কেরিয়ারের সেরা ইনিংস খেলে দেশকে বিশ্বকাপ ফাইনালের টিকিট এনে দেন ড্যানি ওয়াট।
1/5এক দশকেরও বেশি সময় ধরে ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলছেন ড্যানি ওয়াট। তবে হঠাৎ করেই ২০১৪ সালে শিরোনামে চলে আসেন ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের এই তারকা ব্যাটার। সেবছর সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলিকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন ওয়াট, যা নিয়ে বিস্তর চর্চা হয়। একদা কোহলিকে প্রোপোজ করা সেই ড্যানি ওয়াটই ইংল্যান্ডকে চলতি মহিলা বিশ্বকাপের ফাইনালে তোলেন। ছবি- টুইটার।
2/5দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনালে দুর্দান্ত শতরান করেন ড্যানি ওয়াট। ইংল্যান্ডের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নেমে ১২৯ রানের ঝকঝকে ইনিংস খেলেন ৩১ বছরে পা দিতে চলা ডানহাতি ব্যাটার। ১২৫ বলের ইনিংসে তিনি ১২টি চার মারেন। ছবি- এএফপি
3/5ওয়ান ডে ক্রিকেটে এটি ড্যানির দ্বিতীয় সেঞ্চুরি। ৯২টি ম্যাচের ৭৮টি ইনিংসে ব্যাট করতে নেমে এই নিয়ে দ্বিতীয়বার তিন অঙ্কের রানে পৌঁছতে সক্ষম হন ওয়াট। এর আগে ২০১৯ সালে কুয়ালা লামপুরে পাকিস্তানের বিরুদ্ধে ১২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৯৫ বলে ১১০ রান করেন ওয়াট। এতদিন সেটিই ছিল তাঁর ওয়ান ডে কেরিয়ারের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এবার বিশ্বকাপের মঞ্চে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১২৯ রানের ইনিংসটিই ওয়াটের ওয়ান ডে তথা আন্তর্জাতিক কেরিয়ারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসে পরিণত হয়। সুতরাং, কেরিয়ারের সেরা ইনিংস খেলে দলকে বিশ্বকাপের ফাইনালে তোলেন ড্যানি। ছবি- এএফপি
4/5২০১০ সালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করা ড্যানি ওয়াট ওয়ান ডে কেরিয়ারে ২২.১৬ গড়ে ১৪৮৫ রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ২টি, হাফ-সেঞ্চুরি করেছেন ৩টি। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ২টি সেঞ্চুরি ও ৯টি হাফ-সেঞ্চুরি রয়েছে ওয়াটের। ছবি- এএফপি
5/5চলতি মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে ওয়াটের শতরানে ভর করে ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২৯৩ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৩৮ ওভারে ১৫৬ রানে অল-আউট হয়ে যায়। ১৩৭ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ম্যাচের সেরা হয়েছেন ওয়াট। ছবি- এএফপি