হরমনপ্রীত কাউরও। ১০৭ বলে ১০৯ রান করেন তিনি। নির্দিষ্ট ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ভারত করে ৩১৭ রান।

বন্ধ করুন