উইকেট নেওয়ার পরই 'ফোন' লাগালেন সাত মাসের ছেলেকে। তারপর বললেন, ‘হাই বেবি!’ শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ তারকা অ্যাফি ফ্লেচারের সেই ‘বেবি সেলিব্রেশন’-র ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
শুক্রবার ৫০ ওভারের মহিলা বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের স্পিনারদের চক্রব্যূহে আটকে পড়ে নির্ধারিত ৫০ ওভারে ন'উইকেটে ১৪০ রানের বেশি তুলতে পারেননি স্টেফানি টেলররা। একটা সময় তো ৭০ রানে সাত উইকেট পড়ে গিয়েছিল ক্যারিবিয়ানদের। সেখান থেকে শেমাইন ক্যাম্পবেলের অপরাজিত ৫৩ রানের সৌজন্যে কিছুটা লড়াইয়ের মতো পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। ফ্লেচার করেন ১৭ রান।
সেই রান তাড়া করত নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম ওভারেই আউট হয়ে যান বাংলাদেশের শামিনা সুলতানা। তারপর ইনিংস সামলাতে থাকেন শারমিন আখতার এবং ফারজানা হক। যদিও দলগত ৩০ রানের মাথায় আউট হয়ে যান শারমিন। তারপরও ভালোভাবেই এগোচ্ছিল বাংলাদেশ। কিন্তু ২১.২ ওভারে দু'উইকেটে ৬০ রানের পর বিপর্যয়ের মুখে পড়েন নিগার সুলতানারা। শূন্য রানে তিন উইকেট হারায় বাংলাদেশ। ২৩.২ ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় পাঁচ উইকেটে ৬০ রান।
সেই তিনটি উইকেটই নেন ফ্লেচার। তারইমধ্যে ২১.৩ ওভারে ফারজানাকে আউট করে ‘বেবি সেলিব্রেশন’ করেন। ফারাজানা বোল্ড হতেই পকেট থেকে ‘ফোন’ বের করেন ফ্লেচার। তারপর নিজের মাসের ছেলে ‘কল’ করেন। দিয়ে ‘হাই বেবি' বলতে দেখা যায় তাঁকে। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যে ফ্লেচার আপাতত ম্যাচে তিন উইকেট নিয়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।