বাংলা নিউজ > ময়দান > Women's WC: প্রথম বার বিশ্বকাপে ভারতের তিনশো পার, এ বারের সর্বোচ্চ সব দলের মধ্যে

Women's WC: প্রথম বার বিশ্বকাপে ভারতের তিনশো পার, এ বারের সর্বোচ্চ সব দলের মধ্যে

স্মৃতি মান্ধানা এবং হরমনপ্রীত কাউর।

এই প্রথম বার বিশ্বকাপের মঞ্চে ৩০০-এর বেশি রান করল ভারতের মেয়েরা। আগে কখনও বিশ্বকাপের মঞ্চে ৩০০-র গণ্ডি টপকায়নি ভারত। স্বাভাবিক ভাবেই বিশ্বকাপের মঞ্চে এটাই ভারতের দলগত সর্বোচ্চ রান।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৬০ রান তাড়া করতে নেমে ১৯৮ রানেই গুটিয়ে গিয়েছিল ভারতের ইনিংস। প্রথম ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫০ রান করেছিল ভারত। মিতালি রাজের টিমের ব্যাটিং ব্যর্থতা নিয়ে সরব হয়েছিল ক্রিকেট মহল। তবে সব সমালোচনার জবাব দিয়ে শনিবার উইন্ডিজের বিরুদ্ধে ৩১৭ রানের বড় স্কোর করে ভারত। সেই সঙ্গে গড়ে ফেলে নয়া রেকর্ডও।

এই প্রথম বার বিশ্বকাপের মঞ্চে ৩০০-এর বেশি রান করল ভারতের মেয়েরা। আগে কখনও বিশ্বকাপের মঞ্চে ৩০০-র গণ্ডি টপকায়নি ভারত। স্বাভাবিক ভাবেই বিশ্বকাপের মঞ্চে এটাই ভারতের দলগত সর্বোচ্চ রান। শুধু তাই নয়, এ বারের বিশ্বকাপে এখন পর্যন্ত দলগত রানের বিচারে ভারতের করা ৩১৭-ই সর্বোচ্চ। এর আগে এই বিশ্বকাপেই ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়া ৩১০ রান করেছিল। সেই রানও শনিবার ছাপিয়ে যান স্মৃতি মান্ধানারা।

এ দিন টসে জিতে প্রথমে ব্যাট করে ভারত নির্দিষ্ট ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে করে ৩১৭ রান। ওপেন করতে নেমে স্মৃতি মান্ধানা ১১৯ বলে ১২৩ রান করেন। হরমনপ্রীত কাউর করেন ১০৭ বলে ১০৯ রান। এ ছাড়া যস্তিকা ভাটিয়া করেন ২১ বলে ৩১ রান। এর বাইরে সে ভাবে কেউ রান পাননি। চতুর্থ সর্বোচ্চ রান দীপ্তি শর্মার। ২১ বলে ১৫ করেছেন তিনি। উইন্ডিজের আনিসা মহম্মদ ২ উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট নিয়েছেন শামিলা কনেল, হেইলি ম্যাথিউস, শাকেরা সেলমন, দিয়ান্দ্রা দোতিন, আলিহ অ্যালিনে।

বন্ধ করুন