বাংলা নিউজ > ময়দান > Women's World Cup 2022 Point Table: বাংলাদেশের হারে নামল ভারত, বিশ্বকাপ পয়েন্ট তালিকায় কোন দল কত নম্বরে আছে?

Women's World Cup 2022 Point Table: বাংলাদেশের হারে নামল ভারত, বিশ্বকাপ পয়েন্ট তালিকায় কোন দল কত নম্বরে আছে?

আরও জমে উঠল মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপ। (ছবি সৌজন্যে, টুইটার @cricketworldcup)

এবার বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, গ্রুপের প্রথম চারটি দল সেমিফাইনালে উঠবে।

আরও জমে উঠল মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপ। শুক্রবার বাংলাদেশকে চার রানে হারিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এল ওয়েস্ট ইন্ডিজ। একটি ম্যাচ কম খেলে চতুর্থ স্থানে নেমে গেল ভারত। তবে ভারত যদি আগামিকাল (শনিবার) অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়, তাহলে লিগ তালিকায় পুরনো জায়গা ফিরে পাবে। কারণ ওয়েস্ট ইন্ডিজের থেকে ভারতের নেট রানরেট ভালো আছে।

এবার বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, গ্রুপের প্রথম চারটি দল সেমিফাইনালে উঠবে। আপাতত গ্রুপের শীর্ষে আছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। দু'দলই চারটি ম্যাচেই জিতেছে। নেট রানরেটের কারণে লিগ টেবিলের শীর্ষে আছেন এলিসা পেরিরা। পাঁচ ম্যাচে ছয় পয়েন্ট-সহ তিন নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। চারে আছে ভারত। তবে ভারত একটি কম ম্যাচ খেলেছে। সঙ্গে নেট রানরেটও ভালো। তাই মিতালি রাজদের হাতেই আছে যে ভারত প্রথম তিনে থাকবে কিনা। অস্ট্রেলিয়াকে হারালেই তিনে উঠে আসবেন মিতালিরা। তারইমধ্যে হৃদয় ভেঙে দেওয়া হারের পর লিগ টেবিলে সপ্তম স্থানে আছে বাংলাদেশ।

দলমোট ম্যাচজয়হারনেট রানরেটপয়েন্ট
অস্ট্রেলিয়া+১.৭৪৪
দক্ষিণ আফ্রিকা+০.২২৬
ওয়েস্ট ইন্ডিজ-০.৯৩০
ভারত+০.৬৩২
নিউজিল্যান্ড-০.২১৬
ইংল্যান্ড+০.৩৫১
বাংলাদেশ-০.৩৪২
পাকিস্তান-০.৯৯৬

ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ ম্যাচের আপডেট

শুক্রবার ৫০ ওভারের মহিলা বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। অথচ শুরু ভালো করেছিলেন ক্যারিবিয়ানরা। বিনা উইকেটে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ২৯ রান। তারপর দু'উইকেটে স্কোর দাঁড়ায় ৪০। তারপর ধস নামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে। তিন বলে শূন্য রানে দু'উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। তার ফলে ১৫.১ ওভারে ৪৮ রানে চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকেন ক্যারিবিয়ানরা। বাংলাদেশের স্পিনারদের চক্রব্যূহে আটকে ক্রমশ শোচনীয় হতে থাকে অবস্থা। ৭০ রানে পড়ে যায় সাত উইকেট।

সেখান থেকে শেমাইন ক্যাম্পবেলের অপরাজিত ৫৩ রানের সৌজন্যে কিছুটা লড়াইয়ের মতো পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ৫০ ওভারে ন'উইকেটে ১৪০ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ফ্লেচার করেন ১৭ রান। দুটি করে উইকেট নেন নাহিদা আকতার এবং সালমা খাতুন।

সেই রান তাড়া করত নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম ওভারেই আউট হয়ে যান বাংলাদেশের শামিনা সুলতানা। তারপর ইনিংস সামলাতে থাকেন শারমিন আখতার এবং ফারজানা হক। যদিও দলগত ৩০ রানের মাথায় আউট হয়ে যান শারমিন। তারপরও ভালোভাবেই এগোচ্ছিল বাংলাদেশ। কিন্তু ২১.২ ওভারে দু'উইকেটে ৬০ রানের পর বিপর্যয়ের মুখে পড়েন সুলতানারা। শূন্য রানে তিন উইকেট হারায় বাংলাদেশ। ২৩.২ ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় পাঁচ উইকেটে ৬০ রান।

সেখান থেকে বাংলাদেশের ইনিংসের হাল ধরেন অধিনায়ক সুলতানা। ৩২.২ ওভারে দুর্দান্ত রিভিউয়ের জন্য ফিরে যান তিনি। এক বল পরেই আউট হয়ে যান ফাহিমা খাতুন। ভাগ্যের সহায়তা নিয়েই প্রয়োজনীয় রানটা কমাতে থাকেন সালমা। কিন্তু ৪৪ তম ওভারের প্রথম বলেই তাঁর সেই সৌভাগ্যের কোটা ফুরিয়ে যায়। ৪০ বলে ২৩ রান করেন তিনি। সেইসময় জয়ের জন্য বাংলাদেশের ৪১ বলে ৩১ রানের প্রয়োজন ছিল। জয়ের জন্য জাহানারা আলমের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু দলের ১২২ রানের মাথায় আউট হয়ে যান অভিজ্ঞ জাহানারা। যিনি এশিয়া কাপে ব্যাট হাতে বাংলাদেশকে জিতিয়েছিলেন।

হাতে এক উইকেট নিয়েও হাল ছাড়েননি নাহিদা। ফারিহা তৃষ্ণাকে নিয়ে এগিয়ে যেতে থাকেন। ফারিহার ব্যাটিংয়ের উপর যে তাঁর ভরসা নেই, তা স্পষ্ট ছিল। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের থেকে তাঁকে রক্ষা করছিলেন। সেভাবেই জয়ের আশা জিইয়ে রাখছিলেন। তবে সেজন্য রানও কম উঠছিল। ৪৯ তম ওভারে মাত্র দু'রান ওঠে। তাও শেষ বলে এক রান নেন নাহিদা। শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল আট রান। প্রথম বলে দু'রান নেন নাহিদা। সেই বলেই থ্রো ভালো হলে আউট হয়ে যেতেন ফারিহা। পরের বলে আবার এক রান নেন নাহিদা। দু'রান নিতে গেলে আউট হয়ে যেতেন। তাই ‘আত্মঘাতী’ সিদ্ধান্ত নেননি। পরের বলেই বোল্ড হয়ে যান ফারিহা। তার ফলে ৪৯.৩ ওভারে ১৩৬ রানে অল-আউট হয়ে গিয়ে ঐতিহাসিক জয়ের সুযোগ হারিয়ে ফেলে বাংলাদেশ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

IND vs AUS: গাব্বাতে নেমে সচিন তেন্ডুলকরের অনন্য রেকর্ড ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি জোড়া বিশ্বকাপারের গোল,ISLর চূড়ায় মোহনবাগান! রুদ্ধশ্বাস ম্যাচে ৩-২ গোলে কেরল বধ '১.৫ মিনিটের মিথ্যের দাম পড়েছিল ১.৫ বছর' হঠাৎ কেন এমন বললেন কার্তিক? বাস্তবের সঙ্গে যোগ নেই! বলিউডের তুলোধোনা করে কঙ্গনা বললেন, 'ওদের খালি হট মেয়ে…' দল থেকে বাদ দুই তারকা! অল্প সময়ের মধ্যে জোড়া সিরিজ! বিরক্ত হরমনপ্রীত যা বললেন… 'আল্লাহর রহমত থাকলে মুসলিমরা মেজরিটি হবে', ববির কথায় ইসলামিক আইনের জুজু দেখল BJP টলিউড নিয়ে অভিমানী রাজ! কেন বললেন, 'আমায় সাপোর্ট করার কেউ নেই'? IPL-এ দল না পাওয়া তারকা ক্রিকেটাররা PSL-এ খেলতে চাইছেন না! কারণ জানলে অবাক হবেন আরজি করের প্রতিবাদে সরব ছিলেন, সেই পিজিটি-র বিরুদ্ধেই বিস্ফোরক জুনিয়র ডাক্তাররা! নাতনি আসায় উৎফুল্ল রঞ্জিত মল্লিক! জিৎ-শুভশ্রী সহ কারা শুভেচ্ছা পাঠালেন কোয়েলকে

IPL 2025 News in Bangla

IPL-এ দল না পাওয়া তারকা ক্রিকেটাররা PSL-এ খেলতে চাইছেন না! কারণ জানলে অবাক হবেন রাজস্থানে যোগ দিয়েই গুরু দ্রাবিড়ের কাছে আর্জি নীতীশের! ‘জাতীয় দলে ফিরতে চাই…’ অধিনায়কত্ব থেকে ছাঁটাই করেছিলেন ধোনিকে! এখন গোয়েঙ্কার মুখেই মাহি স্তুতি! বিতর্ক ও বড্ড ভদ্র...রাহুলের সঙ্গে মন কষাকষির দিন শেষ, ভালো কথাই বললেন সঞ্জীব গোয়েঙ্কা KKR অধিনায়কের দৌড়ে রাহানে,বেঙ্কি,রিঙ্কুরা! SMATতে কেমন পারফরমেন্স? নজর রাখা যাক ২৭ কোটিতে LSGতে পন্ত…তবু কিসের আক্ষেপ গোয়েঙ্কার? কেন টানলেন মোহনবাগানের উদাহরণ? ১৭ বছরেও জেতা হয়নি IPL… খরা কাটাতে সবার আগে মাঠে নামল RCB! মাঠে ক্রুণাল,জিতেশরা… ধোনির সঙ্গে খেলতে চাই: CSK-কে ষষ্ঠবার চ্যাম্পিয়ন করতে চান KKR এর প্রাক্তনী আমায় KKR-এ ফেরাতে যা দরকার করবেন…CEO বেঙ্কিকে ফোনে বলেছিলেন বেঙ্কি! পরের বার আমায় ‘ডক্টর’ বলে ডাকবেন: কেন এমন বললেন KKR-এর তারকা বেঙ্কটেশ আইয়ার?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.