বাউন্ডারি বাঁচানোই প্রাথমিক লক্ষ্য। তবে সেই সঙ্গে ব্যাটাররা যাতে ২ রান নিতে না পারেন, তাই প্রায়শই সীমানায় ফিল্ডিং করা ক্রিকেটারদের বাউন্ডারি লাইন থেকে বেশ কিছুটা ভিতরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি মহিলা বিশ্বকাপের ম্যাচে ঠিক সেভাবেই বাউন্ডারি থেকে একটু ভিতরে ফিল্ডিং করছিলেন অজি অল-রাউন্ডার অ্যাশলেই গার্ডনার। তবে নিখুঁত অনুমান ও দুর্দান্ত টাইমিংয়ে গার্ডনার যেভাবে ডু'প্রীজের ক্যাচ ধরেন, তা টুর্নামেন্টের অন্যতম সেরা সন্দেহ নেই।
ওয়েলিংটনে টস হেরে শুরুতে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা ইনিংসের ৪৫.৫ ওভারে চোখে পড়ে গার্ডনারের দুর্দান্ত ফিল্ডিংয়ের নমুনা। জেস জোনাসেনের বল স্টেপ-আউট করে লেগ-সাইডে তুলে মারেন মিগনন ডু'প্রীজ। বল বাউন্ডারি লাইনে উড়ে যায়। গার্ডনার কিছুটা পিছন হেঁটে শূন্যে লাফ দেন। এক হাতে বল ধরে নেন তিনি। ব্যক্তিগত ১৪ রানে আউট হয়ে সাজঘরে ফিরতে হয় ডু'প্রীজকে।
ভারত বনাম বাংলাদেশ ম্যাচের লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন।
গার্ডনার ম্যাচে ১০ ওভার বল করে ১টি মেডেন-সহ ৫২ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। পরে ব্যাট হাতে ৪টি বাউন্ডারির সাহায্যে ২৬ বলে ২২ রানের কার্যকরী ইনিংস খেলেন তিনি।
অস্ট্রেলিয়া বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচে ৫ উইকেটে পরাজিত করে দক্ষিণ আফ্রিকাকে। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটের বিনিময়ে ২৭১ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৪৫.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ২৭২ রান তুলে নেয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।