আরও জমে উঠল মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপ। শুক্রবার বাংলাদেশকে চার রানে হারিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এল ওয়েস্ট ইন্ডিজ। একটি ম্যাচ কম খেলে চতুর্থ স্থানে নেমে গেল ভারত। তবে ভারত যদি আগামিকাল (শনিবার) অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়, তাহলে লিগ তালিকায় পুরনো জায়গা ফিরে পাবে। কারণ ওয়েস্ট ইন্ডিজের থেকে ভারতের নেট রানরেট ভালো আছে।
এবার বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, গ্রুপের প্রথম চারটি দল সেমিফাইনালে উঠবে। আপাতত গ্রুপের শীর্ষে আছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। দু'দলই চারটি ম্যাচেই জিতেছে। নেট রানরেটের কারণে লিগ টেবিলের শীর্ষে আছেন এলিসা পেরিরা। পাঁচ ম্যাচে ছয় পয়েন্ট-সহ তিন নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। চারে আছে ভারত। তবে ভারত একটি কম ম্যাচ খেলেছে। সঙ্গে নেট রানরেটও ভালো। তাই মিতালি রাজদের হাতেই আছে যে ভারত প্রথম তিনে থাকবে কিনা। অস্ট্রেলিয়াকে হারালেই তিনে উঠে আসবেন মিতালিরা। তারইমধ্যে হৃদয় ভেঙে দেওয়া হারের পর লিগ টেবিলে সপ্তম স্থানে আছে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ ম্যাচের আপডেট
শুক্রবার ৫০ ওভারের মহিলা বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। অথচ শুরু ভালো করেছিলেন ক্যারিবিয়ানরা। বিনা উইকেটে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ২৯ রান। তারপর দু'উইকেটে স্কোর দাঁড়ায় ৪০। তারপর ধস নামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে। তিন বলে শূন্য রানে দু'উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। তার ফলে ১৫.১ ওভারে ৪৮ রানে চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকেন ক্যারিবিয়ানরা। বাংলাদেশের স্পিনারদের চক্রব্যূহে আটকে ক্রমশ শোচনীয় হতে থাকে অবস্থা। ৭০ রানে পড়ে যায় সাত উইকেট।
সেখান থেকে শেমাইন ক্যাম্পবেলের অপরাজিত ৫৩ রানের সৌজন্যে কিছুটা লড়াইয়ের মতো পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ৫০ ওভারে ন'উইকেটে ১৪০ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ফ্লেচার করেন ১৭ রান। দুটি করে উইকেট নেন নাহিদা আকতার এবং সালমা খাতুন।
সেই রান তাড়া করত নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম ওভারেই আউট হয়ে যান বাংলাদেশের শামিনা সুলতানা। তারপর ইনিংস সামলাতে থাকেন শারমিন আখতার এবং ফারজানা হক। যদিও দলগত ৩০ রানের মাথায় আউট হয়ে যান শারমিন। তারপরও ভালোভাবেই এগোচ্ছিল বাংলাদেশ। কিন্তু ২১.২ ওভারে দু'উইকেটে ৬০ রানের পর বিপর্যয়ের মুখে পড়েন সুলতানারা। শূন্য রানে তিন উইকেট হারায় বাংলাদেশ। ২৩.২ ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় পাঁচ উইকেটে ৬০ রান।
সেখান থেকে বাংলাদেশের ইনিংসের হাল ধরেন অধিনায়ক সুলতানা। ৩২.২ ওভারে দুর্দান্ত রিভিউয়ের জন্য ফিরে যান তিনি। এক বল পরেই আউট হয়ে যান ফাহিমা খাতুন। ভাগ্যের সহায়তা নিয়েই প্রয়োজনীয় রানটা কমাতে থাকেন সালমা। কিন্তু ৪৪ তম ওভারের প্রথম বলেই তাঁর সেই সৌভাগ্যের কোটা ফুরিয়ে যায়। ৪০ বলে ২৩ রান করেন তিনি। সেইসময় জয়ের জন্য বাংলাদেশের ৪১ বলে ৩১ রানের প্রয়োজন ছিল। জয়ের জন্য জাহানারা আলমের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু দলের ১২২ রানের মাথায় আউট হয়ে যান অভিজ্ঞ জাহানারা। যিনি এশিয়া কাপে ব্যাট হাতে বাংলাদেশকে জিতিয়েছিলেন।
হাতে এক উইকেট নিয়েও হাল ছাড়েননি নাহিদা। ফারিহা তৃষ্ণাকে নিয়ে এগিয়ে যেতে থাকেন। ফারিহার ব্যাটিংয়ের উপর যে তাঁর ভরসা নেই, তা স্পষ্ট ছিল। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের থেকে তাঁকে রক্ষা করছিলেন। সেভাবেই জয়ের আশা জিইয়ে রাখছিলেন। তবে সেজন্য রানও কম উঠছিল। ৪৯ তম ওভারে মাত্র দু'রান ওঠে। তাও শেষ বলে এক রান নেন নাহিদা। শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল আট রান। প্রথম বলে দু'রান নেন নাহিদা। সেই বলেই থ্রো ভালো হলে আউট হয়ে যেতেন ফারিহা। পরের বলে আবার এক রান নেন নাহিদা। দু'রান নিতে গেলে আউট হয়ে যেতেন। তাই ‘আত্মঘাতী’ সিদ্ধান্ত নেননি। পরের বলেই বোল্ড হয়ে যান ফারিহা। তার ফলে ৪৯.৩ ওভারে ১৩৬ রানে অল-আউট হয়ে গিয়ে ঐতিহাসিক জয়ের সুযোগ হারিয়ে ফেলে বাংলাদেশ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।