ছেলেদের ক্রিকেটে ইতিমধ্যেই বিশ্বকাপের ট্রফি হাতে তুলেছে পাকিস্তান। তবে মেয়েদের ক্রিকেটে বিশ্বকাপের মঞ্চে ম্যাচ জেতাই কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের পক্ষে। সোমবার চলতি মহিলা বিশ্বকাপের লিগ ম্যাচে বাংলাদেশের কাছে হেরে বিসমাহ মারুফরা এমন এক লজ্জাজনক নজির গড়েন, যা মেয়েদের ক্রিকেটে তুলনাহীন। ছেলে ও মেয়েদের ক্রিকেটকে একযোগে ধরা হলে সার্বিকভাবে ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে জিম্বাবোয়ের অতি লজ্জাজনক বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলে পাকিস্তান।
আসলে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপে এই নিয়ে টানা ১৮টি ম্যাচে হারের মুখ দেখে পাকিস্তান। ছেলেদের হোক বা মেয়েদের, ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে একটানা সব থেকে বেশি ম্যাচ হারের যুগ্ম রেকর্ড এটি। ১৯৮৩ থেকে ১৯৯২ পর্যন্ত ছেলেদের ওয়ান ডে বিশ্বকাপের আসরে জিম্বাবোয়ে টানা ১৮টি ম্যাচে পরাজিত হয়েছিল।
পাকিস্তানের টানা ১৮ ম্যাচে পরাজিত হওয়া ছাড়া মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপে একটানা ৯টি ম্যাচ হারার নজির রয়েছে নেদারল্যান্ডসের। ১৯৮৮-১৯৯৩ বিশ্বকাপে তারা এমন লজ্জার নজির গড়ে। এছাড়াও নেদারল্যান্ডসই একবার একটানা ৮টি (১৯৯৭-২০০০) এবং আরও একবার মেয়েদের বিশ্বকাপের টানা ৭টি (১৯৯৩-১৯৯৭) ম্যাচে পরাজিত হয়েছে। দক্ষিণ আফ্রিকার মেয়েদের টানা ৭টি ম্যাচে (২০০৫-২০০৯) হারের নজিরও রয়েছে বিশ্বকাপে।
চলতি বিশ্বকাপে পাকিস্তান পরপর চারটি ম্যাচে পরাজিত হয়েছে। প্রথম তিন ম্যাচে যথাক্রমে ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার কাছে হারের হ্যাটট্রিক করার পরে বাংলাদেশের মোকাবিলায় নামে পাকিস্তান। তবে প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা বাংলাদেশের কাছেও পরাজয়ের মুখ দেখতে হয় বিসমাহ মারুফদের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।